ম্যাসাজ ফ্রম গড' প্রকাশিত হল নতুন ধর্মপুস্তক

 'ম্যাসাজ ফ্রম গড' প্রকাশিত হল নতুন ধর্মপুস্তক


বকুল দাশ :: প্রকাশিত হল বিজ্ঞান ও যুক্তি নির্ভর একটি নতুন দ্বিভাষিক ধর্ম পুস্তক। হিন্দীতে 'পরমাত্মা কা সন্দেশ' এবং ইংরেজী ভাষায় 'ম্যাসাজ ফ্রম গড'। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষাবিদ প্রদীপ মুখার্জি এই বইয়ের লেখক। তিনি বলেছেন, Allow Ease and Peace in Your life. 


অধ্যাপিকা ঊর্মি রায়, ফাল্গুনী পাঠক, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও বিশিষ্ট সাংবাদিক সুবীর ভৌমিক-এর উপস্থিতিতে রবিবার, প্রেস ক্লাব কলকাতায় প্রকাশিত হল এই ধর্মপুস্তক মেসেজ ফর্ম গড।


পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের বক্তব্যে এই পুস্তকের লেখক প্রদীপ মুখার্জি জানিয়েছেন, "এই পুস্তক পড়তে পড়তে পাঠককুল প্রথমে ক্রোধান্বিত হয়ে পড়বেন, পরে লেখককে গাল পাড়বেন ও লেখককে আর্থ সামাজিক ক্ষেত্রে কালিমালিপ্ত বা প্রহার করতে উদ্ধত হবেন এবং পরিশেষে কিছু ভাবুক পাঠক নতুন করে ধর্ম সম্পর্কে ভাবতে বাধ্য হবেন।"


পুস্তকে লিখিত বক্তব্য অনুযায়ী, " এই পুস্তক মানুষকে নিরোগ হওয়ার পথ দেখাবে, সত্য সম্পর্কে আলোকপাত করবে, ধর্মরহস্য উদ্ঘাটনে সাহায্য করবে, সুগতি, শান্তি, মোক্ষ ও মুক্তির পথ প্রশস্ত করবে।"

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব