'বেস্ট ফ্রেন্ডস' বাংলা ছায়াছবির গান প্রকাশ
'বেস্ট ফ্রেন্ডস' বাংলা ছায়াছবির গান প্রকাশ বকুল দাশ :: ওয়াইড অ্যাঙ্গেল মিডিয়া নিবেদিত, অনির্বাণ নন্দী প্রযোজিত ও রাজন্য রিফাত পরিচালিত 'বেস্ট ফ্রেন্ডস' বাংলা চলচ্চিত্রের গান প্রকাশ হলো। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি মিউজিকের কর্ণধার রমেশ ভান্ডারী, বেস্ট ফ্রেন্ডস- এর প্রযোজক অনির্বাণ নন্দী, সঙ্গীত পরিচালক অশোক দাস, অভিনেত্রী কেকা ব্যানার্জী, প্রযোজক কুণাল সাহা, সমাজকর্মী ঝন্টু দে প্রমুখ। 'বেস্ট ফ্রেন্ডস' একটি পূর্ণ দৈর্ঘ্যের রোমান্টিক চলচ্চিত্র। এই ছবিতে চারটি গান থাকছে। শ্রীবরুণের কথায় ও অশোক দাসের সঙ্গীত পরিচালনায় গানগুলো গেয়েছেন শান, কুণাল গাঞ্জাওয়ালা, অন্বেষা দত্ত গুপ্ত ও শুভজিৎ। ছবিতে অভিনয় করেছেন মৌবনী সরকার, প্রতীক সেন, সৌরভ চ্যাটার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, বেদশ্রী পতিতুন্ডু প্রমুখ। আগামী নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে বেস্ট ফ্রেন্ডস। তবে এই ছবির গান দু' এক দিনের মধ্যেই দেখতে পাওয়া যাবে এফ এম ডি মিউজিকে বলে জানান প্রযোজক।