মানবাধিকার সংগঠনের প্রথম কনভেনশন
মানবাধিকার সংগঠনের প্রথম কনভেনশন
ব-দ্বীপ বার্তা প্রতিনিধি :: পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি প্রাপ্ত মানবাধিকার সংগঠন ন্যাশনাল ব্যুরো অব সোস্যাল ইনভেস্টিগেশন অ্যাণ্ড সোস্যাল জাস্টিস-এর প্রথম কনভেনশন অনুষ্ঠিত হলো কলকাতার অবন মহল-এ।
২২ জানুয়ারি সংগঠনের পক্ষে উপ সচিব অভিষেক ভকত সভায় জানান, "এই মুহূর্তে সংগঠনের জাতীয় ও রাজ্য স্তরের কার্যকারি সমিতি তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সংগঠনের জেলা ও ব্লক স্তরের কার্যনির্বাহী সমিতি তৈরি করা হবে।
যে কোনো ব্যক্তি সংগঠনের ওয়েবসাইটে গিয়ে সমস্যা ও অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী, সংগঠনের জাতীয় সদস্য ও এই অনুষ্ঠানের আহ্বায়ক বিভাস বন্দোপাধ্যায়, সংগঠনের সচিব সুব্রত চ্যাটার্জি, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সংগঠনের অনুসন্ধান বিভাগের অধ্যক্ষ ডঃ দীপক সাহা রায়, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব-এর সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তি।
সংগঠকদের পক্ষে জানানো হয়েছে এই মানবাধিকার সংগঠন মানুষের সার্বিক অধিকার পাইয়ে দেওয়ার কাজে নিরলস প্রচেষ্টা চালাবে।
Comments