Posts

Showing posts from September, 2024

'বেস্ট ফ্রেন্ডস' বাংলা ছায়াছবির গান প্রকাশ

Image
'বেস্ট ফ্রেন্ডস' বাংলা ছায়াছবির গান প্রকাশ  বকুল দাশ  :: ওয়াইড অ্যাঙ্গেল মিডিয়া নিবেদিত, অনির্বাণ নন্দী প্রযোজিত ও রাজন্য রিফাত পরিচালিত 'বেস্ট ফ্রেন্ডস' বাংলা চলচ্চিত্রের গান প্রকাশ হলো। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর  কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি মিউজিকের কর্ণধার রমেশ ভান্ডারী, বেস্ট ফ্রেন্ডস- এর প্রযোজক অনির্বাণ নন্দী, সঙ্গীত পরিচালক অশোক দাস, অভিনেত্রী কেকা ব্যানার্জী, প্রযোজক কুণাল সাহা, সমাজকর্মী ঝন্টু দে প্রমুখ।  'বেস্ট ফ্রেন্ডস' একটি পূর্ণ দৈর্ঘ্যের রোমান্টিক চলচ্চিত্র। এই ছবিতে চারটি গান থাকছে। শ্রীবরুণের কথায় ও অশোক দাসের সঙ্গীত পরিচালনায় গানগুলো গেয়েছেন শান, কুণাল গাঞ্জাওয়ালা, অন্বেষা দত্ত গুপ্ত ও শুভজিৎ। ছবিতে অভিনয় করেছেন মৌবনী সরকার, প্রতীক সেন, সৌরভ চ্যাটার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, বেদশ্রী পতিতুন্ডু প্রমুখ।  আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে বেস্ট ফ্রেন্ডস। তবে এই ছবির গান দু' এক দিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে এফ এম ডি মিউজিকে বলে জানান প্রযোজক।

এন এক্স টি মোবিলিটি বাজারে আনলো তিনটি ইলেকট্রিক স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার

Image
এন এক্স টি মোবিলিটি বাজারে আনলো তিনটি ইলেকট্রিক স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার কৃষ্ণ মহম্মদ :: বিশ্বকর্মা পুজোর ঠিক আগে কোলকাতার বাজারে ইলেকট্রিক মোটর ভেহিকল্স পর্যায়ের তিনটি নতুন স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার-এর লোকার্পণ করল 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'। সোমবার, ১৬ সেপ্টেম্বর দক্ষিণ কোলকাতার এক হোটেলে স্বনামধন্য আলোকচিত্রী অনুপম হালদার সহ নতুন প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্রের কর্ণধার বালেশ ত্রিপাঠী ও এস কে সিনহা-কে সাথে নিয়ে কোলকাতা বাসীদের উদ্দেশ্যে দ্বিচক্রযানগুলো উৎসর্গ করেন 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'-এর নির্দেশক অমরেন্দ্রকুমার ভর্মা। 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'-এর তরফে এস কে সিনহা জানিয়েছেন, "প্রত্যেকটি মডেলেই ৪ থেকে ৬ টি ভ্যারিয়েন্ট যেমন দেখা যাবে, তেমনি পাওয়া যাবে অন্ততঃ ৪ টি পৃথক পৃথক রঙে। মডেলগুলোর দাম শুরু হবে ৫০ হাজার টাকা থেকে।" মঙ্গলবার থেকে কোলকাতার গড়িয়ায় বালেশ ত্রিপাঠীর মালিকানাধীনে চালু হচ্ছে সংস্থার নতুন প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্...

পূর্বাঞ্চল প্রভাতী সংঘের ৫৯ তম দুর্গাপূজার ভাবনা– "বিষাদ পুজোর গল্প"

Image
পূর্বাঞ্চল প্রভাতী সংঘের ৫৯ তম দুর্গাপূজার ভাবনা– "বিষাদ পুজোর গল্প" বকুল দাশ :: কলকাতার জি. কে. রোড পূর্বাঞ্চল প্রভাতী সংঘ এবছর তারা ৫৯ তম বার্ষিকী দুর্গাপূজার আয়োজন করছে।  এ বছর এই সঙ্ঘের ভাবনা "বিষাদ পুজোর গল্প"। আগামী ৩ অক্টোবর, বৃহস্পতিবার দুর্গা পূজার অনুষ্ঠানিক উদ্বোধন করবে প্রভাতী সংঘ। বাঙালির বার মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসব। আর ঢাকের বাদ্দি কানে এলে চোখ বুজেই বলে দেওয়া যায় মা আসছেন ঘরে ঘরে। দুর্গাপুজো আসন্ন। দুর্গাপূজা এলেই আমরা আনন্দে মেতে উঠি। চারিদিকে বাহারি রোশনাই আলো। চোখ ধাঁধিয়ে যায়। নতুন পোশাকে সেজে ওঠে কচি কাঁচা আবাল বৃদ্ধ বণিতারা। কিন্তু ঢাক 🥁 আর ঢাকি ছাড়া এই আনন্দ অনুষ্ঠান অনেকটাই ম্রিয়মাণ হয়ে যায়। এই ঢাকিরা নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে, সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদের এই আনন্দ যজ্ঞে আনন্দ দিতে সুদুর গ্রাম গঞ্জ থেকে বিভিন্ন পুজো প্যান্ডেলে এসে হাজির হন তাঁরা। তাঁদের কথা আমরা ক'জন মনে রাখি ? পূর্বাঞ্চল প্রভাতী সংঘ একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠনের নবীন প্রবীণ সদস্যরা ...

সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশ গণেশ পুজো

Image
সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশ গণেশ পুজো শ্রীমন্ত সওদাগর :: সিদ্ধিদাতা গণেশ আজ আর শুধুমাত্র ব্যবসায়ীদের আরাধ্য নন। গৃহস্থের ঘরে, এমনকি ক্লাব সংগঠনে ঘটা করে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ । মাত্র কয়েক বছর আগে ভারতবর্ষের উত্তর অংশের মানুষ গণেশ আরাধনায় মেতে উঠতেন। এখন সারা দেশ জুড়ে চলছে গণেশ নিয়ে উন্মাদনা। সিদ্ধিদাতা গণেশকে নিয়ে আবাল বৃদ্ধ বণিতার আবেগ-উন্মাদনা- আনন্দ-উচ্ছ্বাস।   এই আনন্দঘন মুহূর্তে শামিল হতে ধুমধাম সহকারে উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশ গণেশ পুজো। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার বলেন, "সমাজের সব শ্রেণীর মানুষের ভিতরের অশুভ শক্তির বিনাশ জরুরী। সেই জায়গায় শুভ শক্তি এসে যদি সমাজের ভাঙন পূরণ করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটা সুশীল সমাজ আমরা রেখে যেতে পারবো।" সিদ্ধি বিনায়ক স্পোটিং ক্লাবের কর্মকর্তা প্রিয়াঙ্ক পান্ডে বলেন, "সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষে...

পশ্চিমবঙ্গে ৭টি নতুন শাখা চালু করছে আকাশ ইনস্টিটিউট

Image
পশ্চিমবঙ্গে ৭টি নতুন শাখা চালু করছে আকাশ ইনস্টিটিউট  সাজাহান সিরাজ : ছাত্র ছাত্রীদের বাড়তি চাহিদা পূরণে এগিয়ে এলো আকাশ। উত্তর কলকাতা ডানলপ ও দক্ষিণ কলকাতার বেহালায় নতুন শিক্ষাকেন্দ্রের পাশাপাশি রাজ্যের আসানসোল, বর্ধমান, বহরমপুর, মালদা এবং কোচবিহারে পাঁচটি অতিরিক্ত শিক্ষাকেন্দ্র চালু করবে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড। আকাশের ৩৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতায়, ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ৭টি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধনের ঘোষণা করেন এ.ই.এস.এল-এর এমডি ও সিইও, দীপক মেহরোত্রা। তিনি বলেন, আকাশের নতুন ভাবনা, এখন থেকেই ছাত্রছাত্রীদের দূরে আকাশের কোন সেন্টারে যেতে হবে না। আকাশ পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের বাড়ির দোরগোড়ায়। চাইলে বাড়িতে বসেই অনলাইনে আকাশ -এর ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা। তিনি জানান, নিট ও জেইই-এর জন্য পরীক্ষার প্রস্তুতি পরিষেবায় জাতীয় স্তরে বিশেষ পরিচিতি লাভ করেছে আকাশ ইনস্টিটিউট।  দীপক মেহরোত্রা বলেন, 'এই সম্প্রসারণের মাধ্যমে আকাশ তাদের উপস্থিতি বাড়িয়ে আরও বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে চায়। এতে আরও অনেক ছাত্র ছা...