নতুন বছর ২০২৪ এর মার্চ মাসে মুক্তি পেতে চলছে নতুন ছবি "বেইমান"

 বেইমান আসছে মার্চে 


  আলেফা বেগম :: নতুন বছর ২০২৪ এর মার্চ মাসে মুক্তি  পেতে চলছে নতুন ছবি "বেইমান"।

জামালউদ্দিন সরদার প্রযোজিত ও পরিচালিত বাংলা চলচ্চিত্র 'বেইমান'- এর পোস্টার ও গানের সিডি প্রকাশ হলো ২৯ ডিসেম্বর শুক্রবার, কলকাতা প্রেস ক্লাবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত 'বেইমান' মূলতঃ পারিবারিক ছবি। সেই সঙ্গে রোমান্টিকও। 


কাহিনীকার কল্যাণ দত্ত। চিত্র নাট্য ও সংলাপ লিখেছেন জামালউদ্দিন সরদার। গীতিকার সূর্য চ্যাটার্জী। তাঁর লেখা গান 'আমি বারুইপুরের ডাঁসা পেয়ারা', কন্ঠ দিয়েছেন কৃষ্ণকলি বন্দোপাধ্যায়। নায়িকার লিপে শোনা যাবে। অভিনয় করেছেন জুনায়েদ খান,ঋত্বিকা সেন, অভীক ভট্টাচার্য, অনুরাধা রায়, গৌর সরদার প্রমুখ। দু' ঘন্টার এই ছবির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, শিলিগুড়ি, ঝাড়গ্রাম ও কলকাতায়।

অনুষ্ঠানে ছবির নায়ক জুনায়েদ খান বলেন, বেইমান এমন একটি ছবি যা, পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে। বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে বাঙালি দর্শকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার জন্যও তিনি আবেদন জানান।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু