Posts

Showing posts from October, 2024

ফাটাকেষ্ট-র কালীপুজো ৬৭ তে

Image
ফাটাকেষ্ট-র কালীপুজো ৬৭ তে সাজাহান সিরাজ :: কলকাতা শহর সহ সারা রাজ্যে শক্তির আরাধনায় যার কণা মাত্র নিষ্ঠার অভাব ছিল না, যিনি প্রতিবছর মায়ের আগমন উপলক্ষে এলাকায় চমকের পাশাপাশি জৌলুস বাড়িয়েছেন, যার এক ডাকে বলিউড- টলিউডের সেরা অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে ভিড় জমিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা এখানকার আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় থাকতেন, সেই পুজোর উদ্বোধন করে মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেছেন, মন্ডপ মঞ্চ আলোকিত করেছেন দেশের রাষ্ট্রপতিও। উত্তর কলকাতার ৬৭ নম্বর কেশব সেন স্ট্রিটের এই কালীপুজো, শক্তি আরাধনার প্রাণ পুরুষ ছিলেন ফাটাকেষ্ট। তিনিই বোধহয় শহরে বড় বাজেটের পুজোর পথিকৃৎ। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তাঁর সেই গুরুভার বহন করে চলেছেন প্রবন্ধ রায় ওরফে ফান্টা আর তাঁর হাতে গড়া নব যুবক সংঘ। এবছর এই পুজো ৬৭ তম বর্ষ।  তিনি আজ আর আমাদের মধ্যে না থাকলেও মঙ্গলবার, এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনী মঞ্চে ঘুরেফিরে মায়ের পাশাপাশি মায়ের একনিষ্ঠ সেবক পুত্রের নামই উচ্চারিত হয়েছে অতিথিদের ভাষণে। আজ এই পুজো ফাটাকেষ্ট-র কালীপুজো নামে খ্যাত।   'ধনতেরস' বা 'ধন্বন্ত...

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু

Image
'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু  আলেয়া বেগম :: 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বেহালার শরৎ সদনে। শনিবার, ২৬ অক্টোবর 'প্রগতি' শীর্ষক এই অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্য, আদি যোগ ও জুম্বা প্রদর্শিত হয়। অনুষ্ঠান দেখতে দেখতে মনে হচ্ছিল ঘূর্ণিঝড় 'ডানা' চলে যাওয়ার পর 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস স্টুডিও'-র এই অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনুর বিচ্ছুরণ। সমগ্ৰ অনুষ্ঠানটির পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় ছিলেন 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র কর্ণধার নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভরতনাট্যম ও কুচিপুরি বিশেষজ্ঞ সুজাতা রামলিঙ্গম, কত্থক নৃত্য শিল্পী অর্পিতা দত্ত, এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের কোর্স ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার ঘোষ, 'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র প্রতিষ্ঠাতা সঙ্গীতা দেব, পার্থ দেব এবং নৃত্য শিল্পী প্রিয়স্মিতা দেব।  অনুষ্ঠান শুরু হয় রিদমি...

অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী শেষ হলো

Image
'অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী শেষ হলো সাজাহান সিরাজ, ৯ অক্টোবর '২৪, কলকাতা :: 'অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এ রাজ্যের বিশিষ্ট আলোক চিত্রশিল্পী অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী বুধবার শেষ হলো। মঙ্গলবার থেকে শুরু হওয়া দু'দিনের এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী ও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পাওলি দাম, রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পাঞ্চালি মুন্সী প্রমুখ।  "মা আসছে" শীর্ষক এক'শ কুড়িটি ছবির এই প্রদর্শনীর শেষ দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও সাহিত্যিক ডঃ পবিত্র সরকার, বিশিষ্ট ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন। মেহতাব মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার‌ উপর গুরুত্ব দেন। তিনি বলেন, "মহিলাদের সম্মান করলে, সমাজও আপনাকে শ্রদ্ধা করবে"। আলোকচিত্রী অনুপম হালদার-এর দু'দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে'-র প্রদর্শনী ঘুরে দেখে‌ বিশিষ্ট ভাষাবিদ ...

অনুপম হালদারের আলোকচিত্রে জীবন্ত হয়ে উঠেছে গ্রামের দুর্গা

Image
অনুপম হালদারের আলোকচিত্রে জীবন্ত হয়ে উঠেছে গ্রামের দুর্গা সাজাহান সিরাজ :: বছরান্তে সুদূর হিমালয় থেকে মর্তে বাপের বাড়িতে আসেন উমা। সেজেছে শহর, গ্রাম। এই উৎসবের মাঝে শহর জুড়ে প্রতিবাদের আবহ। বিভিন্ন চিত্র শিল্পীর ভাবনায় ফুটে উঠছে প্রতিবাদের ভাষা। আলোকচিত্রী অনুপম হালদারের লেন্সে ফুটে উঠল একক চিত্র প্রদর্শনী। একাডেমি অফ ফাইন আর্টসে মা শীর্ষক দু'দিন ব্যাপী এই আলোকচিত্র চিত্র প্রদর্শনীর সূচনা হল পঞ্চমীর দিন, মঙ্গলবার। এদিন অনুপম হালদারের ১২০ ছবির এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পাঞ্চালি মুন্সী, বিশিষ্ট অভিনেত্রী পাওলি দাম, বলিউড খ্যাত অভিনেত্রী মন্দাকিনী সহ বহু সম্মানিত ব্যক্তি।  এদিন "মা" আলোকচিত্র প্রদর্শনীর সূচনার পর অনুপম হালদার বলেন, একজন গ্রামের মেয়ে কি করে দুর্গা হয়ে ওঠে তা আমার ক্যামেরায় ধরা দিয়েছে। যদিও ভারত সহ বিশ্বে বর্তমানে যে ধরণের ঘটনা ঘটছে সেই জায়গায় প্রতিবাদ হচ্ছে কিন্তু একটু সরে এসে আমার এই ধরণের প্রদর্শনীর ভাবনা। সমাজে যে শিক্ষায় বড়ো হয়েছি তাতে বন্ধন ছিল, ছিল ভালোবাসা। এখন তা...

বিশিষ্ট বলিউড অভিনেত্রী মন্দাকিনীর সঙ্গে আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায়

Image
বিশিষ্ট বলিউড অভিনেত্রী মন্দাকিনীর সঙ্গে আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায় সাজাহান সিরাজ :: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঙ্গলবার, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী অনুপম হালদারের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে এলেন বলিউড খ্যাত বিশিষ্ট অভিনেত্রী মন্দাকিনী। এই উদ্বোধনের ফাঁকে কলকাতার আরেক আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায়ের সঙ্গে আলাপচারিতায় মন্দাকিনীদেবী।

ক্যানিংয়ে বসে আমেরিকার স্বাদ পাবেন আমজনতা

Image
ক্যানিংয়ে বসে আমেরিকার স্বাদ পাবেন আমজনতা  মোঃ সাইফুদ্দিন : ক্যানিং সহ গোটা সুন্দরবনের মানুষ বাড়িতে বসেই এবার আমেরিকার স্বাদ উপভোগ করবেন। অনেকটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। সেই সুযোগটা করে দিয়েছে ক্যানিং মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাঁরা তাঁদের পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন আমেরিকার নীলকণ্ঠ মন্দিরের আদলে। প্রতিমায় রয়েছে নতুন চমক। কাঁচ এবং রঙিন পাথর দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। মন্দির জুড়ে রয়েছে হাতের নানা কারু কাজ। এই মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক মাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না দাস এবং সভাপতি ক্যানিং ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। কমিটির মুখ্য পৃষ্ঠপোষক ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস। কমিটির মন্ডপ তৈরি করেছেন নৈহাটির বিশিষ্ট শিল্পী হারুবাবু। প্রতিমা শিল্পী মেদিনীপুরের বিশিষ্ট শিল্পী সজল রায়।  শনিবার, এই পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের তিন বিধায়ক। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর...

