অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী শেষ হলো
'অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী শেষ হলো
সাজাহান সিরাজ, ৯ অক্টোবর '২৪, কলকাতা :: 'অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এ রাজ্যের বিশিষ্ট আলোক চিত্রশিল্পী অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী বুধবার শেষ হলো। মঙ্গলবার থেকে শুরু হওয়া দু'দিনের এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী ও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পাওলি দাম, রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পাঞ্চালি মুন্সী প্রমুখ।
"মা আসছে" শীর্ষক এক'শ কুড়িটি ছবির এই প্রদর্শনীর শেষ দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও সাহিত্যিক ডঃ পবিত্র সরকার, বিশিষ্ট ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন।
মেহতাব মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, "মহিলাদের সম্মান করলে, সমাজও আপনাকে শ্রদ্ধা করবে"।
আলোকচিত্রী অনুপম হালদার-এর দু'দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে'-র প্রদর্শনী ঘুরে দেখে বিশিষ্ট ভাষাবিদ ও সাহিত্যিক ডঃ পবিত্র সরকার বেশ খুশী হয়েছেন। সেকথা জানাতে ভোলেননা তিনি।
কলকাতার 'অ্যাকাডেমি অব ফাইন আর্টস'-এর নর্থ, ওয়েস্ট, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে মঙ্গলবার ও বুধবার পর্যন্ত চলে এই আলোকচিত্র প্রদর্শনী।
Comments