ক্যানিংয়ে বসে আমেরিকার স্বাদ পাবেন আমজনতা

ক্যানিংয়ে বসে আমেরিকার স্বাদ পাবেন আমজনতা 

মোঃ সাইফুদ্দিন : ক্যানিং সহ গোটা সুন্দরবনের মানুষ বাড়িতে বসেই এবার আমেরিকার স্বাদ উপভোগ করবেন। অনেকটা সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। সেই সুযোগটা করে দিয়েছে ক্যানিং মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাঁরা তাঁদের পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন আমেরিকার নীলকণ্ঠ মন্দিরের আদলে। প্রতিমায় রয়েছে নতুন চমক। কাঁচ এবং রঙিন পাথর দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। মন্দির জুড়ে রয়েছে হাতের নানা কারু কাজ। এই মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক মাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না দাস এবং সভাপতি ক্যানিং ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। কমিটির মুখ্য পৃষ্ঠপোষক ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস।
কমিটির মন্ডপ তৈরি করেছেন নৈহাটির বিশিষ্ট শিল্পী হারুবাবু। প্রতিমা শিল্পী মেদিনীপুরের বিশিষ্ট শিল্পী সজল রায়। 
শনিবার, এই পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের তিন বিধায়ক। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, সঙ্গে ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা।
উদ্বোধনী সন্ধ্যায় দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু