*হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট, আগামী ৮ ডিসেম্বর*
*হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট, আগামী ৮ ডিসেম্বর*
সাজাহান সিরাজ :: সুস্থ সবল জীবনের জন্য, শরীর ও মন ভালো রাখার জন্য, আগামী প্রজন্মকে সুস্থ, সবল ও নীরোগ রাখার জন্য আমাদেরই পরিবেশ দূষণের বিরুদ্ধে দূষণমুক্ত পরিবেশের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে।
এই দূষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে হিন্দুস্থান ক্লাব লিমিটেড। এই ক্লাবের উদ্যোগে পরিবেশ দূষণের বিরুদ্ধে আগামী ৮ ডিসেম্বর আয়োজিত হচ্ছে এক ম্যারাথন দৌড় । দ্বিতীয় বর্ষের এই দৌড়ের নামকরণ করা হয়েছে, "হিন্দুস্থান ক্লাব ম্যারাথন – রেইজিং দ্য ডাস্ট"। এটি কলকাতার প্রাণবন্ত দৌড়ানোর সংস্কৃতিকে উজ্জীবিত করার পাশাপাশি, শহরের ফিটনেস, সৌহার্দ্য, মানবিক চেতনা, ঐক্য এবং উদ্দীপনাকে আরও উজ্জ্বল করে তুলবে।"
দক্ষিণ কলকাতার একটি প্রতিষ্ঠিত স্পোর্টস অনুষ্ঠান হিসেবে, এই ম্যারাথন উৎসবে প্রতিযোগীরা শহরের ঐতিহ্যপূর্ণ রাস্তা ধরে দৌড়ানোর সময় শহরের আকর্ষণ অনুভব করার এক অনন্য সুযোগ পাবেন।
এবছর এই ম্যারাথনে তিনটি আকর্ষণীয় বিভাগ রয়েছে :
**ফান রান**: ৩ কিমি
**টাইমড রান**: ৫ কিমি এবং ১০ কিমি
হিন্দুস্তান ক্লাবে এদিন সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের বেশ কয়েকটি মূল দিক উন্মোচিত হয়, যার মধ্যে রয়েছে অংশগ্রহণকারীদের জন্য এক্সক্লুসিভ টি-শার্ট, সুন্দর ডিজাইনের মেডেল এবং রেস বিবস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংগঠনের সভাপতি ঋষভ সি. কোঠারি, সেক্রেটারি চন্দ্র শেখর সরদা, স্পোর্টস চেয়ারপার্সন স্বাতি বিহানি, ম্যারাথন অর্গানাইজিং কমিটির সদস্যরা সৌরভ এম.শাহ, প্রতীক বিহানি, মেহুল দামানি, জিগার মালানি, আনন্দ গোয়েঙ্কা,
রেস ডিরেক্টর বিশিষ্ট ম্যারাথন দৌড়বিদ বৈভব পান্ড্য প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে ঋষভ সি. কোঠারি বলেন, "হিন্দুস্থান ক্লাব ম্যারাথন শুধুমাত্র একটি দৌড় নয়—এটি হল কমিউনিটি, সুস্থ জীবনযাপন এবং ব্যক্তিগত মাইলফলক উদযাপনের প্রতীক। গত বছর, আমরা প্রায় ১,০০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতি দেখেছি। এ বছর সংখ্যাটা আরো বাড়বে।"
স্পোর্টস চেয়ারপার্সন স্বাতি বিহানি বলেন, "হিন্দুস্থান ক্লাব ম্যারাথন কলকাতায় অধ্যবসায় ও ফিটনেসের প্রতীক হয়ে উঠেছে। এ বছর, আমরা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য বাড়তি পদক্ষেপ নিয়েছি।"
Comments