বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত
আলেফা বেগম : যথাযোগ্য মর্যাদার সঙ্গে মঙ্গলবার, ৩ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা রাজ্যে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নানা সমস্যার কথা তুলে ধরা হয়।
সরকারি অনুষ্ঠানে তাদের কল্যাণে কোথায় কি কাজ হচ্ছে তারও উল্লেখ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে অন্য বছরের মত এ বছরেও বেসরকারি সংগঠনগুলি বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপনে বিশেষ উদ্যোগ নেয়।
দক্ষিণ চব্বিশ পরগনার নিউ গড়িয়ার পঞ্চশায়রে স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ব দ্বারিকাপুর মুনস্টার সংঘ এর উদ্যোগে এবারের বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করা হয়। এই সংগঠনের কর্ণধার বিবেকানন্দ বাগের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেল), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং রোটারি ক্লাবের আর্থিক সহযোগিতায় ১০০০ বিশেষ চাহিদা সম্পন্ন দুস্থ ব্যক্তির হাতে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, মোটর চালিত ট্রাই সাইকেল, ক্রাচ, স্টিক, হিয়ারিং প্রভৃতি প্রতিবন্ধী সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়।
সমাজের অসহায় দুর্বল মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আয়োজিত মুনস্টার সংঘের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলের জেনারেল ম্যানেজার চৈতালি দেব, সহকারি ম্যানেজার আম্মু কে. এস, রোটারি ক্লাবের সেক্রেটারি সতীশ জালান, এসবিআই-এর ডেপুটি জেনারেল ম্যানেজার বিবেক সিং, সুব্রত হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক তনুজা বসু, বিশিষ্ট সমাজসেবী চন্দন দাশগুপ্ত, আকরাম আলি মোল্লা, সাংবাদিক গৌতম চক্রবর্তী, সাজাহান সিরাজ প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় ব্যক্তিদের শুধু আর্থিক সাহায্য নয়, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং তাদের পাশে থাকার পরামর্শ দিয়েছেন।
Comments