ট্রাক অপারেটরস এসোসিয়েশনের ৭তম রাজ্য সম্মেলন

 ট্রাক অপারেটরস এসোসিয়েশনের ৭তম রাজ্য সম্মেলন


বনি সিংহ : ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের সদস্যদের পক্ষ থেকে বুধবার ৫ই এপ্রিল ৭তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতা মহাজাতি সদনে। অনুষ্ঠান উদ্বোধন করেন অমৃতলাল মদন, সভাপতি, সর্বভারতীয় মটর পরিবহন কংগ্রেস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বিভিন্ন ভাতৃ-প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সহ ২৩টা জেলা সংগঠনের নেতৃবৃন্দ।


এদিন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ এবং সভাপতি সুভাষ চন্দ্র বোস তাদের বেশ কিছু দাবির কথা তুলে ধরলেন যেমন, অবিলম্বে পেট্রোল ডিজেল, জিএসটি এর আওতায় আনতে হবে, প্রতিবছর থার্ড পার্টি ইন্সুরেন্স ফ্রি বৃদ্ধি করা চলবে না, প্রতিবছর টোল ট্যাক্সি বৃদ্ধি করা চলবে না, বালি পাথরসহ সমস্ত জায়গায় লোডিং পয়েন্টস থেকে অবিলম্বে ওভারলোড দেয়া বন্ধ করতে হবে, অবিলম্বে পণ্যবাহী ট্রাকের ভাড়া, ডিটেশন বাজার মূল্য অনুসারে বাড়াতে হবে, লোডিং হওয়ার পর হয়রানি এবং নানা রকম অজুহাতে টাকা কেটে নেয়া চলবে না, জাতীয় রাজ্য সড়কগুলোতে ট্রাকের থেকে চুরি ছিনতাই এবং ট্রাক চুরি বন্ধে পুলিশ প্রশাসনিককে নজর দিতে হবে।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু