পাপিয়া রাও "আইএলএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন
পাপিয়া রাও "আইএলএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড" পেলেন
ব-দ্বীপ বার্তা প্রতিনিধি : পাপিয়া রাও একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। নারীর ক্ষমতায়নের মূর্ত প্রতীক । তিনি একজন সফল ব্যবসায়ী উদ্যোগপতি, অভিনেত্রী এবং সামাজিক-সাংস্কৃতিক প্রেরণাদাতা। পাপিয়ার ব্যবসা প্রতিষ্ঠান - 'পেসিনা ইন্ডিকা'। সম্প্রতি তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনের শুটিং, চলচ্চিত্র এবং সিরিজে অভিনয় করেছেন। পারমিতা মুন্সি পরিচালিত কিংবদন্তি বলিউড কুইন-এর উপর চলচ্চিত্র - 'হেমা মালিনী'-র নাম ভূমিকায় অভিনয় করেছেন পাপিয়া ।
পাপিয়া নিরন্তর মানবিক কর্মকান্ডের সহায়তায়
বিভিন্ন সামাজিক কল্যাণ সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘ বছর ধরে, বিভিন্ন সংস্থা থেকে বহু পুরস্কার এবং প্রশংসা পেয়েছেন।
পাপিয়ার বহুমাত্রিক কর্মকান্ডের জন্য সম্প্রতি তাঁকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট "আইএলএফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড" পুরাস্কারে সম্মানিত করল । লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেট আয়োজিত অনুষ্ঠানটি নন্দন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
'বহুমুখী কর্মকান্ডের প্রতিভাময়ী পাপিয়া রাওয়ের হাতে ILF পুরস্কার তুলে দিতে পেরে আমরা সম্মানিত' বলে মত প্রকাশ করেছেন
ILF এর চেয়ারপার্সন আশিস বসাক ৷
Comments