Posts

মুক্তি পেল Online হবে

Image
মুক্তি পেল Online হবে আলেফা বেগম : শুক্রবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল শিল্পী ক্রিয়েশন্স নিবেদিত, নৃপেন বিশ্বাস প্রযোজিত এবং শিল্পী চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা কাহিনীচিত্র 'Online হবে' ? কাহিনীচিত্রের মুক্তির আগে বৃহস্পতিবার এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল 'Online হবে'-র পোস্টার ও ট্রেলার।  এই পোস্টার ও ট্রেলার মুক্তি উপলক্ষ্যে আইসিসিআর-এ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কাহিনীচিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিশু অভিনেতা যশ চ্যাটার্জি, প্রযোজক নৃপেন বিশ্বাস, সংগীত পরিচালক তথাগত সেনগুপ্ত ও স্বাক্ষর বসু সহ একাধিক কুশীলব। পোস্টার উন্মোচনের ও ট্রেলার মুক্তির পর এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালিকা শিল্পী চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, '৯৪ মিনিটের এই কাহিনীচিত্রটি বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে।' বর্তমান সময়ে সব কিছুই যখন পাওয়া যাচ্ছে অনলাইনে, তখন এই ছবির শিশু শিল্পী যশ চ্যাটার্জির প্রশ্ন, 'অনলাইনে কি ভালবাসার মানু

বঙ্গ পুরুষ সম্মানে সম্মানিত আলোকচিত্রী অনুপম হালদার

Image
বঙ্গ পুরুষ সম্মানে সম্মানিত আলোকচিত্রী অনুপম হালদার  বকুল দাশ : রবিবার, ২৮ এপ্রিল কলকাতা আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক‌ আনন্দঘন অনুষ্ঠানে 'বঙ্গ পুরুষ সম্মান'-এ সম্মানিত হলেন বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার।   'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট'- এর তরফে আয়োজিত এই অনুষ্ঠান‌ সন্ধ্যায় আরও ১৯ জনের সাথে পুরস্কৃত করা হয় অনুপম হালদারকে। অন্য পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার, বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, চলচ্চিত্র জগতের বিশিষ্ট খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। মঞ্চে পুরস্কৃত হওয়ার পর স্বামীর স্বীকৃতিতে উচ্ছ্বসিত জায়া তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সী সংবাদিকদের জানান, "অনুপমকে আরও অনেক অনেক পথ এগোতে হবে।" উল্লেখ্য, সখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি পেশাগত জীবনে অনুপম হালদার নিজেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম কমিশনার। 'বঙ্গ পুরুষ সম্মান' গ্রহণ করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনু

নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধন করবে কেএসবি এসথেটিকস্*

Image
*নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধন করবে কেএসবি এসথেটিকস্*   *সাজাহান সিরাজ* :: বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার কল্যাণ সেন বরাট -এর উদ্যোগে কলকাতা বাইপাস সংলগ্ন তাঁর নিজস্ব স্টুডিওতে *KSB Aesthetics* Music Label - এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কল্যাণ সেন বরাট জানিয়েছেন, উঠতি নবীন প্রতিভার শিল্পীদের বিকাশের একটি সোপান হবে এই কেএসবি এসথেটিকস্ । বাংলা ১৪৩০ সালের চৈত্রের শেষ তপ্ত দুপুরে এই নতুন উদ্যোগের সূচনা পর্বে শ্রোতাদের তিনটি গান উপহার দিয়েছেন, প্রতিষ্ঠিত সুরকার ও সঙ্গীত শিল্পী স্বয়ং কল্যাণ সেন বরাট, তাঁর সুযোগ্য পুত্র কৌস্তুভ সেন বরাট এবং দ্বৈত কন্ঠে সুরঞ্জনা চৌধুরী ও তাঁর কন্যা সঙ্গীতা চৌধুরী। প্রথম গান সুরঞ্জনা চৌধুরী ও সঙ্গীতা চৌধুরীর 'মা ও মেয়ে' গীতিকার তরুণ সিনহা, সুরকার কল্যাণ সেন বরাট। দ্বিতীয় গান, কৌস্তুভ সেন বরাট নিজের কথায় ও সুরে গেছেন 'বন্ধু' গানটি। এবং তৃতীয় গানটি সঞ্জয় চক্রবর্তীর কথায় 'প্রতিদিন থেকে আসা' শিল্পী ও সুরকার স্বয়ং কল্যাণ সেন বরাট। বাংলা নতুন বছর ১৪৩১ -এর প্রাক্কালে এই তিনটি গান শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশা

উত্তর কলকাতার হাতিবাগানে "ভূতের রাজা দিল বর" নতুন বাঙালি রেস্তোরাঁ

Image
উত্তর কলকাতার হাতিবাগানে "ভূতের রাজা দিল বর" নতুন বাঙালি রেস্তোরাঁ সাজাহান সিরাজ :: নতুন বাংলা বছরের শুরুতে খাদ্য রসিক বাঙালির সামনে উপস্থিত "ভূতের রাজা দিল বর" নতুন বাঙালি রেস্তোরাঁ। উত্তর কলকাতার হাতিবাগানের স্টার থিয়েটারের ঠিক পাশে, ৬ নম্বর নটী বিনোদিনী সরণিতে ঐতিহ্যের গলাগলীর সহাবস্থান। এই "ভূতের রাজা দিল বর" নতুন রেস্তোরাঁর পথ চলা শুরু হলো রবিবার, ৭ এপ্রিল। এটি তাদের একাদশতম শাখা। সংস্থার অধিকর্তা রাজীব পাল জানান, উত্তর কলকাতার খাদ্য রসিক বাঙালির কাছাকাছি পৌঁছে যাওয়াই অনেক দিনের লক্ষ্য ছিল। আজ সেই লক্ষ্য পূরণের সূচনা হলো। ভূতের রাজা, শুন্ডির রাজা এবং হীরক রাজা - এই তিন রাজারই উজ্জ্বল উপস্থিতি তিন তলা বিশিষ্ট এই রেস্টুরেন্ট - রেস্তোরাঁর স্বতন্ত্র্য। বাঙালির নিজস্ব রান্নাঘরের সুক্তো থেকে মোচার ঘন্ট, মাছের চপ, ভেটকি পাতুরি, চিংড়ি মালাই, কষা মাংস, মুরগির মনোহরা, পোলাও, বিরিয়ানি, পাঁপড়, হরেক রকম চাটনি, মিষ্টি দই, রসগোল্লা সবই থাকবে। শুরু হবে আমপানা সরবত দিয়ে। আম বাঙালি সস্তায় কবজি ডুবিয়ে খাওয়ার সুযোগ পাবেন উত্তর কলকাতার এই

মিস ও মিসেস ইন্ডিয়া সৌন্দর্য্য প্রতিযোগিতা

Image
মিস ও মিসেস ইন্ডিয়া সৌন্দর্য্য প্রতিযোগিতা সাজাহান সিরাজ :: বাংলা বছরের শেষ পড়ন্ত বিকেলে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রীকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলকাতা প্রাণ চঞ্চল হয়ে উঠল।  কলকাতার যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাঃ লিঃ-এর পৃষ্ঠপোষকতায় এবং 'ইণ্ডিয়া রয়েল'-এর উদ্যোগে বাংলা ১৪৩০ সালের চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ নতুন ১৪৩১ বাংলা বছরের পয়লা বৈশাখের আগের দিনে  অনুষ্ঠিত হলো  নবম 'মিস ও মিসেস ইণ্ডিয়া ২০২৪' সৌন্দর্য্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের একশোর অধিক প্রতিযোগিনী অংশ নেন।