বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্রর ভাবনায় ও পরিকল্পনায় প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর ডাইরি

বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্রর ভাবনায় ও পরিকল্পনায় প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর ডাইরি
 সাজাহান সিরাজ : রূপকথার শহর কলকাতা। আমার আপনার প্রিয় শহর কলকাতা। সেই কলকাতা শহরের স্বনামধন্যা বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্র। শহরের হাতে গোনা যে কয়েকজন বিশিষ্ট পোশাক শিল্পী রয়েছেন তাঁদের মধ্যে ইরানী মিত্র অন্যতম। 
২০১৭ সাল থেকে তিনি প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে সাউথ সিটির মলের
পাশে গড়ে তুলেছেন এক বিরাট স্টুডিও। বাংলায় তিনিই প্রথম ২০২২ সাল থেকে অর্থাৎ বাংলা ১৪২৯ এ বাংলা ডাইরি প্রকাশ করে চলেছেন। সোমবার সন্ধ্যায় তাঁর নিজের স্টুডিও তে প্রকাশিত হলো বাংলা ১৪৩১ এর ছোট বড় মাঝারি তিন ধরনের বাংলা ডাইরি। এদিন 
এই ডাইরি প্রকাশ করেন পাপিয়া সেন, বিখ্যাত মডেল জয়শ্রী মজুমদার, অনামিকা চৌধুরী, রেহান কবির, শিশু মডেল মিস্কা সেন মজুমদার ও জুয়ানা সেন মজুমদার। অনুষ্ঠানের শুরুতে লোক সঙ্গীত পরিবেশন করেন সাগরিকা গুপ্তা ও শিল্পা ভট্টাচার্য।
সোমবার যে বাংলা ডাইরি প্রকাশিত হলো তাতে মডেল আছেন মহুয়া রায় দাস, রেহান কবির, শালিনী ভট্টাচার্য্য, রাজলক্ষী, পারমিতা চ্যাটার্জী, শুভশ্রী সেন, নিলাঞ্জনা রায় সরকার, সুরজেন্দু, আকাশ, সায়নী, শুভশ্রী, দেবিকা সেনগুপ্ত , দিব্যদূতি বিশ্বাস, রিক্তা 
আচার্য। 
এক সাংবাদিক সম্মেলনে ডিজাইনার ইরানী মিত্র
জানালেন, 'আমার করা পোশাক ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, দেবিকা মুখার্জী, রেশমি মিত্র থেকে রাহুল, অরুণোদয় মুখোপাধ্যায় সকলেই ব্যাবহার করেছেন।' দেশে বিদেশে তাঁর পোশাক বিভিন্ন ফ্যাশন শো,
সিরিয়াল , ফিল্ম, ও টি টি প্ল্যাটফর্ম এ বিভিন্ন সময় ব্যাবহার হয়েছে ও হয়। ছেলে মেয়েদের পোশাক ছাড়াও ছোটদের পোশাক তিনি ডিজাইন করেন শুধু তাই নয়, ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস এমন কি জুয়েলারি তিনি তৈরি করেন। দাম ১০০ টাকা থেকে শুরু। সব মিলিয়ে তার স্টুডিও তে নানা ধরনের পোশাক, গহনা ও চোখ ধাঁধানো ঘর সাজানোর জিনিসের অনন্য সম্ভার আপনার দৃষ্টি আকর্ষন করবেই।

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব