Posts

Showing posts from January, 2024

ফাউ দ্য ফুচকার ভিডিও লঞ্চ

Image
ফাউ দ্য ফুচকার ভিডিও লঞ্চ  ব-দ্বীপ বার্তা প্রতিনিধি ::  দক্ষিণ কলকাতার একটি নামি হোটেলের ব্যাংকোয়েট হলে বুধবার, ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে বহু প্রতিক্ষিত 'ফাউ দ্য ফুচকা'-র মিউজিক ভিডিও প্রকাশিত হল। 'এফ এম ডি বাংলা' ইউটিউব চ্যানেলে এই গান দেখা যাবে।  মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি বাংলা-র কর্ণধার রমেশ ভাণ্ডারি, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও সমিধ মুখার্জি, অভিনেতা শুভঙ্কর সাহা ও সঞ্জয় বিশ্বাস, অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী, সৌমিলী চক্রবর্তী, নির্দেশক দীপঙ্কর নাগ, সঙ্গীত পরিচালক দীপজ্যোতি দে ও গীতিকার সৌম্যদেব বসু। অনুষ্ঠানের অতিথিরা ফাউ দ্য ফুচকার কাজের উপর আস্থা জানিয়ে বলেন, ফাউ দ্য ফুচকার এই মিউজিক ভিডিওটি মানুষের কাছে সমাদৃত হবে।

বই মেলায় কৃতি সম্মাননা ও নতুন বই প্রকাশ

Image
বই মেলায় কৃতি সম্মাননা ও নতুন বই প্রকাশ    আলেফা বেগম :: রাজ্য সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, অভিনেতা সঞ্জয় বিশ্বাস ও জয় অধিকারী-র উপস্থিতিতে 'কলকাতা বই মেলা'-য় সংবর্ধিত হল ৩ বছর ২ মাসের শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য। চুঁচুড়ার কাপাসডাঙা শিবতলার ছোট্ট শিশু ভ্রাজিষ্ণু এই বয়সে তার গুণের কদর পেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলতে সমর্থ হয়েছে। ভ্রাজিষ্ণু-র বাবা দিলীপ ভট্টাচার্য ও মা কাকলি ভট্টাচার্য জানিয়েছেন, "ওর দেড় বছর বয়সের সময় থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্রগুলো দেখিয়ে দিতে পারত ও। ওই একই সময়ে ও নিজের পায়ে দেড় কিলোমিটার পথ হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ভ্রাজিষ্ণু।" এদিন 'কলকাতা বই মেলা'-র এস বি আই অডিটোরিয়ামে হাজির থেকে ভ্রাজিষ্ণুর গর্বিত অভিভাবকগণ আরও জানান, "কয়েকদিনের মধ্যেই ভ্রাজিষ্ণুর হাতে এসে পৌঁছবে 'অলিম্পিয়াড'-এর শংসাপত্র। রবিবার 'কলকাতা বই মেলা'-য় গীতার বিভিন্ন অধ্যায়ের শ্লোক সহ সরস্বতী স্তোত্র উদ্ধৃত করে রাজ্যের বিদ্বজ্জন মণ্ডলীর ...

নেতাজির জন্মদিনে কালীঘাট স্পোর্টস্ লাভার্সদের রক্তদান

Image
  নেতাজির জন্মদিনে কালীঘাট স্পোর্টস্ লাভার্সদের রক্তদান সাজাহান সিরাজ :: 'হও রক্তদাতা, জয় করবে মানবতা'- এই স্লোগানকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মঙ্গলবার, ২৩ জানুয়ারি, কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন এক রক্তদান উৎসবের আয়োজন করে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই রক্তদান উৎসবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় তিন হাজার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই মহতী ‌উৎসবে অংশ নিয়ে রক্ত দিলেন ‌বাংলাদেশের দুই নাগরিকও। কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জী বলেন, " রক্তদান উৎসবের রজত জয়ন্তী বর্ষে রক্তদানের মাধ্যমে দেশের বীজ সন্তান নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি বলেছিলেন, 'তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির সেই  নির্দেশ আজও মনে রেখেছে দেশবাসী।'  রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য...

মানবাধিকার সংগঠনের প্রথম কনভেনশন

Image
 মানবাধিকার সংগঠনের প্রথম কনভেনশন ব-দ্বীপ বার্তা প্রতিনিধি :: পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি প্রাপ্ত মানবাধিকার সংগঠন ন্যাশনাল ব্যুরো অব সোস্যাল ইনভেস্টিগেশন অ্যাণ্ড সোস্যাল জাস্টিস-এর প্রথম কনভেনশন অনুষ্ঠিত হলো কলকাতার অবন মহল-এ। ২২ জানুয়ারি সংগঠনের পক্ষে উপ সচিব অভিষেক ভকত সভায় জানান, "এই মুহূর্তে সংগঠনের জাতীয় ও রাজ্য স্তরের কার্যকারি সমিতি তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সংগঠনের জেলা ও ব্লক স্তরের কার্যনির্বাহী সমিতি তৈরি করা হবে। যে কোনো ব্যক্তি সংগঠনের ওয়েবসাইটে গিয়ে সমস্যা ও অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী, সংগঠনের জাতীয় সদস্য ও এই অনুষ্ঠানের আহ্বায়ক বিভাস বন্দোপাধ্যায়, সংগঠনের সচিব সুব্রত চ্যাটার্জি, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সংগঠনের অনুসন্ধান বিভাগের অধ্যক্ষ ডঃ দীপক সাহা রায়, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব-এর সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তি। সংগঠকদের পক্ষে জানানো হয়েছে এই মানবাধিকার সংগঠন মানুষের সার্বিক অধিকার পাইয়ে দেওয়ার কাজে নিরলস প্...

মিলনবাজারে অঙ্কন উৎসব

Image
 মিলনবাজারে অঙ্কন উৎসব    ব-দ্বীপ বার্তা প্রতিনিধি :: দ্বিতীয় বর্ষ 'অঙ্কন উৎসব'-কে কেন্দ্র করে উৎসব আনন্দে মেতে উঠল কৃষ্ণপুর মিলনবাজারের 'সুভাষ শিশু উদ্যান'। অনুষ্ঠানের অংশ নিয়ে উৎফুল্ল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার বলেন, "আজকের দিনে শুধুমাত্র শিশুদের জন্য এইরকম প্রাণ উজাড় করা খোলামেলা অনুষ্ঠান সত্যি চোখে পড়ে না। শিশুদের খুশি রাখতে, আনন্দ দিতে আরো খোলামেলা প্রাণস্পর্শী উৎসবের আযোজন প্রয়োজন।" প্রসঙ্গত, কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর দ্বিতীয় বর্ষ অঙ্কন উৎসব-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের কাছে একথা বলেন অনুপম হালদার। 'কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর অধ্যক্ষ অনিলকুমার দাস এদিন, সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়।  এবারের 'অঙ্কন উৎসব'-এ পাঁচটা বিভাগে মোট ৫৫০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য, শিশুদের অভিভাবক অভিভাবিকারাও এখানে ছবি এঁকেছেন। তিনি জানান, প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থানাধিকারীকে উপহার হিসাবে একটি স...

বই, বইমেলা টানে মানুষকে

Image
বই, বইমেলা টানে মানুষকে  সাজাহান সিরাজ :: বাঙালি মাত্রই আবেগপ্রবণ। ডিজিটালের রমরমার যুগেও বইপ্রেমী বাঙালির সেই আবেগে ভাঁটা পড়েনি আজও।  ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দ্বিতীয় দিনে শুক্রবার,১৯ জানুয়ারি 'দূরে কোথাও পাবলিকেশন' (১১৯) নম্বর স্টলের  দ্বারোদ্ঘাটন করে বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার একথা বলেন । সাংবাদিকদের অনুপম হালদার বলেন, "ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না। কারণ বই ঘিরে বাঙালির  আবেগে ভাঁটা পড়বে না কোন সময়ই। সেই আবেগই বইপ্রেমীদের টেনে আনে বই মেলায়।"  ২০১৮ সাল থেকে 'কলকাতা বইমেলা'-য় অংশ নিচ্ছে 'দূরে কোথাও পাবলিকেশন'। প্রকাশক ও 'দূরে কোথাও' পত্রিকার সম্পাদক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, "এবারের কলকাতা বইমেলা উপলক্ষে আমরা নতুন ১১ টি নতুন বই প্রকাশ করেছি। এখনো পর্যন্ত আমাদের প্রকাশনা থেকে মোট ৬২ টি বই প্রকাশিত হয়েছে।" 'দূরে কোথাও পাবলিকেশন' স্টলে এদের নিজস্ব প্রকাশনার বিভিন্ন ধরণের বই রয়েছে। এছাড়...

কলকাতায় শুরু হল দু'দিনের পৌষ পার্বন

Image
কলকাতায় শুরু হল দু'দিনের পৌষ পার্বন  সাজাহান সিরাজ দক্ষিণ 24 পরগনা, কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পৌষ পার্বণ তাদের অন্যতম। এ রাজ্যের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সাগরদ্বীপের গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া এই পৌষ মাসে বিভিন্ন জায়গায় পৌষ মেলা, পিঠে পুলির উৎসব শুরু হয়ে যায়। শনিবার, ৬ জানুয়ারী ৮ টা সফল প্রদর্শনীর পর কলকাতার বালিগঞ্জে শুরু হল 'মিশন ইম্পসিবল'-এর 'পৌষ পার্বন ২.০' নামাঙ্কিত নবম জীবনশৈলী প্রদর্শনী।  আয়োজক সংস্থার পক্ষ থেকে মিস রিয়া জানিয়েছেন, "আজ শনিবার এবং আগামী কাল রবিবার দু"দিন ধরে বালিগঞ্জ ফাঁড়ি এলাকার 'চৌধুরী হাউস'-এ আয়োজন করা হয়েছে এক প্রদর্শনী তথা বিক্রয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে। আগত দর্শক ও ক্রেতাগণ খাদ্য, পোশাক এবং জ্যোতিষ সম্পর্কিত ১০৬ টা স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী দেখতে ও কিনতে পারবেন। আগত দর্শক ও ক্রেতাদের জন্য এখানে রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহ...

নতুন বছর ২০২৪ এর মার্চ মাসে মুক্তি পেতে চলছে নতুন ছবি "বেইমান"

Image
 বেইমান আসছে মার্চে    আলেফা বেগম :: নতুন বছর ২০২৪ এর মার্চ মাসে মুক্তি  পেতে চলছে নতুন ছবি "বেইমান"। জামালউদ্দিন সরদার প্রযোজিত ও পরিচালিত বাংলা চলচ্চিত্র 'বেইমান'- এর পোস্টার ও গানের সিডি প্রকাশ হলো ২৯ ডিসেম্বর শুক্রবার, কলকাতা প্রেস ক্লাবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত 'বেইমান' মূলতঃ পারিবারিক ছবি। সেই সঙ্গে রোমান্টিকও।  কাহিনীকার কল্যাণ দত্ত। চিত্র নাট্য ও সংলাপ লিখেছেন জামালউদ্দিন সরদার। গীতিকার সূর্য চ্যাটার্জী। তাঁর লেখা গান 'আমি বারুইপুরের ডাঁসা পেয়ারা', কন্ঠ দিয়েছেন কৃষ্ণকলি বন্দোপাধ্যায়। নায়িকার লিপে শোনা যাবে। অভিনয় করেছেন জুনায়েদ খান,ঋত্বিকা সেন, অভীক ভট্টাচার্য, অনুরাধা রায়, গৌর সরদার প্রমুখ। দু' ঘন্টার এই ছবির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, শিলিগুড়ি, ঝাড়গ্রাম ও কলকাতায়। অনুষ্ঠানে ছবির নায়ক জুনায়েদ খান বলেন, বেইমান এমন একটি ছবি যা, পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে। বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে বাঙালি দর্শকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশা...