১৯ শে নভেম্বর শহীদ মিনারের সভা সফল করতে বাসন্তীতে প্রতিবাদ সভা

19/11/24 কলকাতার শহীদ মিনারের মিটিং সফল
করতে আজ 13/11/24 বাসন্তী থানার খেড়িয়া বাজার
সংলগ্ন ময়দানের অনুষ্ঠিত সমাবেশের খন্ড চিত্র। 
উপস্থিত ছিলেন, ল্য বোর্ডের সদস্যা ঊজমা আলম,
ফুরফুরে থেকে সাদ্দাম সিদ্দিকী,সংখ্যালঘু ফেডারেশনের 
মোঃ কামরুজ্জামান, সুন্নত অল জামাতের মাওঃ মুফতি
আব্দুল মাতিন সাহেব, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ থেকে
মুজাফ্ফার হোসেন, দেশ বাঁচাও থেকে হোসেন গাজী,
জয়েন্ট ফোরাম থেকে আশরাফ সাহেব, প্রাক্তন শিক্ষক 
মাওঃ আব্দুর রউফ সাহেব এবং আহ্বায়ক দ্বয় 
মাও মোফাক্কার হোসেন ও মাওঃ আনোয়ার হোসেন কাসেম
সহ অন্যান্য বিশিষ্ট বক্তাগন।
আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য, মৌলভী সুন্নত আলী মির,
মাওঃ শরীফ হোসেন, মাওঃ আব্দুল ওয়াহাব, মাওঃ আব্দুস
সালাম, মাওঃ আব্দুর রাজ্জাক, হাসানুর মোল্লা, মাওঃ মুহিব্বুল্লাহ, 
মাওঃ জাকির ও এ কে এম গোলাম মুরতাজা প্রমুখ ।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু