Posts

Showing posts from November, 2024

সল্টলেকে ফ্যাশান কর্মশালা ও ফ্যাশন শো

Image
সল্টলেকে ফ্যাশান কর্মশালা ও ফ্যাশন শো সাজাহান সিরাজ :: শনিবার এক ফ্যাশন শো ও ফ্যাশন কর্মশালা প্রাণবন্ত করে তুলল সল্টলেকের একটা অংশ। এই ফ্যাশন এখন একটি বিশ্বব্যাপী শিল্প।  ব্যবসা-বাণিজ্যে পশার ঘটাতে, ব্যক্তিগত জীবনে, কি সৌন্দর্য প্রতিযোগিতায়, চলচ্চিত্র, নাটক, খেলাধুলায়, সংস্কৃতিক ক্ষেত্রে, এমনকি সামাজিক পট পরিবর্তনেও ফ্যাশন অনেক গুরুত্ব পাচ্ছে। সামাজিক ক্ষেত্রে জৌলুস বাড়াতে পোশাক পরিচ্ছদে, হেয়ার কাটিংয়ে, মেকআপেও আধুনিকতার ছোঁয়া একে অন্যের পরিপূরক। প্রবাদ রয়েছে, 'আব্রুচি খানা পর রুচি পেন্না'। এতেই আজ বাজিমাত। তবে সব কিছু সহজে তৈরি হয় না বা পাওয়া যায় না। এর জন্য চাই ধৈর্য - নিষ্ঠা - ত্যাগ - অধ্যবসায় - শিক্ষা। আর আজ এজন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শিক্ষকরা রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে ফ্যাশন শিল্পের মানানসই ছাত্রছাত্রী-- মডেল শিল্পী তৈরি করছেন। তাদের জন্য প্রয়োজনীয়  পোশাক আশাক তৈরি করছেন একদল দক্ষ কারিগর--ডিজাইনার। তাদের  মস্তিষ্কপ্রসূত নান্দনিক সুন্দর পোশাক- আশাক ব্যবহার করে মডেল শিল্পীরা  যশ মান মর্যাদা সৌন্দর্য প্রতিপত্...

সল্টলেকে ফ্যাশান কর্মশালা ও ফ্যাশন শো

Image
সল্টলেকে ফ্যাশান কর্মশালা ও ফ্যাশন শো সাজাহান সিরাজ :: ফ্যাশন এখন একটি বিশ্বব্যাপী শিল্প। ব্যবসা-বাণিজ্যে পশার ঘটাতে, ব্যক্তিগত জীবনে, কি সৌন্দর্য প্রতিযোগিতায়, চলচ্চিত্র, নাটক, খেলাধুলায়, সংস্কৃতিক ক্ষেত্রে, এমনকি সামাজিক পট পরিবর্তনেও ফ্যাশন অনেক গুরুত্ব পাচ্ছে। সামাজিক ক্ষেত্রে জৌলুস বাড়াতে পোশাক পরিচ্ছদে, হেয়ার কাটিংয়ে, মেকআপেও আধুনিকতার ছোঁয়া একে অন্যের পরিপূরক। প্রবাদ রয়েছে, 'আব্রুচি খানা পর রুচি পেন্না'। এতেই আজ বাজিমাত। তবে সব কিছু সহজে তৈরি হয় না। এর জন্য আজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শিক্ষকরা রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে ফ্যাশন শিল্পের মানানসই ছাত্রছাত্রী-- মডেল শিল্পী তৈরি করছেন। তাদের জন্য প্রয়োজনীয় পোশাক আশাক তৈরি করছেন একদল দক্ষ কারিগর । তাদের মস্তিষ্কপ্রসূত নান্দনিকতা সুন্দর পোশাক আশাক ব্যবহার করে মডেল শিল্পীরা যশ মান মর্যাদা সৌন্দর্য প্রতিপত্তি লাভ করছেন।  NIF Global সল্টলেক, তেমনি একটি ফ্যাশন প্রতিষ্ঠান যারা ছাত্র-ছাত্রীদের গড়ে পিঠে প্রতিষ্ঠিত করছে। NIF Global গত ২৩ নভেম্বর উপস্থাপনা করলো একটি অতি উপ...

*হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট, আগামী ৮ ডিসেম্বর*

Image
*হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট, আগামী ৮ ডিসেম্বর* সাজাহান সিরাজ :: সুস্থ সবল জীবনের জন্য, শরীর ও মন ভালো রাখার জন্য, আগামী প্রজন্মকে সুস্থ, সবল ও নীরোগ রাখার জন্য আমাদেরই পরিবেশ দূষণের বিরুদ্ধে দূষণমুক্ত পরিবেশের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে। এই দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে হিন্দুস্থান ক্লাব লিমিটেড। এই ক্লাবের উদ্যোগে পরিবেশ দূষণের বিরুদ্ধে আগামী ৮ ডিসেম্বর আয়োজিত হচ্ছে এক ম্যারাথন দৌড় । দ্বিতীয় বর্ষের এই দৌড়ের নামকরণ করা হয়েছে, "হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট"। এটি কলকাতার প্রাণবন্ত দৌড়ানোর সংস্কৃতিকে উজ্জীবিত করার পাশাপাশি, শহরের ফিটনেস, সৌহার্দ্য, মানবিক চেতনা, ঐক্য এবং উদ্দীপনাকে আরও উজ্জ্বল করে তুলবে।"  দক্ষিণ কলকাতার একটি প্রতিষ্ঠিত স্পোর্টস অনুষ্ঠান হিসেবে, এই ম্যারাথন উৎসবে প্রতিযোগীরা শহরের ঐতিহ্যপূর্ণ রাস্তা ধরে দৌড়ানোর সময় শহরের আকর্ষণ অনুভব করার এক অনন্য সুযোগ পাবেন।  এবছর এই ম্যারাথনে তিনটি আকর্ষণীয় বিভাগ রয়েছে :   **ফান রান**: ৩ কিমি...

*সোনাগাছির যৌনকর্মীদের বিনামূল্যে এইডস পরীক্ষার উদ্যোগ*

Image
*সোনাগাছির যৌনকর্মীদের বিনামূল্যে এইডস পরীক্ষার উদ্যোগ* সাজাহান সিরাজ :: বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে ২৩ নভেম্বর জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল এক মানবিক উদ্যোগ গ্রহণ করল। এদিন সোনাগাছির ১০০ জন অসহায় যৌনকর্মীকে বিনামূল্যে এইডস পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। এই উদ্যোগের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক সনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইচআইভি/এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান।   এই অনুষ্ঠানটি পরিচালিত হয় উদ্যোগী হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্তের নেতৃত্বে। এইচআইভি/এইডস সম্পর্কিত সামাজিক কলঙ্ক দূর করতে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও সম্পদ দিয়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে আয়োজিত হয়। পাশাপাশি যৌনকর্মীদের পরামর্শ ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক সনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন।   এই উদ্যোগ প্রসঙ্গে কৃষ্ণকুমার গুপ্ত বলেন, *"বিশ্ব এইডস দিবসে আমরা একটি অবহেলিত সম্প্রদায়ের পাশে থাকার হাত বাড়িয়েছি। সোনাগাছির...

আন্তর্জাতিক ফুডটেক কলকাতা মিলন মেলায়

Image
আন্তর্জাতিক ফুডটেক কলকাতা মিলন মেলায়  সাজাহান সিরাজ :: ২১তম আন্তর্জাতিক ফুডটেক কলকাতা ২০২৪, আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে। পূর্ব ভারতের প্রিমিয়ার বিজনেস টু বিজনেস (বি ২ বি) প্রদর্শনী যা খাদ্য প্রক্রিয়াকরণ, বেকারি, মিষ্টি ও নমকিন, দুগ্ধ পণ্য, আইসক্রিম এবং আতিথেয়তা শিল্পের জন্য, কলকাতার বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে ২৯ নভেম্বর। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর সময় সকাল ১০টা থেকে ৬টা। খাদ্য ও আতিথেয়তা বিষয়ে ২০০টিরও বেশি প্রধান বিদেশী এবং ভারতীয় কোম্পানি ও শীর্ষ ব্র্যান্ড তিন দিনব্যাপী মেগা প্রদর্শনীতে অংশ নেবে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ফুড প্রসেসরস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ বেকার্স কো অর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ মিষ্টি উদ্যোক্তা, ফ্র্যাগ্রান্স অ্যান্ড ফ্লেভার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া কুলিনারি অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংস্থা। “ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্...

পূর্ব ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়ারলেস পেসমেকার ব্যবহার কলকাতায়

