আসছে লোকনাথ বাবার বাল্যলীলা

আসছে লোকনাথ বাবার বাল্যলীলা 


বকুল দাশ :: ধর্মীয় বাংলা কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যলীলা' মুক্তি পাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। কোলকাতা সহ পার্শ্ববর্তী বারোটি সিনেমা হলে একযোগে এই কাহিনী চিত্রটি প্রদর্শিত হবে।
এক্সেল মিডিয়া নিবেদিত, স্বপনকুমার দাস প্রযোজিত এবং জয়শঙ্কর পরিচালিত নতুন কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যলীলা'।

কোলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি বাংলা কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যলীলা'-র পোস্টার, ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের পরিচালক জয়শঙ্কর জানিয়েছেন, "এই ছায়াছবিতে অভিনয় করেছেন অনামিকা সাহা, অরিন্দম গাঙ্গুলী-র মতো প্রথিতযশা অভিনেতা ও অভিনেত্রী সহ আরো অনেককে।"

এই কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানিয়েছেন, "এই চলচ্চিত্রে বালক লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলী-র চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, শিশু লোকনাথের চরিত্রে ঋষ্ণা পাল এবং বালক লোকনাথের চরিত্রে অভিনয় করেছে অরণ্য রায়চৌধুরী এবং লোকনাথের বন্ধু বেণীমাধবের চরিত্রে অভিনয় করেছে আর এক শিশুশিল্পী ইমন আদিত্য।"

প্রযোজক সংস্থার পক্ষে  জানানো হয়েছে, "এই কাহিনীচিত্রে রয়েছে পাঁচটা গান, যার মধ্যে পূর্ণাঙ্গ রূপে শোনা যাবে একটা গান, বাকি চারটে গান সমগ্র ছায়াছবিতে বিভিন্ন ভাবে শোনা যাবে।"

এই কাহিনীচিত্রের সহ প্রযোজনা - সঞ্জয় দাস, সংগীত - চন্দন রায় চৌধুরী, গীতিকার - সুব্রতনাথ মুখোপাধ্যায় ও স্মরজিত বন্দোপাধ্যায়, চিত্রগ্রহণ লিংকন, শিল্প শিল্পনির্দেশনা -  সম্রাট চন্দা, রূপসজ্জা - শেখর ব্যানার্জি, কন্ঠশিল্পীরা হলেন - ইন্দ্রানী সেন, ইন্দ্রনীল সেন, শিশুশিল্পী সৃঞ্জয়ী দাস, অনিন্দিতা সাহা, দেবস্মিতা দাস ও পিনাকী চক্রবর্তী।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু