Posts

কলকাতায় হার্ট বিষয়ক বিশ্ব সম্মেলন

Image
 কলকাতায় হার্ট বিষয়ক বিশ্ব সম্মেলন  সাজাহান সিরাজ : আমরা কেউ হৃদয়হীন নই। কিন্তু হার্ট বিষয়ক সমস্যা আজ প্রায় প্রতিটি বাড়ির সমস্যা। এই সমস্যা আজ বিশ্বজনীন। এ নিয়ে সারা বিশ্বের হার্ট বিশেষজ্ঞরা বিশেষ চিন্তিত। কাটা-ছেড়ার বাইরেও এই রোগ থেকে মুক্তির পথ খুঁজছেন ওই চিকিৎসক বিশেষজ্ঞরা। তাঁরা এই রোগ নির্মূলে সচেতনতা দাওয়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।  এই হার্ট রোগ বিষয়ক নতুন ভাবনা চিন্তা নিয়ে কলকাতায় বসছে বিশ্ব সম্মেলন-- 'গ্লোবাল সামিট ২০২৩'। আগামী ৬ ডিসেম্বর কলকাতার আইটি সোনার বাংলায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা উপস্থিত থাকবেন। দেশ ও বিদেশের প্রতিনিধি মিলিয়ে সংখ্যাটা প্রায় আড়াই হাজার।কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এই সম্মেলনের আয়োজক। একই সঙ্গে ওই সংস্থা ৭৫ তম বার্ষিক সম্মেলন ৭ থেকে ১০ ডিসেম্বর সোনার বাংলায় অনুষ্ঠিত হবে।  সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান উদ্যোক্তারা। সাংবাদিকদের সামনে এদিন উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষজ্ঞ চিকিৎসক কর্মকর্তারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, ডাক্তার মৃণাল কান্ত...

রাজ্যে রেশন দোকান ধর্মঘটে শামিল হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন

Image
 রাজ্যে রেশন দোকান ধর্মঘটে শামিল হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন সাজাহান সিরাজ :: রাজ্যে রেশন দোকান ধর্মঘটের তীব্র প্রতিবাদ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন। সোমবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ওই সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক হাজি হাসান উল্লাহ লস্কর জানিয়েছেন যে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ সপ ডিলার্স ফেডারেশনের ডাকা আগামী পয়লা জানুয়ারি ২০২৪ থেকে অনির্দিষ্টকালিন সারা ভারতবর্ষ ব্যাপী রেশন দোকান বন্ধ রাখার ঘোষনা অনৈতিক। তাঁদের সংগঠনের প্রায় ১৯ হাজার রেশন দোকানদার এই ধর্মঘটের বিরোধিতা করছে। তিনি জানান, বর্তমানে গ্রামীন এলাকা ভুক্ত সারা বাংলায় ১৮,৭৬৫ জন রেশন দোকানদার যাদের একমাত্র সংগঠন ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সদস্যরা অল ইন্ডিয়া ফেডারেশনের ডাকা ধর্মঘটে সামিল হবে না । বাংলার মানুষের স্বার্থে গ্রাহক পরিষেবা অন্য সময়ের মতোই পয়লা জানুয়ারি ২০২৪ থেকেও গ্রামীন এলাকার সমস্ত রেশন দোকান যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে ও সময়ে খোলা রাখার এবং বরাদ্ধকৃত খাদ্য দ্রব্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জ...

টিঙ্কার ফেস্ট ২০২৩ : মেধা উদ্ভাবন মেলা

Image
 টিঙ্কার ফেস্ট ২০২৩ : মেধা উদ্ভাবন মেলা সাজাহান সিরাজ :: কলকাতায় অনুষ্ঠিত হলো টিঙ্কার ফেস্ট ২০২৩ : মেধা উদ্ভাবনী মেলা। স্কুল শিশুদের মধ্যে রোবটিক্স এর উদ্ভাবন এবং সৃজনশীলতা প্রদর্শনের জন্য নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান। এই ইভেন্টটি পশ্চিমবঙ্গ জুড়ে স্কুলের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩৫০ জনেরও বেশি উৎসাহী উদ্ভাবক শিশু-কিশোর, তরুণ-তরুণী ছাত্র-ছাত্রী একত্রিত হয়েছিল এই মেলায়। টিঙ্কার ফেস্টের আগের সংস্করণগুলিতে ১০০ টিরও বেশি স্কুলের বিভিন্ন মজার এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) চ্যালেঞ্জ যুক্ত করেছিল।   টিঙ্কার ফেস্ট ২০২৩ হল মেকারসলফ্ট এর একটি উদ্যোগ যেখানে মহাকাশের থিমে স্কুল থেকে এসটিইএম এবং রোবোটিক্স প্রকল্পের একটি সিরিজ উপস্থাপন করা হয়েছে। মেকারসলফ্ট প্রতিষ্ঠাতা এবং INSEAD-এর প্রাক্তন ছাত্রী মেঘনা ভুটোরিয়া বলেন, "টিঙ্কার ফেস্টের লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধার বিকাশ ঘটানো। সেই শিক্ষার্থীদের মধ্যে এসটিইএম এবং রোবোটিক্স সম্পর্কে অন্বেষণ, পরীক্ষা এবং হ্যান্ডস-অন অ্যাক্টিভিটিস সম্পর্কে জানার‌ একটি অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করা ৷" আকাশ বাইজুসের মুখপা...

মুক্তি পেল বাদল সরকারের কাহিনী চিত্র পরিযায়ী

Image
 মুক্তি পেল বাদল সরকারের কাহিনী চিত্র পরিযায়ী সাজাহান সিরাজ :: বাদল সরকার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের সপ্তম কাহিনী চিত্র 'পরিযায়ী' মুক্তি পেলো। 'ভয়েস টেক স্টুডিও' ইউটিউব চ্যানেলে এই ছবি দেখা যাবে। ছবিটির মুক্তি পাওয়ার আগে কলকাতা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক সম্মেলনে ছবির কুশীলবদের উপস্থিতিতে প্রদর্শিত হয় কাহিনীচিত্র 'পরিযায়ী' । জীবন ও জীবিকার প্রয়োজনে একজন পুরুষ মানুষ তার আপনজন ও ভিটে মাটি ছেড়ে পাড়ি দেয় অন্যত্র। ঠিক সেই রকমই একজন নারী বিয়ের পর তার পিতৃগৃহ ও আপনজনদের ছেড়ে চলে যায় শ্বশুরবাড়ি। সেই অর্থে এরা দু'জনেই পরিযায়ী। চলচ্চিত্রের পুরুষ চরিত্র সুকুমার কাজ করে অর্থ ও উপহার নিয়ে বাড়িতে ফিরে আসে আপনজনদের জন্য। সেখানে ছবির নায়িকা জয়িতা শ্বশুরবাড়িতে শ্বশুর , শাশুড়ি , স্বামী , ননদ , দেওর সবার জন্য নিজেকে উজাড় করে দিয়েও মানসিক শান্তি পায় না। স্বামী বড় চাকরি ওয়ালা হয়েও স্ত্রীর প্রতি তার যোগ্যতাহীনতায় শাশুড়ির সামান্য চাহিদা পুত্র কন্যার মুখ দেখাতে ব্যর্থ হয় জয়িতা। এই মানসিক চাপ একসময় সহ্য করতে না পেরে পিতৃগৃহে ফিরতে চাইলে, দাদা বৌ...

সেপসিস সচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইএসসিসিএম

Image
  সেপসিস সচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইএসসিসিএম সাজাহান সিরাজ : সেপসিস। কানে শোনায়, চার অক্ষরের একটি সুন্দর নাম। কিন্তু মানবদেহে একবার ঢুকলে শরীরটাকেই শেষ করে যেতে পারে সে। ডাক্তারবাবুরা বলছেন, শরীরের যে কোন ইনফেকশন জনিত কারণে সেপসিস হতে পারে, যার জন্য অনেক সময় শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র ২০১৭ সালের একটি হিসেবে দেখা যাচ্ছে, প্রতিবছর বিশ্বে ৪ কোটি ৮৯ লক্ষ মানুষ সেপসিসে আক্রান্ত হন। এদের মধ্যে অর্ধেক পাঁচ বছরের কম বয়সী শিশু। সেপসিস সংক্রমণে ২৯ লক্ষ ৫ বছরের কম শিশু সহ ১ কোটি ১০ লক্ষ মানুষের মৃত্যু হয় এই সময়। কোভিড পরবর্তী সময়ে সংখ্যাটা আরো বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতবর্ষের মত উন্নয়নশীল দেশগুলিতে সেপসিস সংক্রমণ হলে মৃত্যুর হার উন্নত দেশগুলি তুলনায় দ্বিগুণের বেশি হয়। তবে কিছু সতর্কতা মূলক ব্যবস্থা নিলে সেপসিস সংক্রমণ নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশাবাদী। ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (আইএসসিসিএম) এর ৩০ তম বছর পূর্তি উপলক্ষে কলকাতায় সেপসিস নিয়ে এক ...

