ফাটাকেষ্ট-র কালীপুজো ৬৭ তে

ফাটাকেষ্ট-র কালীপুজো ৬৭ তে

সাজাহান সিরাজ :: কলকাতা শহর সহ সারা রাজ্যে শক্তির আরাধনায় যার কণা মাত্র নিষ্ঠার অভাব ছিল না, যিনি প্রতিবছর মায়ের আগমন উপলক্ষে এলাকায় চমকের পাশাপাশি জৌলুস বাড়িয়েছেন, যার এক ডাকে বলিউড- টলিউডের সেরা অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে ভিড় জমিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা এখানকার আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় থাকতেন, সেই পুজোর উদ্বোধন করে মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেছেন, মন্ডপ মঞ্চ আলোকিত করেছেন দেশের রাষ্ট্রপতিও। উত্তর কলকাতার ৬৭ নম্বর কেশব সেন স্ট্রিটের এই কালীপুজো, শক্তি আরাধনার প্রাণ পুরুষ ছিলেন ফাটাকেষ্ট। তিনিই বোধহয় শহরে বড় বাজেটের পুজোর পথিকৃৎ। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তাঁর সেই গুরুভার বহন করে চলেছেন প্রবন্ধ রায় ওরফে ফান্টা আর তাঁর হাতে গড়া নব যুবক সংঘ। এবছর এই পুজো ৬৭ তম বর্ষ।
 তিনি আজ আর আমাদের মধ্যে না থাকলেও মঙ্গলবার, এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনী মঞ্চে ঘুরেফিরে মায়ের পাশাপাশি মায়ের একনিষ্ঠ সেবক পুত্রের নামই উচ্চারিত হয়েছে অতিথিদের ভাষণে। আজ এই পুজো ফাটাকেষ্ট-র কালীপুজো নামে খ্যাত। 
 'ধনতেরস' বা 'ধন্বন্তরি জয়ন্তী'-র পবিত্র তিথিতে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা পৌরনিগম-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম কমিশনার অনুপম হালদার সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে 'ফাটাকেষ্টর কালীপুজো' নামে পরিচিত 'নব যুবক সংঘ'-র কালীপুজোর মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি-র উন্মোচন হল এদিন।
 মঙ্গলবার, ২৯ অক্টোবর উদ্বোধনী মঞ্চে 'নব যুবক সংঘ'-র পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এই বছরের মাতৃপুজোর উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পরে উপস্থিত অন্যান্য অতিথি অভ্যাগতদের সাথে নিয়ে মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তির উন্মোচন করেন সাংসদ।
পরে মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি দর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
'নব যুবক সংঘ'-র অন্যতম পথপ্রদর্শক তথা পৃষ্ঠপোষক প্রবন্ধ রায় ওরফে ফান্টা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এ বছর ৬৭ তম বর্ষে পদার্পণ করল 'ফাটাকেষ্ট খ্যাত কালীপুজো'। ফাটাকেষ্টর মৃত্যুর পর থেকে এই পুজোর আয়োজন করছে নব যুবক সংঘ।'

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু