নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধন করবে কেএসবি এসথেটিকস্*

*নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধন করবে কেএসবি এসথেটিকস্* 
 *সাজাহান সিরাজ* :: বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার কল্যাণ সেন বরাট -এর উদ্যোগে কলকাতা বাইপাস সংলগ্ন তাঁর নিজস্ব স্টুডিওতে *KSB Aesthetics* Music Label - এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। কল্যাণ সেন বরাট জানিয়েছেন, উঠতি নবীন প্রতিভার শিল্পীদের বিকাশের একটি সোপান হবে এই কেএসবি এসথেটিকস্ । বাংলা ১৪৩০ সালের চৈত্রের শেষ তপ্ত দুপুরে এই নতুন উদ্যোগের সূচনা পর্বে শ্রোতাদের তিনটি গান উপহার দিয়েছেন, প্রতিষ্ঠিত সুরকার ও সঙ্গীত শিল্পী স্বয়ং কল্যাণ সেন বরাট, তাঁর সুযোগ্য পুত্র কৌস্তুভ সেন বরাট এবং দ্বৈত কন্ঠে সুরঞ্জনা চৌধুরী ও তাঁর কন্যা সঙ্গীতা চৌধুরী। প্রথম গান সুরঞ্জনা চৌধুরী ও সঙ্গীতা চৌধুরীর 'মা ও মেয়ে' গীতিকার তরুণ সিনহা, সুরকার কল্যাণ সেন বরাট। দ্বিতীয় গান, কৌস্তুভ সেন বরাট নিজের কথায় ও সুরে গেছেন 'বন্ধু' গানটি। এবং তৃতীয় গানটি সঞ্জয় চক্রবর্তীর কথায় 'প্রতিদিন থেকে আসা' শিল্পী ও সুরকার স্বয়ং কল্যাণ সেন বরাট।বাংলা নতুন বছর ১৪৩১ -এর প্রাক্কালে এই তিনটি গান শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশাবাদী কল্যাণবাবু। তিনি জানান, গান তিনটি ইউটিউব -এর পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম -এর মাধ্যমে বেশি সংখ্যক শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
 এটি নিছক একটি ব্যবসায়ী উদ্যোগ নয়, ভাল শিল্পীর পাশাপাশি উন্নতমানের শ্রোতা দর্শক তৈরি করার বিভিন্ন সৃজনশীল উদ্যোগও থাকবে এই প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন, কৌস্তব সেন বরাট। তিনি জানান, আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে বিশিষ্ট জনদের নিয়ে লাইফ প্রোগ্রাম করা হবে যাতে আরো বেশি দর্শক শ্রোতা উপকৃত হবেন। এবং এরফলে বাংলার সুস্থ-সংস্কৃতির জয়যাত্রা প্রশস্ত হবে বলে তাঁর বিশ্বাস।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু