মিস ও মিসেস ইন্ডিয়া সৌন্দর্য্য প্রতিযোগিতা
মিস ও মিসেস ইন্ডিয়া সৌন্দর্য্য প্রতিযোগিতা
সাজাহান সিরাজ :: বাংলা বছরের শেষ পড়ন্ত বিকেলে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রীকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলকাতা প্রাণ চঞ্চল হয়ে উঠল।
কলকাতার যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাঃ লিঃ-এর পৃষ্ঠপোষকতায় এবং 'ইণ্ডিয়া রয়েল'-এর উদ্যোগে বাংলা ১৪৩০ সালের চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ নতুন ১৪৩১ বাংলা বছরের পয়লা বৈশাখের আগের দিনে অনুষ্ঠিত হলো নবম 'মিস ও মিসেস ইণ্ডিয়া ২০২৪' সৌন্দর্য্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের একশোর অধিক প্রতিযোগিনী অংশ নেন।
আয়োজক সংস্থার পক্ষে সাংবাদিকদের জানানো হয়েছে যে, "এই সৌন্দর্য্য প্রতিযোগিতায় মিস ও মিসেস বিভাগের বাইরে বয়োজ্যেষ্ঠা মহিলারাও এই প্রতিযোগিতার 'ক্লাসিক' বিভাগে যোগদান করেন।
প্রতিযোগিতার শেষে মিস ও মিসেস বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগিনীদের সম্মানিত করা হয়।"
Comments