অ্যাকাডেমী অফ ফাইন আর্টসে, চারুকলা উৎসবে অনুপম হালদারের ছবি
অ্যাকাডেমী অফ ফাইন আর্টসে, চারুকলা উৎসবে অনুপম হালদারের ছবি
সাজাহান সিরাজ :: রাজ্যের বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদারের একটি ছবি একাডেমী অফ ফাইন আর্টসে প্রদর্শিত হচ্ছে। মঙ্গলবার একাডেমীর সাউথ গ্যালারিতে দাঁড়িয়ে সাংবাদিকদের বলছিলেন, এই ছবিটি ইলোরার। প্রায় চার ঘন্টা সময় নিয়ে আলো-আধারি কাটিয়ে ৭০ টি ছবি তুলেছিলেন ইলোরা গাত্রের। তার থেকে বেছে নিজের কাছে ভালো মনে হওয়া ছবিটি এই প্রদর্শনীতে পাঠিয়েছিলেন তিনি।
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার জানিয়েছেন, আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর তোলা আলোকচিত্রের প্রদর্শনী হবে।
'পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪' উপলক্ষে আয়োজিত কলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর সাউথ গ্যালারিতে নিজের আলোকচিত্রের সামনে দাঁড়িয়ে অনুপম হালদার সাংবাদিকদের সঙ্গে এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর 'পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪'-এর শুভ সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। সেদিন তিনি জানিয়েছিলেন, নবীন প্রজন্মের শিল্পীদের অনুমতি ক্রমে তাঁদের তৈরী করা শিল্পকর্ম প্রদর্শন তথা অন্য তথ্য সম্বলিত সরকারী পোর্টাল তৈরির কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।
মঙ্গলবার সন্ধ্যায় সাউথ গ্যালারিতে দাঁড়িয়ে অনুপম হালদার বলেছেন, "রাজ্যের বিভিন্ন জেলায় সরকারী ও বেসরকারী স্তরের বিভিন্ন উৎসব বা মেলায় আমার আলোকচিত্র প্রদর্শনীর চিন্তা ভাবনা এখন শেষ পর্যায় রয়েছে।"
সম্প্রতি শারদ উৎসবের আগেই বিশিষ্ট আলোক চিত্রশিল্পী অনুপম হালদারের তোলা একক ১২০ টি ছবি একাডেমী অফ ফাইন আর্টসের পূর্ব, দক্ষিণ ও উত্তর গ্যালারিতে প্রদর্শিত হয়। যার শিরোনাম ছিল "মা আসছে"।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বিশিষ্ট চিত্রাভিনেত্রী মন্দাকিনী, টলিউডের বিশিষ্ট চিত্রাভিনেত্রী পাওলি দাম, রাজ্য সরকারের ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক পাঞ্চালি মুন্সী এবং শেষের দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন প্রমুখ।
Comments