সল্টলেকে ফ্যাশান কর্মশালা ও ফ্যাশন শো
সল্টলেকে ফ্যাশান কর্মশালা ও ফ্যাশন শো সাজাহান সিরাজ :: শনিবার এক ফ্যাশন শো ও ফ্যাশন কর্মশালা প্রাণবন্ত করে তুলল সল্টলেকের একটা অংশ। এই ফ্যাশন এখন একটি বিশ্বব্যাপী শিল্প। ব্যবসা-বাণিজ্যে পশার ঘটাতে, ব্যক্তিগত জীবনে, কি সৌন্দর্য প্রতিযোগিতায়, চলচ্চিত্র, নাটক, খেলাধুলায়, সংস্কৃতিক ক্ষেত্রে, এমনকি সামাজিক পট পরিবর্তনেও ফ্যাশন অনেক গুরুত্ব পাচ্ছে। সামাজিক ক্ষেত্রে জৌলুস বাড়াতে পোশাক পরিচ্ছদে, হেয়ার কাটিংয়ে, মেকআপেও আধুনিকতার ছোঁয়া একে অন্যের পরিপূরক। প্রবাদ রয়েছে, 'আব্রুচি খানা পর রুচি পেন্না'। এতেই আজ বাজিমাত। তবে সব কিছু সহজে তৈরি হয় না বা পাওয়া যায় না। এর জন্য চাই ধৈর্য - নিষ্ঠা - ত্যাগ - অধ্যবসায় - শিক্ষা। আর আজ এজন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শিক্ষকরা রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে ফ্যাশন শিল্পের মানানসই ছাত্রছাত্রী-- মডেল শিল্পী তৈরি করছেন। তাদের জন্য প্রয়োজনীয় পোশাক আশাক তৈরি করছেন একদল দক্ষ কারিগর--ডিজাইনার। তাদের মস্তিষ্কপ্রসূত নান্দনিক সুন্দর পোশাক- আশাক ব্যবহার করে মডেল শিল্পীরা যশ মান মর্যাদা সৌন্দর্য প্রতিপত্...