দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে সরোজিনী দামোদরন ফাউন্ডেশন

দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে সরোজিনী দামোদরন ফাউন্ডেশন 

ব-দ্বীপ বার্তা প্রতিনিধি : দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো শ্রীমতি কুমারী শিবুলাল এবং শ্রী এস.ডি. শিবুলাল প্রতিষ্ঠিত সরোজিনী দামোদরন ফাউন্ডেশন। তাঁদের বিদ্যাধন স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এরাজ্যের ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। এই স্কলারশিপটি সমাজে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য যাদের পরিবারের বার্ষিক আয় দু লাখ টাকার নিচে। পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী, যারা এই পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর পেয়েছে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য বছরে দশ হাজার টাকা দেওয়া হবে, তারা যদি শিক্ষায় ভালো ফল অর্জন করে তবে তাদেরকে ডিগ্রী কোর্সে পড়ার জন্য বছরে ১৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। আগামী ১০ জুলাই অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে www.vidyadhan.org বা SDF Vidya Application ব্যবহার করে (SDF Vidya অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে)। আরো বিস্তারিত জানতে vidyadhan.bengal@sd foundationindia.com ঠিকানায় ইমেইল করতে পারেন অথবা হেল্প ডেক্স নম্বরে যোগাযোগ করতে পারেন, নম্বর 9663517131 এই নাম্বারে।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্যের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৃজা মিত্র ঠাকুর জানিয়েছেন দেশের ১৮টি রাজ্যের এই বিদ্যাধন স্কলার্শিপ চালু রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং হরিয়ানাকে যুক্ত করা হচ্ছে তাঁর সঙ্গে ছিলেন জোনাল ম্যানেজার উমাশঙ্কর রাও এবং সংগঠনের মুখ্য পরামর্শদাতা পংকজ ত্রিপাঠী।
পঙ্কজ বাবু জানান, সরোজিনী দামোদরন ফাউন্ডেশন দেশে প্রায় ২৫ বছর ধরে কাজ করছে। যার পথচলা শুরু হয় ১৯৯৯ সালে।

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব