অনুপম হালদারের আলোকচিত্রে জীবন্ত হয়ে উঠেছে গ্রামের দুর্গা
অনুপম হালদারের আলোকচিত্রে জীবন্ত হয়ে উঠেছে গ্রামের দুর্গা
সাজাহান সিরাজ :: বছরান্তে সুদূর হিমালয় থেকে মর্তে বাপের বাড়িতে আসেন উমা। সেজেছে শহর, গ্রাম। এই উৎসবের মাঝে শহর জুড়ে প্রতিবাদের আবহ। বিভিন্ন চিত্র শিল্পীর ভাবনায় ফুটে উঠছে প্রতিবাদের ভাষা। আলোকচিত্রী অনুপম হালদারের লেন্সে ফুটে উঠল একক চিত্র প্রদর্শনী।
একাডেমি অফ ফাইন আর্টসে মা শীর্ষক দু'দিন ব্যাপী এই আলোকচিত্র চিত্র প্রদর্শনীর সূচনা হল পঞ্চমীর দিন, মঙ্গলবার। এদিন অনুপম হালদারের ১২০ ছবির এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পাঞ্চালি মুন্সী, বিশিষ্ট অভিনেত্রী পাওলি দাম, বলিউড খ্যাত অভিনেত্রী মন্দাকিনী সহ বহু সম্মানিত ব্যক্তি।
একাডেমি অফ ফাইন আর্টসে মা শীর্ষক দু'দিন ব্যাপী এই আলোকচিত্র চিত্র প্রদর্শনীর সূচনা হল পঞ্চমীর দিন, মঙ্গলবার। এদিন অনুপম হালদারের ১২০ ছবির এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক পাঞ্চালি মুন্সী, বিশিষ্ট অভিনেত্রী পাওলি দাম, বলিউড খ্যাত অভিনেত্রী মন্দাকিনী সহ বহু সম্মানিত ব্যক্তি।
এদিন "মা" আলোকচিত্র প্রদর্শনীর সূচনার পর অনুপম হালদার বলেন, একজন গ্রামের মেয়ে কি করে দুর্গা হয়ে ওঠে তা আমার ক্যামেরায় ধরা দিয়েছে। যদিও ভারত সহ বিশ্বে বর্তমানে যে ধরণের ঘটনা ঘটছে সেই জায়গায় প্রতিবাদ হচ্ছে কিন্তু একটু সরে এসে আমার এই ধরণের প্রদর্শনীর ভাবনা। সমাজে যে শিক্ষায় বড়ো হয়েছি তাতে বন্ধন ছিল, ছিল ভালোবাসা। এখন তা আলগা হয়েছে। মা আসছে সেই বন্ধন এখন আর অটুট নেই। একজন গ্রামের মেয়ে কি করে দুর্গা হয়ে ওঠে তা প্রতিফলিত হয়েছে আমার লেন্সে। ভারতের বিভিন্ন জায়গায় দুর্গার প্রতি লোলুপ দৃষ্টিতে অসুর যখন তাকায় তখন দুর্গারা যেভাবে প্রতিবাদ করে তা আমি তুলে ধরার চেষ্টা করেছি।
তিনি জানান, এই প্রদর্শনীতে ১২০ টি ছবি রয়েছে। নারীরা আমাদের প্রতিবাদের স্বরূপ ফলে সেই ভাবনা থেকেই এবার এমন ভাবনার জন্ম।
বিশিষ্ট অভিনেত্রী মন্দাকিনী বলেন, অনুপম হালদারের আলোকচিত্র দেখে তিনি আপ্লুত। প্রতিটি ছবিতে প্রাণের ছোঁয়া রয়েছে।
Comments