*সোনাগাছির যৌনকর্মীদের বিনামূল্যে এইডস পরীক্ষার উদ্যোগ*

*সোনাগাছির যৌনকর্মীদের বিনামূল্যে এইডস পরীক্ষার উদ্যোগ*
সাজাহান সিরাজ :: বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে ২৩ নভেম্বর জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল এক মানবিক উদ্যোগ গ্রহণ করল। এদিন সোনাগাছির ১০০ জন অসহায় যৌনকর্মীকে বিনামূল্যে এইডস পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। এই উদ্যোগের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক সনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইচআইভি/এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান।  
এই অনুষ্ঠানটি পরিচালিত হয় উদ্যোগী হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্তের নেতৃত্বে। এইচআইভি/এইডস সম্পর্কিত সামাজিক কলঙ্ক দূর করতে এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও সম্পদ দিয়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে আয়োজিত হয়। পাশাপাশি যৌনকর্মীদের পরামর্শ ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক সনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন।  
এই উদ্যোগ প্রসঙ্গে কৃষ্ণকুমার গুপ্ত বলেন, *"বিশ্ব এইডস দিবসে আমরা একটি অবহেলিত সম্প্রদায়ের পাশে থাকার হাত বাড়িয়েছি। সোনাগাছির নারীদের কাছে পৌঁছে আমরা সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো পরীক্ষার জন্য উৎসাহিত করতে চেয়েছি, যা এইচআইভি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হাসপাতালে আমরা এমন একটি সমাজ কল্পনা করি যেখানে স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য, কলঙ্ক ও বৈষম্য মুক্ত। সহানুভূতি এবং দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা এইচআইভি/এইডস-এর চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারি।"*  

এই বছরের বিশ্ব এইডস দিবসের থিম "সম্প্রদায়ের অংশগ্রহণ এবং সহজলভ্য চিকিৎসা"। তার সঙ্গে সামঞ্জস্য রেখে, প্রান্তিক মানুষের জন্য এই উদ্যোগ জগন্নাথ গুপ্ত ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের । যা সারা বছর ধরে চলবে।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু