সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশ গণেশ পুজো

সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশ গণেশ পুজো
শ্রীমন্ত সওদাগর :: সিদ্ধিদাতা গণেশ আজ আর শুধুমাত্র ব্যবসায়ীদের আরাধ্য নন। গৃহস্থের ঘরে, এমনকি ক্লাব সংগঠনে ঘটা করে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ । মাত্র কয়েক বছর আগে ভারতবর্ষের উত্তর অংশের মানুষ গণেশ আরাধনায় মেতে উঠতেন। এখন সারা দেশ জুড়ে চলছে গণেশ নিয়ে উন্মাদনা। সিদ্ধিদাতা গণেশকে নিয়ে আবাল বৃদ্ধ বণিতার আবেগ-উন্মাদনা- আনন্দ-উচ্ছ্বাস। 
 এই আনন্দঘন মুহূর্তে শামিল হতে ধুমধাম সহকারে উদ্বোধন হয়ে গেল উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাবের চতুর্দশ গণেশ পুজো।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার বলেন, "সমাজের সব শ্রেণীর মানুষের ভিতরের অশুভ শক্তির বিনাশ জরুরী। সেই জায়গায় শুভ শক্তি এসে যদি সমাজের ভাঙন পূরণ করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটা সুশীল সমাজ আমরা রেখে যেতে পারবো।"
সিদ্ধি বিনায়ক স্পোটিং ক্লাবের কর্মকর্তা প্রিয়াঙ্ক পান্ডে বলেন, "সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করি।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা, ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ঠাকুর, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, কলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী, চলচিত্র প্রযোজক বিজয়প্রসাদ গোয়েল ও সমাজকর্মী প্রবন্ধ রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব