বই, বইমেলা টানে মানুষকে

বই, বইমেলা টানে মানুষকে 

সাজাহান সিরাজ :: বাঙালি মাত্রই আবেগপ্রবণ। ডিজিটালের রমরমার যুগেও বইপ্রেমী বাঙালির সেই আবেগে ভাঁটা পড়েনি আজও।
 ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দ্বিতীয় দিনে শুক্রবার,১৯ জানুয়ারি 'দূরে কোথাও পাবলিকেশন' (১১৯) নম্বর স্টলের  দ্বারোদ্ঘাটন করে বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার একথা বলেন ।

সাংবাদিকদের অনুপম হালদার বলেন, "ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না। কারণ বই ঘিরে বাঙালির  আবেগে ভাঁটা পড়বে না কোন সময়ই। সেই আবেগই বইপ্রেমীদের টেনে আনে বই মেলায়।" 

২০১৮ সাল থেকে 'কলকাতা বইমেলা'-য় অংশ নিচ্ছে 'দূরে কোথাও পাবলিকেশন'। প্রকাশক ও 'দূরে কোথাও' পত্রিকার সম্পাদক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, "এবারের কলকাতা বইমেলা উপলক্ষে আমরা নতুন ১১ টি নতুন বই প্রকাশ করেছি। এখনো পর্যন্ত আমাদের প্রকাশনা থেকে মোট ৬২ টি বই প্রকাশিত হয়েছে।"

'দূরে কোথাও পাবলিকেশন' স্টলে এদের নিজস্ব প্রকাশনার বিভিন্ন ধরণের বই রয়েছে। এছাড়াও বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদারের তোলা ২৫ টি আলোকচিত্র স্থান পেয়েছে  'দূরে কোথাও পাবলিকেশন' এর ১১৯ নম্বর ‌স্টলে।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু