Posts

Showing posts from June, 2024

জেডএসআই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন

Image
জেডএসআই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন  সাজাহান সিরাজ : জ্যুলজিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া---ভারতীয় প্রাণী সর্বেক্ষণ, তাদের ১০৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে আগামী ৩০ জুন, রবিবার। এই উপলক্ষে পয়লা জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী এক প্রাণী শ্রেণীবিন্যাস শীর্ষ সম্মেলন ২০২৪ অর্থাৎ Animal Taxonomy Summit 2024 এর আয়োজন করা হয়েছে বিশ্ববাংলায়। যেখানে ভারতসহ পাঁচটি দেশের প্রায় ৩৫০ জন গবেষক অংশ নেবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দর যাদব জেডএসআই -এর প্রতিষ্ঠা দিবস এবং শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওই দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং, বন বিভাগের মুখ্য অধিকর্তা এবং বিশেষ সচিব জিতেন্দ্র কুমার প্রমুখ। কলকাতা প্রেসক্লাবে ২৬ জুন এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়ে কলকাতাস্থিত জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডঃ ধৃতি ব্যানার্জি বলেছেন, শুধু মানুষ নয়, এবার কীটপতঙ্গ, উদ্ভিদ এবং জীবজন্তুদেরও আধার কার্ড তৈরি করা হবে। জ্যুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (জেডএসআই) এব...

বিড়ি শ্রমিকদের ভাগ্য এবং ভবিতব্য

Image
বিড়ি শ্রমিকদের ভাগ্য এবং ভবিতব্য  সাজাহান সিরাজ : ভারতীয় বিড়ি বিশ্বের বড় বড় বাজার দখল করলেও দেশের বিড়ি শিল্পীদের অবস্থার কোন উন্নতি হয়নি। তাঁরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন। পরিবারের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাঁদের । কিন্তু এই শ্রমিকরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন এবং শিল্পকে সন্তান সমতুল্য করে লালন পালন করে যাচ্ছেন। যাতে দেশ বৈদেশিক মুদ্রায় লাভবান হয়। এই প্রকৃত শিল্পীদের আর্থিক পরিবর্তনের জন্য রাজ্য সরকার কিছুটা উদ্যোগী হলেও কেন্দ্রীয় সরকারের তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা দেখা যায় না। আর ফলে বিড়ি শ্রমিকরা আর্থিক মানদণ্ডে দিনে দিনে তলানিতে ঠেকে যাচ্ছেন।  বিড়ি শ্রমিকদের জীবনযাত্রা, তাঁদের আর্থিক মান উন্নয়ন, তাঁদের স্বাস্থ্য সহ সার্বিক সমস্যা আলোচনায়, শ্রমিক ইউনিয়নগুলির ভূমিকা ও দায়িত্ব এবং সরকারের দায়বদ্ধতার বিষয় উঠে আসে। টোবাকো ফ্রি জেনারেশন (TFG)র উদ্যোগে ২৫ জুন, মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক সাথী ভট্টাচার্য, পরিবেশবিদ নব দত্ত, অধ্যাপক অচীন চ...

বিশ্বের প্রথম সফল সিএসপি প্রতিস্থাপন মেডিকায়

Image
বিশ্বের প্রথম সফল সিএসপি প্রতিস্থাপন মেডিকায়  সাজাহান সিরাজ : মেডিকা গ্রুপ অফ হসপিটাল, পূর্ব ভারতের সবচেয়ে বড় প্রাইভেট হেলথকেয়ার নেটওয়ার্ক, কার্ডিয়লজি বিভাগে দুর্দান্ত সাফল্য অর্জন করল সফলভাবে বিশ্বের প্রথম কনডাকশন সিস্টেম পেসিং (সিএসপি) করে। এই পদ্ধতি প্রয়োগ করা হয় একজন পুরুষ রোগীর উপর। আমরা জানি, আমাদের সবার হার্ট বুকের বাম দিকে থাকে কিন্তু এই রোগীর হার্ট বুকের বাম দিকে না থেকে, তা ছিল ডান দিকে! গত ২৭ মে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিয়াক বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দিলীপ কুমারের নেতৃত্বে ডাঃ অশেষ হালদার, ডাঃ আনন্দ কুমার পান্ডে সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিশ্বের এই প্রথম সফল সিএসপি প্রতিস্থাপন করে এক বিরল ও অনন্য দৃষ্টি স্থাপন করলেন। রোগীর নাম রেজাউল করিম। বয়স ৬৬। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাসিন্দা। ছোটবেলায় ছিল যক্ষ্মা রোগ। এর ফলে ডান দিকের ফুসফুস খুব ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসের পারেনকাইমা হওয়ার ফলে ফাইব্রোসিস হয়, যার ফলে তাঁর হার্ট বাম দিক থেকে ডান দিকে চলে আসে। সেই শৈশব থেকেই রেজাউলের হার্ট ডান দিকেই ছিল। এই পরিস্থিতি...

আইআইটি (আইএসএম) ধানবাদ কর্মরত নির্বাহীদের জন্য সাতটি এক্সি

Image
আইআইটি (আইএসএম) ধানবাদ কর্মরত নির্বাহীদের জন্য সাতটি এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম অফার করছে  বকুল দাশ, কলকাতা ১৩ জুন, ২০২৪ : আইআইটি (আইএসএম) ধানবাদের পাঁচটি বিভাগ তাদের কারিগরি দক্ষতা উন্নত করার জন্য কর্মরত ছাত্র-শিক্ষকদের জন্য ২ এবং ৩ বছর মেয়াদী সাতটি এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে। এর মধ্যে রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বারা প্রদত্ত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্সে একটি এক্সিকিউটিভ এম টেক প্রোগ্রাম এবং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে রিজার্ভার ইঞ্জিনিয়ারিং-এ একটি এম টেক প্রোগ্রাম। এছাড়াও, ৩ বছরের জন্য তিনটি এম টেক প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে দুটি বৈদ্যুতিক প্রকৌশল, যার মধ্যে একটি প্রোগ্রাম পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং অন্যটি পাওয়ার ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ড্রাইভে এবং একটি এক্সিকিউটিভ এম টেক প্রোগ্রাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পাঁচটি এক্সিকিউটিভ এম টেক প্রোগ্রাম ছাড়াও, দুটি এমবিএ প্রোগ্রাম ও অফার করা হয়েছে, যা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দ্বারা অফার করা ...

দেবের সাড়া জাগানো চলচ্চিত্র 'বাঘা যতীন' স্টার জলসায়

Image
দেবের সাড়া জাগানো চলচ্চিত্র 'বাঘা যতীন' স্টার জলসায় সাজাহান সিরাজ : আগামী ২৩ জুন, রবিবার দুপুর ১ টায় স্টার জলসায় দেখা যাবে বিশিষ্ট অভিনেতা দেব অভিনীত এবং অরুণ রায় পরিচালিত ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর বাংলা চলচ্চিত্র 'বাঘা যতীন'। এদিন টেলিভিশনের পর্দায় এই প্রথম এই ছবি প্রদর্শিত হবে। দক্ষিণ কলকাতায় একটি রেস্তোরায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান, অভিনেতা দেব ও পরিচালক অরুণ রায়।  দেশের স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবীদের অন্যতম এবং ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাঘা যতীন। এতদিন এই বিপ্লবীকে নিয়ে কোন চলচ্চিত্র তেমনভাবে রূপায়িত হয়নি। ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের অন্যতম প্রকৃত বাঙালি নেতা বাঘা যতীনকে আমরা চিনলেও তাঁর প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অনেকেই জানিনা। যিনি একটি তরতাজা দুর্ধর্ষ রয়েল বেঙ্গল টাইগারকে মেরে বাঘা যতীন নামেই বেশি পরিচিত ছিলেন। পরিচালক অরুণ রায় জানিয়েছেন, দু'বছরের অধিক সময় নিয়ে উড়িষ্যা এবং কলকাতার বিভিন্ন জায়গায় বাঘা যতীন চলচ্চিত্রের...

*NEET ২০২৪ এর ফলাফল নিয়ে বিতর্ক, যোগ্য হবু ডাক্তারদের ভবিষ্যত কি অন্ধকারে?*

Image
*NEET ২০২৪ এর ফলাফল নিয়ে বিতর্ক, যোগ্য হবু ডাক্তারদের ভবিষ্যত কি অন্ধকারে?* *আলেফা বেগম, জুন ১৩, কলকাতা:* নিট ২০২৪-এর ফলাফল প্রকাশ হতেই অসঙ্গতি নিয়ে ঝড় সারাদেশে। বিতর্ক চলছে সভা সমিতিতে। স্বচ্ছতা নিয়েও উঠতে শুরু করেছে ভুরি ভুরি অভিযোগ। এমনকি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সারা দেশের পাশাপাশি, পশ্চিম বাংলা থেকেও লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরিস্থিতি সবখানেই একইভাবে জটিল। বিভিন্ন ক্ষেত্র থেকে দাবি উঠেছে যে, নিট-এ ৭১৮ বা ৭১৯ নম্বর পাওয়া কার্যত অসম্ভব। কারণ, এই পরীক্ষা হয় মোট ৭২০ নম্বরে। সেখানে এক একটি প্রশ্নের মান থাকে চার। একটি প্রশ্ন ভুল হলে সাধারণভাবেই ওই চার নম্বর কাটা যায়। সেই সঙ্গে আরও এক নম্বর কম পায় পরীক্ষার্থীরা। তাই এই নম্বর পাওয়া কোনওভাবেই সম্ভব না। এছাড়াও প্রশ্ন উঠেছে নিট-এ ৬৭ জন পরীক্ষার্থীর ৭২০ নম্বরে ৭২০ পেয়ে শীর্ষস্থান অধিকার করার বিষয় নিয়েও। উল্লেখ্য, তাঁদের মধ্যে ছ’জন একই পরীক্ষা কেন্দ্রের। তাই বিষয়টিকে কাকতালীয় হিসেবে মান...

দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে সরোজিনী দামোদরন ফাউন্ডেশন

Image
দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে সরোজিনী দামোদরন ফাউন্ডেশন   ব-দ্বীপ বার্তা প্রতিনিধি : দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো শ্রীমতি কুমারী শিবুলাল এবং শ্রী এস.ডি. শিবুলাল প্রতিষ্ঠিত সরোজিনী দামোদরন ফাউন্ডেশন। তাঁদের বিদ্যাধন স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এরাজ্যের ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। এই স্কলারশিপটি সমাজে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যাদের পরিবারের বার্ষিক আয় দু লাখ টাকার নিচে। পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী, যারা এই পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেয়েছে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য বছরে দশ হাজার টাকা দেওয়া হবে, তারা যদি শিক্ষায় ভালো ফল অর্জন করে তবে তাদেরকে ডিগ্রী কোর্সে পড়ার জন্য বছরে ১৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। আগামী ১০ জুলাই অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে www.vidyadhan.org বা SDF Vidya Application ব্যবহার করে (SDF Vidya অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে)। আরো বিস্তারিত জানতে vidyadhan.ben...

বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্রর ভাবনায় ও পরিকল্পনায় প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর ডাইরি

Image
বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্রর ভাবনায় ও পরিকল্পনায় প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর ডাইরি  সাজাহান সিরাজ : রূপকথার শহর কলকাতা। আমার আপনার প্রিয় শহর কলকাতা। সেই কলকাতা শহরের স্বনামধন্যা বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্র। শহরের হাতে গোনা যে কয়েকজন বিশিষ্ট পোশাক শিল্পী রয়েছেন তাঁদের মধ্যে ইরানী মিত্র অন্যতম।  ২০১৭ সাল থেকে তিনি প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে সাউথ সিটির মলের পাশে গড়ে তুলেছেন এক বিরাট স্টুডিও। বাংলায় তিনিই প্রথম ২০২২ সাল থেকে অর্থাৎ বাংলা ১৪২৯ এ বাংলা ডাইরি প্রকাশ করে চলেছেন। সোমবার সন্ধ্যায় তাঁর নিজের স্টুডিও তে প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর ছোট বড় মাঝারি তিন ধরনের বাংলা ডাইরি। এদিন  এই ডাইরি প্রকাশ করেন পাপিয়া সেন, বিখ্যাত মডেল জয়শ্রী মজুমদার, অনামিকা চৌধুরী, রেহান কবির, শিশু মডেল মিস্কা সেন মজুমদার ও জুয়ানা সেন মজুমদার। অনুষ্ঠানের শুরুতে লোক সঙ্গীত পরিবেশন করেন সাগরিকা গুপ্তা ও শিল্পা ভট্টাচার্য। সোমবার যে বাংলা ডাইরি প্রকাশিত হলো তাতে মডেল আছেন মহুয়া রায় দাস, রেহান কবির, শালিনী ভট্টাচার্য্য, রাজলক্ষী, পারমিতা চ্যাটার্জ...

দয়ানন্দ সাগর বিশ্ববিদ্যালয়, দায়িত্বের সঙ্গে আজকের ছাত্রকে আগামী দিনের দায়িত্বশীল ও সুনাগরিক এবং পেশাদার নেতাতে রূপান্তরিত করে

Image
দয়ানন্দ সাগর বিশ্ববিদ্যালয়, দায়িত্বের সঙ্গে আজকের ছাত্রকে আগামী দিনের দায়িত্বশীল ও সুনাগরিক এবং পেশাদার নেতাতে রূপান্তরিত করে ব-দ্বীপ বার্তা প্রতিনিধি, কলকাতা :: দয়ানন্দ সাগর ইউনিভার্সিটি, বেঙ্গালুরুর পক্ষে শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, তাদের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হল, আজকের শিক্ষার্থীদের দক্ষতা এবং প্রতিভাকে আগামী দিনের দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং পেশাদার নেতায় রূপান্তরিত করা। যেহেতু কলকাতায় আজকের সাক্ষরতার হার প্রায় ৮০% এবং তার উপরে, দয়ানন্দ সাগর বিশ্ববিদ্যালয়ে এই ব্যবধানটি পূরণ করতে চায়, এখানে শিক্ষার্থীদের দক্ষতাকে উৎসাহিত ও সমর্থন করে তাদের ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দিই, যাতে তারা DSU এর মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই প্রেস কনফারেন্সটি পরিচালনা করার আরও একটি কারণ হল যে ছাত্ররা এবং পেশাদাররা ইতিমধ্যেই বেঙ্গালুরুতে নিজেদের সেটেল করেছেন। তার শীর্ষ ৩ কারণ হল: (১) অধিক কর্মসংস্থানের সুযোগ সহ শীর্ষ শ্রেণীর শিক্ষা। (২) বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা...

আকাশ ইনস্টিটিউট -এর দুই ছাত্র নিট ইউ জি-তে প্রথম

Image
আকাশ ইনস্টিটিউট -এর দুই ছাত্র নিট ইউ জি-তে প্রথম   আলেয়া বেগম : কলকাতা, ০৬ জুন : নিট ইউ জি ২০২৪ পরীক্ষায় দুই ছাত্রের অসাধারণ সাফল্যে আকাশ ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ আজ গর্বিত। ওই দুই ছাত্র এবছর মর্যাদাপূর্ণ এআইআর ১ অর্জন করেছেন। এই অভূতপূর্ব ফল তাদের শ্রম, প্রতিশ্রুতি, এবং আকাশের সর্বোচ্চ মানের কোচিংকে প্রতিষ্ঠিত করে। রাষ্ট্রীয় টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ ফলাফল ঘোষণা করেছে। উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন সেন্ট্রাল কলকাতা সেন্টারের অর্ঘ্যদীপ দত্ত এবং শিলিগুড়ি সেন্টারের সক্ষম আগরওয়াল। দুই ছাত্রই মোট ৭২০ তে ৭২০ নম্বর অর্জন করেন।  আজ এক সাংবাদিক সম্মেলনে, অর্ঘ্যদীপ দত্ত বলেন, "আকাশ ইনস্টিটিউট আমার সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" তাঁর এই মর্যাদাপূর্ণ সাফল্যের জন্য তিনি আকাশের সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, সক্ষম আগরওয়াল তাঁর আশ্চর্যজনক সাফল্যের জন্য আকাশের নিয়মিত সুশৃঙ্খল পদ্ধতিগত পড়াশোনা এবং শিক্ষকদের মার্গ দর্শনকে ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের অভিনন্দন জানাতে, পশ্চিমবঙ্গের আকাশ ইনস্...

বিশ্ব তামাকমুক্ত দিবসে শিশুদের তামাকের ক্ষতি থেকে রক্ষা করার উপর গুরুত্ব দিল নারায়ণ হাসপাতাল

Image
বিশ্ব তামাকমুক্ত দিবসে শিশুদের তামাকের ক্ষতি থেকে রক্ষা করার উপর গুরুত্ব দিল নারায়ণ হাসপাতাল সাজাহান সিরাজ : হাওড়ার নারায়ণ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এবং চুনাভাটি, রাইজ এবভ, সামারিটান হেল্প মিশন, শাইনিং আর্থ ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুসের সহযোগিতায় শুক্রবার হাওড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তামাক বন্ধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সামারিটান হেল্প মিশন অডিটোরিয়ামে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এই উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নিতে স্থানীয় ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) কে আমন্ত্রণ জানানো হয়। শিবিরে বিনামূল্যে ইসিজি, পালমোনারি ফাংশন পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। যার ফলে সম্প্রদায়কে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, তামাক আকর্ষণীয় প্রকৃতি এবং সহজলভ্যতার কারণে ভা...