এন এক্স টি মোবিলিটি বাজারে আনলো তিনটি ইলেকট্রিক স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার

এন এক্স টি মোবিলিটি বাজারে আনলো তিনটি ইলেকট্রিক স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার
কৃষ্ণ মহম্মদ :: বিশ্বকর্মা পুজোর ঠিক আগে কোলকাতার বাজারে ইলেকট্রিক মোটর ভেহিকল্স পর্যায়ের তিনটি নতুন স্কুটার গ্রেস, প্রিন্স ও উইনার-এর লোকার্পণ করল 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'।
সোমবার, ১৬ সেপ্টেম্বর দক্ষিণ কোলকাতার এক হোটেলে স্বনামধন্য আলোকচিত্রী অনুপম হালদার সহ নতুন প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্রের কর্ণধার বালেশ ত্রিপাঠী ও এস কে সিনহা-কে সাথে নিয়ে কোলকাতা বাসীদের উদ্দেশ্যে দ্বিচক্রযানগুলো উৎসর্গ করেন 'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'-এর নির্দেশক অমরেন্দ্রকুমার ভর্মা।
'এন এক্স টি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড'-এর তরফে এস কে সিনহা জানিয়েছেন, "প্রত্যেকটি মডেলেই ৪ থেকে ৬ টি ভ্যারিয়েন্ট যেমন দেখা যাবে, তেমনি পাওয়া যাবে অন্ততঃ ৪ টি পৃথক পৃথক রঙে। মডেলগুলোর দাম শুরু হবে ৫০ হাজার টাকা থেকে।"
মঙ্গলবার থেকে কোলকাতার গড়িয়ায় বালেশ ত্রিপাঠীর মালিকানাধীনে চালু হচ্ছে সংস্থার নতুন প্রদর্শনী তথা বিক্রয় কেন্দ্র।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু