কলকাতায় ওয়ালজি ইউনিফর্মের মেগা প্রদর্শনী

ওয়ালজি ইউনিফর্ম মেটেরিয়াল ফেব্রিক্সের মেগা প্রদর্শনী কলকাতায়

সীতারাম আগরওয়াল, কলকাতা, ২৮ সেপ্টেম্বর
::  মুম্বাইয়ের বিখ্যাত "দর্শন ভালজি" ব্র্যান্ড, যেটি ভারতের বিভিন্ন রাজ্যে তার অভিন্ন উপাদানের পণ্য দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে, বৃহস্পতিবার কলকাতায় তাদের প্রদর্শনীর আয়োজন করে আলোড়ন সৃষ্টি করলেন। কলকাতার একটি সুপরিচিত হোটেলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ৩০০ জনেরও বেশি খুচরা বিক্রেতা, ডিলার এবং এজেন্ট অংশ নেন। কোম্পানির ৮০০০ টিরও বেশি ডিজাইনের সংগ্রহ রয়েছে। 
আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, ১৮ বছর পর মহানগরে এটি তাদের দ্বিতীয় প্রদর্শনী। রঞ্জিত ফ্যাব ইন্ডিয়া এলএলপি-ওয়ালজির এমডি কিশোর কোঠারির জানান, কোম্পানির তরফে ইউনিফর্মের বাজার মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা৷
তিনি বলেন, 'আমরা সেরা মানের, সর্বশেষ আধুনিক প্রযুক্তি, পরিবেশ বান্ধব ইত্যাদি গ্রহণ করে এই বাজারে নিজেদের জন্য একটি ভাল জায়গা তৈরি করেছি। আমাদের পণ্যগুলি স্কুল, কলেজ, হাসপাতাল, পুলিশ, সেনাবাহিনী, হোটেল, কুরিয়ার, নিরাপত্তা সংস্থার সাথে কর্পোরেট জগতের অন্যান্য সেক্টর এবং আইনজীবীদের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের কাছে খুবই জনপ্রিয়।'
 জানা গেছে, কোম্পানিটির পণ্য শুধু দেশেই নয় বিদেশেও বেশ জনপ্রিয় । 
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে সঞ্জয় কোঠারি, রঞ্জিত ফ্যাব ইন্ডিয়া এলএলপি-র আরেক এমডি (দুই), ওয়ালজি, এজেন্সির হরিশঙ্কর ঝাওয়ার (ঝাওয়ার সার্ভিসেস), ডিলার আর কে এন্টারপ্রাইজের কমল,
লুনিয়ার শ্রেয়ান্স লুনিয়া, মোহিত লুনিয়া ও মুকেশ লুনিয়া এবং বেগুসরাই থেকে মুরারি জগনানি প্রমুখ উপস্থিত ছিলেন। 
এক প্রশ্নের উত্তরে কিশোর কোঠারি জানান,  'আমরা সমাজের দুর্বল অংশগুলিকে সাহায্য করে আমাদের দায়িত্ব পালন করি, তবে এটি গোপন রাখি এবং প্রচার করি না।' তিনি বলেন, আমাদের পোশাকের দাম একটু বেশি হতে পারে । তবে আমরা স্থায়িত্ব এবং আকর্ষণীয় আধুনিক ডিজাইনের দিকে মনোযোগ দিই। তবুও এটি এখনও সস্তা।'
উল্লেখ্য, ওয়ালজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত  বলচাঁদ কোঠারি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। আজ তা যোগ্য উত্তরসূরিদের হাতে দিন দিন এগিয়ে চলেছে।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু