মানবাধিকার সংগঠনের প্রথম কনভেনশন

 মানবাধিকার সংগঠনের প্রথম কনভেনশন


ব-দ্বীপ বার্তা প্রতিনিধি :: পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি প্রাপ্ত মানবাধিকার সংগঠন ন্যাশনাল ব্যুরো অব সোস্যাল ইনভেস্টিগেশন অ্যাণ্ড সোস্যাল জাস্টিস-এর প্রথম কনভেনশন অনুষ্ঠিত হলো কলকাতার অবন মহল-এ।


২২ জানুয়ারি সংগঠনের পক্ষে উপ সচিব অভিষেক ভকত সভায় জানান, "এই মুহূর্তে সংগঠনের জাতীয় ও রাজ্য স্তরের কার্যকারি সমিতি তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সংগঠনের জেলা ও ব্লক স্তরের কার্যনির্বাহী সমিতি তৈরি করা হবে।

যে কোনো ব্যক্তি সংগঠনের ওয়েবসাইটে গিয়ে সমস্যা ও অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন।"


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী, সংগঠনের জাতীয় সদস্য ও এই অনুষ্ঠানের আহ্বায়ক বিভাস বন্দোপাধ্যায়, সংগঠনের সচিব সুব্রত চ্যাটার্জি, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সংগঠনের অনুসন্ধান বিভাগের অধ্যক্ষ ডঃ দীপক সাহা রায়, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব-এর সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তি।


সংগঠকদের পক্ষে জানানো হয়েছে এই মানবাধিকার সংগঠন মানুষের সার্বিক অধিকার পাইয়ে দেওয়ার কাজে নিরলস প্রচেষ্টা চালাবে।


Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু