অ্যাকাডেমি অব ফাইন আর্টস এ অনুপম হালদারের একক আলোকচিত্র প্রদর্শনী
অ্যাকাডেমি অব ফাইন আর্টস এ শুরু হল অনুপম হালদারের একক আলোকচিত্র প্রদর্শনী সাজাহান সিরাজ, কলকাতা ২৮ সেপ্টেম্বর -::- সদালাপি মানুষটি আজ আর একা নন। ইদানিং কলকাতা শহর এবং শহরতলির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, সাংস্কৃতিক মঞ্চে সস্ত্রী দেখা যায় তাঁকে। মিশুকে এই দম্পতির ঠোঁটে সব সময় যেন হাসি জড়িয়ে থাকে । যেচে কুশল বিনিময় করেন । খোঁজ খবর নেন প্রত্যেকের। মনে হয় কত দিনের আলাপ পরিচয়। সদালাপি এই দম্পতি সরকারি আধিকারিক। দুদে আমলা। আলাপ হলে বুঝবেন, এই আধিকারিক, এই আমলার তকমাটা শুধুমাত্র সরকারি অফিসের চার দেওয়ালেই বন্দি। অফিসের বাইরে তাঁরা সম্পূর্ণ আলাদা মানুষ । মনে হবে তাঁরা আমাদের খুব কাছের মানুষ । স্বজন। অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সি। অনুপমবাবুর পেশার বাইরে তাঁর একটা আলাদা জগৎ আছে। বলতে পারেন নেশা। যে নেশাকে কিশোর বয়স থেকে আজও সন্তান স্নেহে আগলে রেখেছেন তিনি । সেই নেশার টানে কখনো সাগর থেকে পাহাড়, এমনকি সময় পেলে দেশ থেকে বিদেশের সৌন্দর্যের মধ্যে নতুনের খোঁজ করেন তিনি । সবসময় তাঁর অমৃতের সন্ধান । কিশোর বয়সে এক স্বজন তা...