ভুলে যাও‌য়া বাংলার রাজধানী

Image
ভুলে যাও‌য়া বাংলার রাজধানী সাজাহান সিরাজ :: একসময় সুবে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন আলিবর্দি‌ খান। পরবর্তি সময়ে সেই বাংলার সিংহাসনে বসেন নবাব আলিবর্দি খানের দৌহিত্র সিরাজদ্দৌলা। সেদিনের সেই বাংলার রাজধানী মুর্শিদাবাদ আজ পর্যটনের আকর ক্ষেত্র। এই মুর্শিদাবাদ নিয়ে কলকাতায় বুধবার এক অনুষ্ঠানে প্রদীপ চোপড়ার কণ্ঠে গাওয়া তিনটি সংগীত ভিডিও প্রকাশিত হলো। iLEAD ও PS গ্রুপের চেয়ারম্যান মি. প্রদীপ চোপড়া। তিনি নতুন প্রজন্মের একজন উদ্যমী শিক্ষাবিদ, দানী, মেইন্টর এবং লেখকও। মুর্শিদাবাদকে বিশ্বের দরবারে একটি শ্রেষ্ঠ পর্যটন স্থান হিসেবে প্রচার করতে এবং এই পর্যটন স্থানগুলির আকর্ষণকে দৃষ্টিগোচর করাতে তাঁর এই তিনটি সংগীত ভিডিও প্রকাশ করা হলো। এই সংগীত মুখর ভিডিও গুলো আইলিড ক্যাম্পাসে প্রদর্শন করা হয়। আজিমগঞ্জ এর বারিকোঠি, নসিপুরের কাঠগোলা প্যালেস এবং আজিমগঞ্জ এর নদীপথে ভ্রমণের শ্যুট করা পুরানো গানের উপর ভিত্তি করে এই ভিডিও তৈরি করা হয়েছে। এটি মুর্শিদাবাদ জেলার সব স্থানের একটি সম্পূর্ণ গাইড হিসেবেও কাজ করবে এবং মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে উন্নত করতে মৌলিক দ...

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

Image
 ব দ্বীপ বার্তা নিউজ ডেস্ক:- আদর্শ পল্লী প্রগতি সংঘের পরিচালনায় অর্জুনা পঞ্চানন, পূজো কমিটির ব্যবস্থাপনায় এ বছরের পূজোর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়ে গেল পঞ্চমিতেই। এই পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের বিধায়ক বিভাস সরদার, সপ্তম বর্ষে পদার্পণ করেলো এই পূজো। পূজা কমিটির এবারের ভাবনা ছিল রক্তিম শিখর।আদর্শ পল্লী প্রগতি সংঘের দীর্ঘ পথ চলা প্রায় ৫০ বছর অতিক্রম করেছে এই ক্লাব । তাদের একটা নাট্য মঞ্চ ও রয়েছে । সামাজিক ভাবনা থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির ও দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল বোলে জনিয়েছেন পূজা কমিটির সভাপতি মধুসূদন সরদার। পূজা পারমিশন এবং অনুদান ছাড়া গ্রামের মানুষের আপ্রাণ প্রচেষ্টা ও সহযোগিতায় পূজা করে আসছেন তারা। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার পূজো উদ্বোধন করে আপ্লুত। তিনি বলেন এরকম মণ্ডপ শহরের মধ্যে হলে হাজার হাজার মানুষের সমাগম ঘটতো। যেহেতু এটি গ্রামের মধ্যে হচ্ছে তাই ভালো মর্যাদা পাচ্ছে না এই সব পূজো । এবং এই শুভ সন্ধিক্ষনে তিনি পূজো কমিটি কে আশ্বাস দিয়েছেন আগামী দিন তাদের পাশে থেকে সহযোগিতার হ...