কলকাতার দুর্গাপূজা মুর্শিদাবাদের ঐতিহ্যকে‌ তুলে ধরে পর্যটনকে উৎসাহিত করছে

Image
কলকাতার দুর্গাপূজা মুর্শিদাবাদের ঐতিহ্যকে‌ তুলে ধরে পর্যটনকে উৎসাহিত করছে সাজাহান সিরাজ, কলকাতা, ৫ অক্টোবর :: ৮০ বছরের পুরানো ঐতিহ্যবাহী মৈত্রী সংঘ দুর্গোৎসব কমিটি, মতিলাল নেহরু রোডের দুর্গাপুজো উৎসব এবছর মুর্শিদাবাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি চমকপ্রদ শ্রদ্ধা নিবেদন করেছে। কলকাতার দুর্গাপূজা শহরের অন্যতম দর্শনীয় উৎসব, যা লাখ লাখ মানুষকে আকর্ষণ করে এবং প্রতিটি মোড়ে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। রাস্তাগুলি প্রাণবন্ত উদযাপনের সাথে জীবন্ত হয়ে ওঠে, এবং প্যান্ডেল সাজসজ্জায় দেখা শৈল্পিক অভিব্যক্তিগুলি উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি। প্রতিটি প্যান্ডেল শিল্পীদের সৃজনশীলতা, প্রতিভা এবং উদ্ভাবনকে তুলে ধরে, যা উৎসবের সত্যিকারের চেতনা কে প্রতিফলিত করে। এবছর কলকাতা ২৯ এর মতিলাল নেহরু রোডের দুর্গাপূজা উদযাপনের একটি অনন্য এবং চমকপ্রদ থিম নিয়ে এসেছে, "মুর্শিদাবাদের সাংস্কৃতিক মহিমা"। বিখ্যাত কাঠগোল প্রাসাদের একটি দুর্দান্ত প্রতিরূপ প্যান্ডেলটি মুর্শিদাবাদের ঐতিহাসিক ও স্থাপত্য গুরুত্বকে তুলে ধরেছে, যার লক্ষ্য এই সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলে পর্যট...

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' গানকে ভিত্তি করে তৈরি হচ্ছে বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস'

Image
'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' গানকে ভিত্তি করে তৈরি হচ্ছে বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস' বকুল দাশ : 'হোয়াইট হর্স পিকচার' প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস' মুক্তি পাচ্ছে চলতি বছরের শেষে। তার আগে প্রচার সারলেন এই ছবির নায়িকা সঙ্গীতা কোনার এবং সঙ্গীতশিল্পী বিনোদ রাঠোর। শুক্রবার, ৪ অক্টোবর সন্ধ্যায় 'স্টুডিও ওএইচডি'তে ছবির পোস্টার প্রকাশ করলেন তাঁরাই। 'কফি হাউস'-এর প্রযোজনা সংস্থার পক্ষে জানানো হয়েছে, মান্না দে-র গাওয়া "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই"- গানটিকে ভিত্তি করেই এই ছবির গল্প। লিখেছেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ। গানের 'সুজাতা' কে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের গল্পের ছবি 'কফি হাউস'। সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার। ছবিতে শেষ পর্যন্ত সুজাতা, অমল ও রমার কি হলো সেই রহস্য এখনই প্রকাশ করতে চাননি নায়িকা। দেড় ঘন্টার এই ত্রিকোণ প্রেমের কাহিনীচিত্রের শুটিং প্রায় শেষ। ছবিতে একটাই ...

দুর্গা বাড়ির দীঘির পাড়ে সেরা কফির ঠিকানা 'ক্যাফিভা'

Image
দুর্গা বাড়ির দীঘির পাড়ে সেরা কফির ঠিকানা 'ক্যাফিভা' সাজাহান সিরাজ :: প্রচলিত প্রবাদ, বাঙালি কর্ম বিমুখ। ব্যবসায় মন নেই বাঙালির। কিন্তু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের 'ক্যাফিভা'-তে এলে চমকে যেতে হয়। পোদ্দার পরিবার, বাঙালির গায়ে লেগে থাকা অপবাদ-কে অনেকখানি মুছিয়ে দিয়েছে।  শুক্রবার, ৩ অক্টোবর সন্ধ্যায় দুর্গা বাড়ির দীঘির পাড়ে, বাঙালি পরিবারের স্বপ্নের সেরা কফির ঠিকানা 'ক্যাফিভা'-র পথচলা শুরু হলো।  নবরাত্রি-র প্রথম দিন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের দুই বরিষ্ঠ আধিকারিক অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী এবং মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি-র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই ক্যাফে।  ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন দুর্গা বাড়ির দীঘির পাড়ে, ক্যানাল সাউথ রোডের ওপর অবস্থিত ৬০০ স্কোয়ার ফুটের এই ক্যাফে-তে একসাথে ২৪ জনের বসার ব্যবস্থা হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে চাইনিজ, কন্টিনেন্টাল ও মোগলাই খানা। সেই সঙ্গে পাওয়া যাবে অন্তত পনেরো রকমের কফি।  'ক্যাফিভা'-র কর্ণধার তরুণ সোহন পোদ্দার বিদেশ থেকে ম্যা...

