যুব ফেডারেশন এর ইফতার মজলিশ ঝোড়োর মোড়ে


আজ দক্ষিণ ২৪ পরগনার ঝড়র মোড়ে অল ইন্ডিয়া যুব ফেডারেশনের পক্ষ থেকে একটি ইফতার মজলিস ও দোয়ার আয়োজন করা হয় উক্ত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের কর্ণধার মাওলানা কামরুজ্জামান মহাশয়,

মাওলাবক্স সাহেব আলী আকবর,সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এই ইফতার মজলিসে বক্তৃতা দিতে গিয়ে মাওলানা কামরুজ্জামান বলেন উত্তরপ্রদেশে যেভাবে একজন প্রাক্তন এম এল এ কে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে গুলি করে খুন করা হয়েছে সেখানে জঙ্গল রাজ কায়েম হয়েছে অতএব সবাইকে শান্ত থাকতে বলেন

এবং একতাবদ্ধ হতে বলেন এবং একে অপরের বিরুদ্ধে হিংসা নয় শান্তির বার্তা দেন তিনি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ইফতার পরিবেশন করেন এবং দয়ার মাধ্যেমে শেষ করেন এ অনুষ্ঠান ।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু