রাহুলকে সামনে রেখে ইসমাইল ফিল্ম প্রোডাকশনের ছোটদের ছবি ‘কেয়ার অফ এ জার্নি
*রাহুলকে সামনে রেখে ইসমাইল ফিল্ম প্রোডাকশনের ছোটদের ছবি ‘কেয়ার অফ এ জার্নি'* *আলেফা বেগম :* চলচ্চিত্রে সাম্প্রতিককালে ছোটদের নিয়ে তেমন ভালো বাংলা ছবি তৈরি হয়নি। সেই ভাবনা থেকে ছোটদের ভালো ছবি তৈরি করতে উদ্যোগী হয়েছেন ইসমাইল মল্লিক । ইসমাইল ফিল্ম প্রোডাকশনের নবীন প্রযোজক ইসমাইল মল্লিক। ‘কেয়ার অফ এ জার্নি’-র বাংলা-হিন্দি দ্বিভাষিক কাহিনীচিত্রের কাজ শুরু হচ্ছে খুব শীঘ্র। মঙ্গলবার, ১৮এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এখবর জানিয়েছেন প্রযোজক । এদিনের বৈঠকে ছবির পরিচালক প্রতীক সরকার-সহ ছবির মুখ্য অভিনেতা রাহুল ব্যানার্জি, সুনীল ব্যানার্জি, অভিনেত্রী সুমনা দাস, শিশুশিল্পী রূপম মণ্ডলরা উপস্থিত ছিলেন। কাহিনী-প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, শহর থেকে বহু দূরে একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম ১১ মাইল। সেই গ্রামের ছেলে পাটু। মায়ের মৃত্যুর পর ঠাকুমা-ই পাটুকে লালন - পালন করে। পাটু তার বাবাকে কখনোই দেখেনি। লোকের মুখে শুনেছে তার বাবা কলকাতা শহরে থাকে। বাবা থাকতেও বাবা-হারা। এই বিষয়টা ভীষণ আক্ষেপ পাটুর কাছে। তাই সে গাঁয়ের লোকেদের কাছ থেকে নানা কৌশলে শহর কলকাতাকে জানার চেষ্টা করত।...