ফাউ দ্য ফুচকার ভিডিও লঞ্চ
ব-দ্বীপ বার্তা প্রতিনিধি :: দক্ষিণ কলকাতার একটি নামি হোটেলের ব্যাংকোয়েট হলে বুধবার, ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে বহু প্রতিক্ষিত 'ফাউ দ্য ফুচকা'-র মিউজিক ভিডিও প্রকাশিত হল। 'এফ এম ডি বাংলা' ইউটিউব চ্যানেলে এই গান দেখা যাবে।
মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি বাংলা-র কর্ণধার রমেশ ভাণ্ডারি, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও সমিধ মুখার্জি, অভিনেতা শুভঙ্কর সাহা ও সঞ্জয় বিশ্বাস, অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী, সৌমিলী চক্রবর্তী, নির্দেশক দীপঙ্কর নাগ, সঙ্গীত পরিচালক দীপজ্যোতি দে ও গীতিকার সৌম্যদেব বসু।
অনুষ্ঠানের অতিথিরা ফাউ দ্য ফুচকার কাজের উপর আস্থা জানিয়ে বলেন, ফাউ দ্য ফুচকার এই মিউজিক ভিডিওটি মানুষের কাছে সমাদৃত হবে।
Comments