জেডএসআই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন
জেডএসআই-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন সাজাহান সিরাজ : জ্যুলজিক্যাল সার্ভে অফ্ ইন্ডিয়া---ভারতীয় প্রাণী সর্বেক্ষণ, তাদের ১০৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে আগামী ৩০ জুন, রবিবার। এই উপলক্ষে পয়লা জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী এক প্রাণী শ্রেণীবিন্যাস শীর্ষ সম্মেলন ২০২৪ অর্থাৎ Animal Taxonomy Summit 2024 এর আয়োজন করা হয়েছে বিশ্ববাংলায়। যেখানে ভারতসহ পাঁচটি দেশের প্রায় ৩৫০ জন গবেষক অংশ নেবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দর যাদব জেডএসআই -এর প্রতিষ্ঠা দিবস এবং শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওই দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং, বন বিভাগের মুখ্য অধিকর্তা এবং বিশেষ সচিব জিতেন্দ্র কুমার প্রমুখ। কলকাতা প্রেসক্লাবে ২৬ জুন এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়ে কলকাতাস্থিত জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডঃ ধৃতি ব্যানার্জি বলেছেন, শুধু মানুষ নয়, এবার কীটপতঙ্গ, উদ্ভিদ এবং জীবজন্তুদেরও আধার কার্ড তৈরি করা হবে। জ্যুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (জেডএসআই) এব...