শিক্ষিত না হলে অধিকার ছিনিয়ে আনা যায় না। নওশাদ সিদ্দিকী।

Image
শিক্ষিত না হলে অধিকার ছিনিয়ে আনা যায় না। গণপিটুনিতে দেশের বিভিন্ন রাজ্যে যে সকল পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছেন, লক্ষ্য করে দেখবেন প্রত্যেকেই মুসলমান-দলিত-আদিবাসী, পিছড়ে বর্গের মানুষ। তাদের বেশিরভাগই অশিক্ষিত বা অল্প শিক্ষিত। তারাই টার্গেট হয়ে যাচ্ছেন। গতকাল উত্তর ২৪ পরগণার আমডাঙা বিডিও কার্যালয় সন্নিকটে এক জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। আমডাঙা কে এস এইচ রাহানা সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন উপলক্ষে এই সভা আয়োজিত হয়। নওসাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ১০ হাজার মাদ্রাসা তৈরির প্রতিশ্রুতি কোথায় গেল? সেই মাদ্রাসাগুলি তো হলই না। যে ৬১৪টি মাদ্রাসা আছে তার পরিকাঠামোর উন্নতিও সরকার করছে না। সেখানে শূন্যপদ পূরণ করছে না। এই প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু নীল-সাদা রঙ করা নয়। শিক্ষাদানের পরিবেশের উন্নতি, শিক্ষক-ছাত্রের অনুপাত বজায় রাখাকেও বোঝায়। সেটা করতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তিনি আরো বলেন, আমরা হিংসা-বিদ্বেষ মুক্ত উন্নত সমাজ চাই। আমরা চাই শিক্ষিত সমাজ। এই সমাজের মান...

পুজো এলো' মিউজিক ভিডিও অ্যালবামের উদ্বোধন

Image
'পুজো এলো' মিউজিক ভিডিও অ্যালবামের উদ্বোধন  ব-দ্বীপ বার্তা প্রতিনিধি :: ট্যাপশন মিডিয়া এবার পূজায় নিবেদন করছে কুণাল সাহা ও নীতু সাহা প্রযোজিত বাচ্চাদের মিউজিক ভিডিও অ্যালবাম 'পুজো এলো'।  সোমবার, ৩০ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে বিধায়ক মদন মিত্র ও এক ঝাঁক কচিকাঁচার উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই অ্যালবামের গান লিখেছেন অভিজিৎ পাল।‌ পরিচালক দেবাঞ্জন চন্দ্র। নৃত্য পরিচালনায় ম্যাক্স।অভিনয় করেছে ক্ষুদে শিশু শিল্পীরা।  আগামী ২ অক্টোবর মহালয়ার দিন থেকে মেট্রো স্টেশনে এই ভিডিও দেখা যাবে।

দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ

Image
দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ বকুল দাশ :: স্প্রিং ওয়াটার, ই এন্টারটেইনমেন্ট ও ভিজুয়াল লেন্স নিবেদিত 'দশরূপে দশভূজা' র ট্রেইলার প্রকাশিত হলো। সোমবার, ৩০ সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হলো এই দৃশ শ্রাব্য অনুষ্ঠানের।  ৪৬ মিনিটের এই সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পান্ডে। প্রযোজনা শান্তনু মন্ডল ও সুজিত সেন। নৃত্য পরিচালনায় পায়েল রায়। সঙ্গীত পরিচালক সাহেব চক্রবর্তী।  দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন রূপসা চৌধুরী এবং অসুরের চরিত্রে অভিনয় করেছেন ঝন্টু দে।  আগামী ২ অক্টোবর মহালয়ার পবিত্র তিথিতে সকাল ৮ টায় এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই অনুষ্ঠান দেখানো হবে। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা, নিতু সাহা ও দশরূপে দশভূজার কলাকুশলীরা।