বঙ্গ পুরুষ সম্মানে সম্মানিত আলোকচিত্রী অনুপম হালদার

বঙ্গ পুরুষ সম্মানে সম্মানিত আলোকচিত্রী অনুপম হালদার 
বকুল দাশ : রবিবার, ২৮ এপ্রিল কলকাতা আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক‌ আনন্দঘন অনুষ্ঠানে 'বঙ্গ পুরুষ সম্মান'-এ সম্মানিত হলেন বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার।  
'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট'- এর তরফে আয়োজিত এই অনুষ্ঠান‌ সন্ধ্যায় আরও ১৯ জনের সাথে পুরস্কৃত করা হয় অনুপম হালদারকে। অন্য পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার, বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, চলচ্চিত্র জগতের বিশিষ্ট খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ।
মঞ্চে পুরস্কৃত হওয়ার পর স্বামীর স্বীকৃতিতে উচ্ছ্বসিত জায়া তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সী সংবাদিকদের জানান, "অনুপমকে আরও অনেক অনেক পথ এগোতে হবে।"
উল্লেখ্য, সখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি পেশাগত জীবনে অনুপম হালদার নিজেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম কমিশনার।
'বঙ্গ পুরুষ সম্মান' গ্রহণ করার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অনুপম হালদার জানান, "এত গুণী মানুষের সাথে আমাকেও একই মঞ্চে আমন্ত্রণ জানিয়ে উদ্যোক্তারা যে সম্মান প্রদান করলেন তাতে আমি সত্যি আপ্লুত, গর্বিত।"

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব