Posts

Showing posts from April, 2023

রাহুলকে সামনে রেখে ইসমাইল ফিল্ম প্রোডাকশনের ছোটদের ছবি ‘কেয়ার অফ এ জার্নি

Image
*রাহুলকে সামনে রেখে ইসমাইল ফিল্ম প্রোডাকশনের ছোটদের ছবি ‘কেয়ার অফ এ জার্নি'*   *আলেফা বেগম :* চলচ্চিত্রে সাম্প্রতিককালে ছোটদের নিয়ে তেমন ভালো বাংলা ছবি তৈরি হয়নি। সেই ভাবনা থেকে ছোটদের ভালো ছবি তৈরি করতে উদ্যোগী হয়েছেন ইসমাইল মল্লিক । ইসমাইল ফিল্ম প্রোডাকশনের নবীন প্রযোজক ইসমাইল মল্লিক। ‘কেয়ার অফ এ জার্নি’-র বাংলা-হিন্দি দ্বিভাষিক কাহিনীচিত্রের কাজ শুরু হচ্ছে খুব শীঘ্র। মঙ্গলবার, ১৮এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এখবর জানিয়েছেন প্রযোজক । এদিনের বৈঠকে ছবির পরিচালক প্রতীক সরকার-সহ ছবির মুখ্য অভিনেতা রাহুল ব্যানার্জি, সুনীল ব্যানার্জি, অভিনেত্রী সুমনা দাস, শিশুশিল্পী রূপম মণ্ডলরা উপস্থিত ছিলেন। কাহিনী-প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, শহর থেকে বহু দূরে একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম ১১ মাইল। সেই গ্রামের ছেলে পাটু। মায়ের মৃত্যুর পর ঠাকুমা-ই পাটুকে লালন - পালন করে। পাটু তার বাবাকে কখনোই দেখেনি। লোকের মুখে শুনেছে তার বাবা কলকাতা শহরে থাকে। বাবা থাকতেও বাবা-হারা। এই বিষয়টা ভীষণ আক্ষেপ পাটুর কাছে। তাই সে গাঁয়ের লোকেদের কাছ থেকে নানা কৌশলে শহর কলকাতাকে জানার চেষ্টা করত।...

যুব ফেডারেশন এর ইফতার মজলিশ ঝোড়োর মোড়ে

Image
আজ দক্ষিণ ২৪ পরগনার ঝড়র মোড়ে অল ইন্ডিয়া যুব ফেডারেশনের পক্ষ থেকে একটি ইফতার মজলিস ও দোয়ার আয়োজন করা হয় উক্ত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের কর্ণধার মাওলানা কামরুজ্জামান মহাশয়, মাওলাবক্স সাহেব আলী আকবর,সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এই ইফতার মজলিসে বক্তৃতা দিতে গিয়ে মাওলানা কামরুজ্জামান বলেন উত্তরপ্রদেশে যেভাবে একজন প্রাক্তন এম এল এ কে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে গুলি করে খুন করা হয়েছে সেখানে জঙ্গল রাজ কায়েম হয়েছে অতএব সবাইকে শান্ত থাকতে বলেন এবং একতাবদ্ধ হতে বলেন এবং একে অপরের বিরুদ্ধে হিংসা নয় শান্তির বার্তা দেন তিনি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ইফতার পরিবেশন করেন এবং দয়ার মাধ্যেমে শেষ করেন এ অনুষ্ঠান ।

পেন মহোৎসবে মন সার্থক, ৮ লক্ষ টাকার ঝর্ণা কলম*

Image
 *পেন মহোৎসবে মন সার্থক, ৮ লক্ষ টাকার ঝর্ণা কলম*   *সাজাহান সিরাজ* :: কলকাতার হোচিমিন সরণির আইসিসিআর‌ - এ দ্বিতীয় পেন মহোৎসবে বিরল দর্শনে মন সার্থক হল । ৪৮টি হীরে বসানো প্রায় আট লক্ষ টাকা দামের পেন চাক্ষুষ করে সত্যি মন সার্থক হলো । জার্মান-এর বাভারিয়া কোম্পানীর ৭ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ টাকার ঝর্ণা কলমকে সামনে রেখে কলকাতার আইসিসিআর-এ শুক্রবার, ১৪ এপ্রিল শুরু হল 'দ্বিতীয় পেন মহোৎসব'। এদিন দুপুরে নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ বিভাগের দুই আধিকারিক অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী, এ জি বেঙ্গল-এর আধিকারিক তথা বিশিষ্ট লেখিকা যশোধরা রায় চৌধুরী, ডঃ স্বাতী গুহ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারক শুভ্রকমল মুখার্জি, পুলিসের মহাপরিদর্শক সব্যসাচী রমন মিশ্র সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষিত জনগণের স্বাভিমানকে উস্কে দিয়ে 'ঝর্ণা কলম'-এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে কলকাতায় শুরু হল 'দ্বিতীয় পেন মহোৎসব'। 'কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস'-এর পরিচালনায় ও 'পেন ক্লাব'-এর সহযো...

বিশ্ব মনোরোগ সমিতির প্রথম আঞ্চলিক কংগ্রেস কলকাতায়*

Image
 *বিশ্ব মনোরোগ সমিতির প্রথম আঞ্চলিক কংগ্রেস কলকাতায়*   *সাজাহান সিরাজ* :: বিশ্ব মনোরোগ সমিতি The World Psychiatric Association কলকাতায় প্রথম বার মনোরোগ সংক্রান্ত বিষয়ে এক আঞ্চলিক কংগ্রেসের আয়োজন করেছে । এই মেগা একাডেমিক ইভেন্টটি ৪ দিন ধরে ITC রয়্যাল বেঙ্গল, কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। এবারের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন বিশ্ব মনোরোগ সমিতির সভাপতি পাকিস্তানের বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ডাক্তার আফজাল জাভেদ, সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সভাপতি ডাক্তার গৌতম সাহা, ডাক্তার জি প্রসাদ রাও প্রমুখ । এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে অধ্যাপক আফজাল জাভেদ বলেন, বিভিন্ন মানসিক চাপ থেকে মানসিক রোগের উৎপত্তি । যদিও আমাদের সবার জানা, স্বাস্থ্যই সম্পদ । তাই সব রোগ নির্মূলে সুস্থতাই মানুষের চাবিকাঠি, ভালো থাকার মূলমন্ত্র । সমাজ থেকে মানসিক রোগ নির্মূলে ভালো চিকিৎসক, ভালো মনোবিজ্ঞানীর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, এমনকি সুস্থ সবল মানুষ এবং সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডাক্তার গৌতম সাহা জানান, মানসিক রোগ অন্য রোগের মতই একটা রোগ। সময় মত সঠিক চিকিৎসা না পেলে শরীরে অন্য রোগের প্...

প্রকাশিত হল বইবন্ধু'-র বৈশাখী সংখ্যা কিশোরবন্ধু

Image
 প্রকাশিত হল বইবন্ধু'-র বৈশাখী সংখ্যা কিশোরবন্ধু আলেফা বেগম : 'কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্টস'-এর পরিচালনায় এবং 'বইবন্ধু পাবলিকেশনস অ্যাণ্ড বুকসেলার্স প্রাইভেট লিমিটেড'-এর আয়োজনে শনিবার ৮ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ কলকাতার 'বিড়লা অ্যাকাডেমি অব আর্ট অ্যাণ্ড কালচার'-এর সভাগৃহে উন্মোচিত হল ১৩ জন পৃথক লেখক লেখিকার ১৩ টি মৌলিক গ্রন্থ সহ সমুদ্র বসু ও সুদীপ দেবের সম্পাদনায় 'বইবন্ধু'-র কিশোর বার্ষিকী সংখ্যা 'কিশোরবন্ধু'। ১৩ জন লেখক লেখিকার পৃথক গ্রন্থ প্রকাশ, বৈশাখী সংখ্যা রূপে 'কিশোরবন্ধু'-র আত্মপ্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে 'বইবন্ধু সাহিত্য সম্মান ২০২৩'-এর বিভিন্ন বিভাগে 'সেরা বই'-এর খেতাব পেল 'পত্রভারতী' থেকে প্রকাশিত ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়-এর 'আলোর মানুষ', 'সেরা পাঠক' হিসাবে সম্মানিত হলেন দিব্যেন্দু পাল, 'সেরা লেখক' হিসাবে সম্মানিত হলেন সমুদ্র বসু এবং 'সেরা প্রচ্ছদ শিল্পী' রূপে সম্মানিত হয়েছেন সৌরভ মিত্র।  'বইবন্ধু'-র তরফ থেকে ...

ট্রাক অপারেটরস এসোসিয়েশনের ৭তম রাজ্য সম্মেলন

Image
 ট্রাক অপারেটরস এসোসিয়েশনের ৭তম রাজ্য সম্মেলন বনি সিংহ : ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের সদস্যদের পক্ষ থেকে বুধবার ৫ই এপ্রিল ৭তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতা মহাজাতি সদনে। অনুষ্ঠান উদ্বোধন করেন অমৃতলাল মদন, সভাপতি, সর্বভারতীয় মটর পরিবহন কংগ্রেস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বিভিন্ন ভাতৃ-প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সহ ২৩টা জেলা সংগঠনের নেতৃবৃন্দ। এদিন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ এবং সভাপতি সুভাষ চন্দ্র বোস তাদের বেশ কিছু দাবির কথা তুলে ধরলেন যেমন, অবিলম্বে পেট্রোল ডিজেল, জিএসটি এর আওতায় আনতে হবে, প্রতিবছর থার্ড পার্টি ইন্সুরেন্স ফ্রি বৃদ্ধি করা চলবে না, প্রতিবছর টোল ট্যাক্সি বৃদ্ধি করা চলবে না, বালি পাথরসহ সমস্ত জায়গায় লোডিং পয়েন্টস থেকে অবিলম্বে ওভারলোড দেয়া বন্ধ করতে হবে, অবিলম্বে পণ্যবাহী ট্রাকের ভাড়া, ডিটেশন বাজার মূল্য অনুসারে বাড়াতে হবে, লোডিং হওয়ার পর হয়রানি এবং নানা রকম অজুহাত...

দুয়ারের সরকার সাংবাদিকদের মুখোমুখি জেলাশাসক

Image
 দুয়ারের সরকার  সাংবাদিকদের মুখোমুখি জেলাশাসক  সাজাহান সিরাজ :  ষষ্ঠ দফা দুয়ারে সরকার শিবিরের তৃতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা । তিনি জানান, এই তিন দিনে জেলায় সরকারের ৩৩ টি প্রকল্পে ১ লক্ষ ৯০ হাজার  মানুষ আবেদন করেছেন । যার মধ্যে সুন্দরবনের  ১৩ টি ব্লকের ৭০ হাজার মানুষ রয়েছেন । পয়লা এপ্রিল  নামখানা ব্লকের প্রত্যন্ত অঞ্চল মৌসুমী দ্বীপে দুয়ারে সরকার শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক । ৩ এপ্রিল আলিপুরে জেলাশাসক সুমিত গুপ্তা  জানান, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সাগর ব্লকে । সেখানে জেলার মোট আবেদনের প্রায় পঞ্চাশ শতাংশ আবেদন জমা পড়েছে । জেলায় লক্ষীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত ৬৬৬৬ জন আবেদন করেছেন । তার মধ্যে ৩৬৮ জনের কাজ শেষ হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন । তিনি জানান, জেলায় এখনও পর্যন্ত ৩৫৭৩ টি শিবিরে ১৮৩০৬ টি প্রকল্পের আবেদনের কাজ শেষ করা হয়েছে এবং সেগুলির কার্ড ও শংসাপত্র উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন একটি শিবিরে উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন জেলাশাসক ব...

নতুন ইনফিনিক্স হট 30i

Image
 নতুন ইনফিনিক্স হট 30i বনি সিংহ : ইনফিনিক্স এর হট সিরিজের নতুন ফিচার প্যাকড সংযোজন হট 30i গ্রাহকদের সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যাবে। ইনফিনিক্সের এই গেম চেঞ্জিং ডিভাইসটি মাল্টি ট্রাস্কিং দ্বিগুণ মেমোরি এবং একটি দারুন লুকের জন্য সকলেরই পছন্দ হবে। হট 30i তার 16GB এক্সপ্যানন্ডেবল RAM,128GB স্টোরেজ, প্রিমিয়াম ডায়মন্ড প্যাটান ডিজাইন, 50MP ডুয়ালAl ক্যামেরা ও উন্নত সেফটির জন্য smartphones ka Baap হতে চলেছে, ডিভাইটি 4টি কালারে পাওয়া যাবে, যার মধ্যে গ্লেসিয়ার ব্লু, মিরর ব্ল্যাক এবং ডায়মন্ড হোয়াইট একটি প্রিমিয়াম গ্লাস এর মত ফিনিশে এবং মেরিগোল্ড একটি চামড়ার মত ডিজাইনে পাওয়া যাবে। ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুর বলেন ইনফিনিক্সে আমরা প্রতিটি নতুন স্মার্টফোনের সাথে অর্থপূর্ণ উদ্ভাবনের মাধ্যমে আমাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো উন্নত করার দিকে মনোনিবেশ করবে। আমাদের হট সিরিজে আমরা প্রচুর অতিরিক্ত ফিচার সহ ফুলি লোডেড সাশ্রয়ী মূল্যের ডিভাইসের একটি শৃঙ্খলা তৈরি করেছি, হট 30iএর সাথে আমরা এই উদ্ভাবনের মাত্রাকে আরো উঁচুতে নিয়ে যাচ্ছি।