Image
পূর্ব ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়ারলেস পেসমেকার ব্যবহার কলকাতায়           ইন্দ্রজিৎ আইচ ও বকুল দাশ :  কার্ডিয়াক কেয়ারের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি করল মনিপাল হসপিটাল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পর পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়ারলেস পেসমেকার ব্যবহারের সূচনা হলো কলকাতায়। এই পেসমেকার পূর্ব ভারতের অন্যতম বৃহৎ হেলথকেয়ার নেটওয়ার্ক, যারা ঘোষণা করল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রয়োজন ওয়ারলেস ইঞ্জেক্ট করা যায় এমন পেসমেকার। এটি তৈরি করেছে অ্যাবট, কয়েকদিন আগেই তাদের এভির লিডলেস পেসমেকার ভারতীয় বাজারে এসেছে। উল্লেখ্য, মনিপাল হসপিটাল ঢাকুরিয়া পূর্ব ভারতের প্রথম সেন্টার যেখানে এর ব্যবহার হলো। এই জীবন বাঁচানো ডিভাইস এর মধ্যেই ইনসার্ট করা হয়েছিল ৬৫ বছরের এক রোগীর হার্টে। ভবিষ্যতের পেসমেকার নেওয়ার অন্যতম প্রথম উদাহরণ এটি। এটি ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে। এই অত্যাধুনিক পেসমেকার ভারতীয় রোগীদের অনেক নিরাপদ এবং কম ইন ভে সিভ বিকল্প হিসেবে সাধারণ পেসমেকার এর ...

*কলকাতায় তিনদিনের স্বর্ণালংকার মেলা*

Image
*কলকাতায় তিনদিনের স্বর্ণালংকার মেলা*  সাজাহান সিরাজ : কলকাতা জুয়েলারি অ্যান্ড জেম ফেয়ার (কেজেজিএফ) -এর ঝলমলে পঞ্চম সংস্করণ ২৩-২৫ নভেম্বর আয়োজিত হলো বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে। পূর্ব ভারতের অদ্বিতীয় গয়নার ঐতিহ্যকে উদযাপন করার পাশাপাশি বিশ্ববাজারে এই অঞ্চলের ক্রমবর্ধমান প্রাধান্যকে তুলে ধরেছে এই মেলা। ইনফরমা মার্কেটস ইন্ডিয়া আয়োজিত কেজেজিএফ ২০২৪, ছয় বছর পর পুনরায় ফিরে এসে পূর্ব ভারতের গয়না শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে তার মর্যাদা পুনরায় প্রতিষ্ঠিত করল।   মেলায় ৬০টিরও বেশি স্টল, ২০০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং ২,০০০টিরও বেশি অনন্য ডিজাইনের সমাহার দর্শকদের মুগ্ধ করে, যেখানে প্রদর্শিত হয় সূক্ষ্ম গয়না, রত্নপাথর, ল্যাব-উৎপাদিত হিরে, সোনার অলঙ্কার, রুপোর কারুকাজ এবং সর্বাধুনিক গয়না প্রযুক্তি। সেনকো গোল্ড, রাসিকলাল মোহনলাল গান্ধী, শ্রী রামা কৃষ্ণ এক্সপোর্টস, এবং জোধানি ডায়মন্ডস-এর মতো শীর্ষস্থানীয় সংস্থার‌ অংশগ্রহণ মেলাটিকে ঐতিহ্য ও উদ্ভাবনের এক উজ্জ্বল প্রদর্শনীতে রূপান্তরিত করে।    জাঁকজমকপূর্ণ উদ্বোধনী...

১৯ শে নভেম্বর শহীদ মিনারের সভা সফল করতে বাসন্তীতে প্রতিবাদ সভা

Image
19/11/24 কলকাতার শহীদ মিনারের মিটিং সফল করতে আজ 13/11/24 বাসন্তী থানার খেড়িয়া বাজার সংলগ্ন ময়দানের অনুষ্ঠিত সমাবেশের খন্ড চিত্র।  উপস্থিত ছিলেন, ল্য বোর্ডের সদস্যা ঊজমা আলম, ফুরফুরে থেকে সাদ্দাম সিদ্দিকী,সংখ্যালঘু ফেডারেশনের  মোঃ কামরুজ্জামান, সুন্নত অল জামাতের মাওঃ মুফতি আব্দুল মাতিন সাহেব, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ থেকে মুজাফ্ফার হোসেন, দেশ বাঁচাও থেকে হোসেন গাজী, জয়েন্ট ফোরাম থেকে আশরাফ সাহেব, প্রাক্তন শিক্ষক  মাওঃ আব্দুর রউফ সাহেব এবং আহ্বায়ক দ্বয়  মাও মোফাক্কার হোসেন ও মাওঃ আনোয়ার হোসেন কাসেম সহ অন্যান্য বিশিষ্ট বক্তাগন। আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য, মৌলভী সুন্নত আলী মির, মাওঃ শরীফ হোসেন, মাওঃ আব্দুল ওয়াহাব, মাওঃ আব্দুস সালাম, মাওঃ আব্দুর রাজ্জাক, হাসানুর মোল্লা, মাওঃ মুহিব্বুল্লাহ,  মাওঃ জাকির ও এ কে এম গোলাম মুরতাজা প্রমুখ ।

অ্যাকাডেমী অফ ফাইন আর্টসে, চারুকলা উৎসবে অনুপম হালদারের ছবি

Image
অ্যাকাডেমী অফ ফাইন আর্টসে, চারুকলা উৎসবে অনুপম হালদারের ছবি সাজাহান সিরাজ :: রাজ্যের বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদারের একটি ছবি একাডেমী অফ ফাইন আর্টসে প্রদর্শিত হচ্ছে। মঙ্গলবার একাডেমীর সাউথ গ্যালারিতে দাঁড়িয়ে সাংবাদিকদের বলছিলেন, এই ছবিটি ইলোরার। প্রায় চার ঘন্টা সময় নিয়ে আলো-আধারি কাটিয়ে ৭০ টি ছবি তুলেছিলেন ইলোরা গাত্রের। তার থেকে বেছে নিজের কাছে ভালো মনে হওয়া ছবিটি এই প্রদর্শনীতে পাঠিয়েছিলেন তিনি।  পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার জানিয়েছেন, আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর তোলা আলোকচিত্রের প্রদর্শনী হবে। 'পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪' উপলক্ষে আয়োজিত কলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর সাউথ গ্যালারিতে নিজের আলোকচিত্রের সামনে দাঁড়িয়ে অনুপম হালদার সাংবাদিকদের সঙ্গে এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, গত ৯ নভেম্বর 'পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪'-এর শুভ সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। সেদিন তিনি জানিয়েছিলেন, নবীন প্রজন...

মেডিকা সুপারস্পেশালিটি হসপিটালের উদ্যোগে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন

Image
মেডিকা সুপারস্পেশালিটি হসপিটালের উদ্যোগে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন আলেফা বেগম : ৭ নভেম্বর, বৃহস্পতিবার জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন করলো মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। কলকাতার অন্যতম সেরা স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এই সংস্থা, এদিন ক্যান্সার চিকিৎসায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা নিয়ে এক প্যানেল আলোচনার আয়োজন করল। আলোচনার বিষয় ছিল 'আধুনিক ক্যান্সার চিকিৎসায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এনজিও -র ভূমিকা'। শহরের বিভিন্ন নামী এনজিওর প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ছিলেন যথাক্রমে রোটারি, ফাইট ক্যান্সার, ক্যান্সার ফাইট ফাউন্ডেশন, যাদবপুর পেনশন ফাউন্ডেশন, গৌরী বাড়ি ওয়েলফেয়ার, ক্যানকিডস এবং দিনান্তে। এই আলোচনার সঞ্চালনা করেন প্রফেসর (ডাঃ) সুবীর গাঙ্গুলি, সিনিয়র কনসালটেন্ট এবং অ্যাডভাইজার, রেডিয়েশন অনকোলজি। এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যানসারকে হারিয়ে আসা মানুষ উপস্থিত ছিলেন।  এই বছরের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসের থিম হল, 'প্রিভেনশন, দ্রুত ডিটেকশন এবং চিকিৎসা...

রূপকথা শারদ সম্মান অনুষ্ঠানে বালিগঞ্জে চাঁদের হাট

Image
রূপকথা শারদ সম্মান অনুষ্ঠানে বালিগঞ্জে চাঁদের হাট আলেফা বেগম : : মানসী রিসার্চ ফাউন্ডেশন ১০ বছর যাবৎ‌ বাংলার শিক্ষা ও সংস্কৃতির প্রচার, প্রসার ও উন্নয়নে কাজ করে চলেছে। সংস্থার লক্ষ্য একদিকে যেমন বাংলার হারানো সংস্কৃতির পুনরুদ্ধার, পাশাপাশি পুরনো ও নতুন সংস্কৃতির মেলবন্ধন।  মানসী রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগ ' রূপকথা '। বাংলা শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও সমাজসেবায় যাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন, তাঁদের বেশ কয়েকজনকে ৩০ অক্টোবর ভারত সেবাশ্রম সঙ্ঘের শ্রীনাথ হলে রূপকথা শারদ সম্মান দেওয়া হয়। স্বাগত ভাষণে সংস্থার চেয়ারম্যান মানস কুমার ঠাকুর বাংলা ভাষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী ভাষণ দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী দিব্যানন্দ মহারাজ। পরিবেশিত হয় গোবরডাঙ্গা আকাঙ্খার পরিবেশনায় মহিষাসুরমর্দিনী। এরপর ছিল বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোচনায়। অংশ নেন সুখবর এর সম্পাদক শমীক স্বপন ঘোষ, শিক্ষাবিদ ও নাট্য নির্দেশক সৌমিত্র বসু ও দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার কলেজের সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপিকা সুজাতা মুখোপাধ্যায়...