কলকাতায় শুরু হল দু'দিনের পৌষ পার্বন

কলকাতায় শুরু হল দু'দিনের পৌষ পার্বন 

সাজাহান সিরাজ দক্ষিণ 24 পরগনা,
কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পৌষ পার্বণ তাদের অন্যতম। এ রাজ্যের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সাগরদ্বীপের গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া এই পৌষ মাসে বিভিন্ন জায়গায় পৌষ মেলা, পিঠে পুলির উৎসব শুরু হয়ে যায়।

শনিবার, ৬ জানুয়ারী ৮ টা সফল প্রদর্শনীর পর কলকাতার বালিগঞ্জে শুরু হল 'মিশন ইম্পসিবল'-এর 'পৌষ পার্বন ২.০' নামাঙ্কিত নবম জীবনশৈলী প্রদর্শনী। 
আয়োজক সংস্থার পক্ষ থেকে মিস রিয়া জানিয়েছেন, "আজ শনিবার এবং আগামী কাল রবিবার দু"দিন ধরে বালিগঞ্জ ফাঁড়ি এলাকার 'চৌধুরী হাউস'-এ আয়োজন করা হয়েছে এক প্রদর্শনী তথা বিক্রয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে।
আগত দর্শক ও ক্রেতাগণ খাদ্য, পোশাক এবং জ্যোতিষ সম্পর্কিত ১০৬ টা স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী দেখতে ও কিনতে পারবেন।
আগত দর্শক ও ক্রেতাদের জন্য এখানে রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহার সামগ্রীও।"

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব