Posts

Showing posts from December, 2023

ম্যাসাজ ফ্রম গড' প্রকাশিত হল নতুন ধর্মপুস্তক

Image
 'ম্যাসাজ ফ্রম গড' প্রকাশিত হল নতুন ধর্মপুস্তক বকুল দাশ :: প্রকাশিত হল বিজ্ঞান ও যুক্তি নির্ভর একটি নতুন দ্বিভাষিক ধর্ম পুস্তক। হিন্দীতে 'পরমাত্মা কা সন্দেশ' এবং ইংরেজী ভাষায় 'ম্যাসাজ ফ্রম গড'। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষাবিদ প্রদীপ মুখার্জি এই বইয়ের লেখক। তিনি বলেছেন, Allow Ease and Peace in Your life.  অধ্যাপিকা ঊর্মি রায়, ফাল্গুনী পাঠক, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও বিশিষ্ট সাংবাদিক সুবীর ভৌমিক-এর উপস্থিতিতে রবিবার, প্রেস ক্লাব কলকাতায় প্রকাশিত হল এই ধর্মপুস্তক মেসেজ ফর্ম গড। পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের বক্তব্যে এই পুস্তকের লেখক প্রদীপ মুখার্জি জানিয়েছেন, "এই পুস্তক পড়তে পড়তে পাঠককুল প্রথমে ক্রোধান্বিত হয়ে পড়বেন, পরে লেখককে গাল পাড়বেন ও লেখককে আর্থ সামাজিক ক্ষেত্রে কালিমালিপ্ত বা প্রহার করতে উদ্ধত হবেন এবং পরিশেষে কিছু ভাবুক পাঠক নতুন করে ধর্ম সম্পর্কে ভাবতে বাধ্য হবেন।" পুস্তকে লিখিত বক্তব্য অনুযায়ী, " এই পুস্তক মানুষকে নিরোগ হওয়ার পথ দেখাবে, সত্য সম্পর্কে আলোকপাত করবে, ধর্মরহস্য উদ্ঘাটনে সাহায্য ...

মির্চ মসলা রেস্টুরেন্টে খাদ্য উৎসব।

Image
 মির্চ মসলা রেস্টুরেন্টে খাদ্য উৎসব।  উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন  খাবারের আয়োজন।  *সাজাহান সিরাজ ::* বাঙালি মাত্রই খাদ্য রসিক। খাদ্য রসনাতেই তৃপ্তি পায়। তাই তাদের মধ্যে নিত্য নতুন খাদ্যের খোঁজ চলে। ভালো ভালো খাবারের খোঁজ পেলেই হলো। সময় নিয়ে সেখানে পৌঁছে যাওয়া এবং পাত পেড়ে খাওয়ার অভ্যাস প্রতিটি বাঙালির মধ্যে সহজাত। আর খাবারের জায়গাটা যদি হয় পছন্দের এবং খুব কাছাকাছি, তো আর কথাই নেই। কবির ভাষায়, 'খাই খাই করো কেন, এসো বসো আহারে।' সেই অতি উত্তমের সঙ্গে নতুন নতুন খাবারের আয়োজন করেছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের 'মির্চ মসলা' রেস্টুরেন্ট।  শীত মরশুমে উত্তরের হিমেল হাওয়ায় শীতকালীন খাদ্য উৎসবের আয়োজন করেছে এই *মির্চ মসলা রেস্টুরেন্ট* । গত পয়লা ডিসেম্বর এই নতুন খাদ্য উৎসবে সূচনা হলো। হাজির ছিলেন টেলিভিশন ও গ্ল্যামার জগতের  কয়েকজন নতুন অপরিচিত মুখ । ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা, পায়েল দত্ত, কস্তুরী হালদার, মডেল স্নেহা ঘোষাল প্রমুখ।  রেস্টুরেন্টের কর্ণধার জয় সিংহী, কো-অর্ডিনেটর ম্যানেজার জয়িতা দত্ত এবং ম্যানেজার এন্টনি আলফ্রেড দাস অতিথিদ...

FITEXPO INDIA 2023 কলকাতায় । সুস্থ মন, নিরোগ শরীর, সুস্বাস্থ্যই বাঁচার জিয়ন কাঠি।

Image
 FITEXPO INDIA 2023 কলকাতায় সাজাহান সিরাজ :: সুস্থ মন, নিরোগ শরীর, সুস্বাস্থ্যই বাঁচার জিয়ন কাঠি। সুস্থায়ী জীবন। সেই লক্ষ্যে এশিয়ার বৃহত্তম ক্রীড়া, ফিটনেস এবং সুস্থতা বাণিজ্য এক্সপোগুলির মধ্যে একটি - FITEXPO INDIA 2023 (ডিসেম্বর ১ থেকে ৩) কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে উপস্থিত‌ রাধেশ্যাম গোয়েঙ্কা চেয়ারম্যান, ইমামি, সুশীল পোদ্দার সভাপতি, সিডাব্লিউটিএ, হারমিত সিং লুথরা ফাউন্ডার ডিরেক্টর ফিট লাইন, গগন সচদব ফাউন্ডার ডিরেক্টর বডি লাইন এন্ড ফিট এক্সপো ইন্ডিয়া, পরাগ ভাটিয়া ডিরেক্টর বিল্ডিং নিউট্রিশন, রাহুল বসু ডিরেক্টার বডি সেন্সেশন প্রমুখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে ফিটেক্সপো ইন্ডিয়া ২০২৩ এর পতাকা উত্তোলন করা হয়। তাঁরাই মূলমঞ্চে প্রদীপ প্রজ্জোলন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত থেকে ফিটনেস, খেলাধুলা এবং সুস্থতা উৎসাহিরা।স্পোর্টেক্সপোর সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তিন দিনের মেগা এক্সপো, ৩ লক্ষ বর্গফুট অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন এলাকায় বিস্তৃত, ৫০০০ ফিটনেস, খেলাধুলা এবং সুস্থতা উৎসাহী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণ করেন । কলকা...

মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে কলকাতায় এগিয়ে এলো গ্ল্যামার ইনস্টিটিউট অফ ফ্যাশন*

Image
 *মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে কলকাতায় এগিয়ে এলো গ্ল্যামার ইনস্টিটিউট অফ ফ্যাশন*  শাজাহান সিরাজ ও ইন্দ্রজিৎ আইচ :::‌ ফ্যাশন শিক্ষার জগতে একটি উল্লেখযোগ্য মাইলফলক গ্ল্যামার ইনস্টিটিউট অফ ফ্যাশন। ২৯ ডিসেম্বর পার্কসার্কাসের সেভেন পয়েন্টের কাছে ৯ নম্বর সৈয়দ আমির আলী এভিনিউ এ এই ইনস্টিটিউট। এটি একটি অগ্রগামী প্রতিষ্ঠান যা শুধুমাত্র সৃজনশীল মন গঠনের জন্য নয়, কর্মসংস্থানের সুযোগ এবং ক্ষমতায়নকেও উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল, চলচ্চিত্র অভিনেত্রী সৌরসেনী মৈত্র এবং ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, প্রবীণ সেলিব্রেটি মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর ভাষনে জানান, “এই রাজ্যে ফ্যাশন প্রচারে গ্ল্যামার গত দশ বছর ধরে দুর্দান্ত কাজ করছে, অত্যাধুনিক সরঞ্জাম আনা থেকে শুরু করে, প্রয়োজনীয় দক্ষতার সাথে যুবকদের প্রশিক্ষণ দেওয়া। তুমি বলেন, বিশ্বজুড়ে ফ্যাশন বিস্ফোরিত হচ্ছে এবং দ্রুত পরিবর্তিত হচ্ছে। এটি গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীরা এই...

বাংলাদেশের বিজয় মাসে কলকাতা এবং শিলিগুড়ি ভিসা আবেদনকারীদের বিশেষ সুযোগ

Image
  বাংলাদেশের বিজয় মাসে কলকাতা এবং শিলিগুড়ি ভিসা আবেদনকারীদের বিশেষ সুযোগ   সাজাহান সিরাজ :: বাংলাদেশ বিজয় উৎসব মাস উদযাপনে, বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র কলকাতা এবং শিলিগুড়িতে ভিসা আবেদনকারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ এর ঘোষণা করতে পেরে আনন্দিত বাংলাদেশ কর্তৃপক্ষ। এই উদ্যোগটি সেই সমস্ত আবেদনকারীদের জন্য প্রসারিত যারা ০১ - ৩১ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে তাদের ভিসা পেয়েছিলেন৷ এই গৌরবময় উৎসব উপলক্ষে, ভিসা আবেদন কেন্দ্র যোগ্য আবেদনকারীদের জন্য বিনামূল্যে প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবার একটি পরিসর অফার করতে পেরে তাই খুবই উদ্দীপ্ত কলকাতা স্থিত বাংলাদেশ উপরাষ্ট্র দূত দপ্তরের কর্মীরা ৷ এই অফারটির লক্ষ্য হল সামগ্রিক ভাবে আবেদনের অভিজ্ঞতা উন্নত করা এবং আবেদনকারীদের জন্য কেন্দ্রে তাদের পরিদর্শনের সময় অতুলনীয় সুবিধা প্রদান করা। কমপ্লিমেন্টারি প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবার মূল সুবিধাগুলি হল : একটি সহজ এবং আরও আরামদায়ক আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবাগুলিতে একচেটিয়া বৈশিষ্ট্য রয়েছে। এই উদ্যোগটি বাংলাদেশ এবং ভিসা আবেদনকারীদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক তৈরিতে আবেদনকারী...