Posts

Showing posts from October, 2023

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

Image
 ব দ্বীপ বার্তা নিউজ ডেস্ক:- আদর্শ পল্লী প্রগতি সংঘের পরিচালনায় অর্জুনা পঞ্চানন, পূজো কমিটির ব্যবস্থাপনায় এ বছরের পূজোর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়ে গেল পঞ্চমিতেই। এই পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের বিধায়ক বিভাস সরদার, সপ্তম বর্ষে পদার্পণ করেলো এই পূজো। পূজা কমিটির এবারের ভাবনা ছিল রক্তিম শিখর।আদর্শ পল্লী প্রগতি সংঘের দীর্ঘ পথ চলা প্রায় ৫০ বছর অতিক্রম করেছে এই ক্লাব । তাদের একটা নাট্য মঞ্চ ও রয়েছে । সামাজিক ভাবনা থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির ও দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল বোলে জনিয়েছেন পূজা কমিটির সভাপতি মধুসূদন সরদার। পূজা পারমিশন এবং অনুদান ছাড়া গ্রামের মানুষের আপ্রাণ প্রচেষ্টা ও সহযোগিতায় পূজা করে আসছেন তারা। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার পূজো উদ্বোধন করে আপ্লুত। তিনি বলেন এরকম মণ্ডপ শহরের মধ্যে হলে হাজার হাজার মানুষের সমাগম ঘটতো। যেহেতু এটি গ্রামের মধ্যে হচ্ছে তাই ভালো মর্যাদা পাচ্ছে না এই সব পূজো । এবং এই শুভ সন্ধিক্ষনে তিনি পূজো কমিটি কে আশ্বাস দিয়েছেন আগামী দিন তাদের পাশে থেকে সহযোগিতার হ...

মন যে নাচে ঢাকের তালে

Image
মন যে নাচে ঢাকের তালে  সাজাহান সিরাজ :: বাংলায় বারো মাসে তেরো পার্বণ। সেই পার্বণের শ্রেষ্ঠ পার্বণ, বাঙালির শ্রেষ্ঠতম উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের প্রাক মুহূর্তে সঙ্গীত নির্মাতা সংস্থা 'রাগা মিউজিক' বাজারে আনল মন মাতানো নতুন বাংলা গান 'মন যে নাচে ঢাকের তালে'। গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী-র কথায় এবং সুরকার তথা সঙ্গীতশিল্পী অমিতবন্ধু ঘোষ-এর কণ্ঠে এলো এই গান, 'মন যে নাচে ঢাকের তালে'। মিউজিক অ্যালবামের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ি, চলচ্চিত্র নির্দেশক মলয় মণ্ডল, সঙ্গীতশিল্পী অমিতবন্ধু ঘোষ সহ আরো অনেকে। অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে অমিতবন্ধু ঘোষ জানিয়েছেন, আশা ভোঁসলের বায়োপিকে কাজ করার তিনি সুযোগ পেয়েছেন। দু - একদিনের মধ্যে তাঁকে দিল্লী যেতে হবে। তাঁর আক্ষেপ, ইদানিং বাংলা গানের ভালো অ্যালবাম বা ক্যাসেট বের হচ্ছে না। যা বাঙালি মনকে ছুঁয়ে যায়। তিনি চেষ্টা করেছেন ভালো গান গাওয়ার । এখন শ্রোতারাই বলবেন, এবারের পুজোয় তাঁর গান 'ঢাকের তালে মন যে নাচে' সত্যি মন ছুঁতে পারলো কিনা !

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলো বাংলা

Image
কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠল বাংলা কালিপদ মাইতি :: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের শান্তিপূর্ণ অবস্থানে দৈহিক বল প্রয়োগ করলো কেন্দ্রের বিজেপি সরকারের  পুলিশ। এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা প্রতিবাদ মিছিল করলো বুধবার। এই প্রতিবাদ মিছিল ও সভায় নেতৃত্ব দিলেন স্থানীয় বিধায়ক এবং মন্ত্রীরা।  পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ, আবাসন যোজনার বকেয়া টাকার দাবিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ করা হয় । সেখানে ৩  সাংসদ, রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, বিধায়ক, জব কার্ড হোল্ডার ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।  এই শান্তিপূর্ণ অবস্থান ভাঙতে দিল্লী পুলিশ দৈহিক বল প্রয়োগ করে ৩ অক্টোবর রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রায় ৪০ জন নেতৃত্বকে অবস্থান স্থল থেকে জোর করে তুলে নিয়ে যায়। তাঁদের থানায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এর ব...

ট্রান্সজেন্ডার, প্লাস সাইজ মডেলদের নিয়ে অভিনব ফ্যাশন শো

Image
ট্রান্সজেন্ডার, প্লাস সাইজ মডেলদের নিয়ে অভিনব ফ্যাশন শো বকুল দাশ, কলকাতা ২৮ সেপ্টেম্বর  -::- 'আর ডি ফিল্মস'-এর পরিচালনায় ও উদ্যোগে হতে চলেছে অভিনব ফ্যাশন শো। অবিবাহিতা, বিবাহিতা, যৌনরূপান্তরকামী, বিপুলা, আলোকচিত্রী, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্যদের জন্য জেলা ও রাজ্য পর্যায়ে আয়োজিত হচ্ছে 'ফ্যাশন ফ্রম ফিউচার' শীর্ষক এক অভিনব ফ্যাশন শো।   বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে 'স্ট্রাগলিং অ্যাওয়ার্ড ফর ফিমেল ২০২৩'  সম্মাননা প্রদান ও জার্সি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে 'আর ডি ফিল্মস'-এর কর্ণধার  সুমিত গাঙ্গুলী জানিয়েছেন, "পুজোর পর থেকেই 'ফ্যাশন ফ্রম ফিউচার' নামাঙ্কিত  অভিনব এই ফ্যাশন শো-র জেলা পর্যায়ের অডিশন শুরু হবে। আগামী বছরের জানুয়ারিতে হবে এই ফ্যাশন শো-র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।" সাংবাদিক সম্মেলনে সুমিত গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মেঘনা হালদার, অসীমা চ্যাটার্জী, অভিনেতা সুব্রত ব্যানার্জী, পুষ্টিবিদ অনুশ্রী মিত্র, ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম, কোরিওগ্রাফার দীপেশ কুমার ঘোষ...

অভিনেতা সোহেল দত্ত-র উদ্যোগে ওয়েব সিরিজে আসছে ব্যারাকপুর

Image
অভিনেতা সোহেল দত্ত-র উদ্যোগে ওয়েব সিরিজে আসছে ব্যারাকপুর‌  সাজাহান সিরাজ ও ইন্দ্রজিৎ আইচ : : পুজোর ঠিক পরেই ইয়োলো বার্ড এন্টারটেইনমেন্ট  এর ব্যানারে তৈরি হচ্ছে এই প্রথমবার ব্যারাকপুরকে‌ নিয়ে ওয়েব সিরিজ। ছবিটি প্রযোজনা করছেন অভিনেতা সোহেল  দত্ত। তিনি ব্যারাকপুর এর ভূমিপুত্র। এই ছবিতে রয়েছে আরো বড় চমক। সেটা হলো ব্যারাকপুর নিয়ে যিনি শেষ কথা বলেন, যাকে নিয়ে নানা বিতর্কিত, নানা মন্তব্য, ভালো মন্দ মিলিয়ে নানা মানুষ নানা কথা বলেন সেই সংসদ অর্জুন সিং। তিনিও এখানকার ভূমিপুত্র। তাঁর পরিবার ১৩০ বছর ধরে এই ব্যারাকপুরের বাসিন্দা।  সোমবার, ২৫ সেপ্টেম্বর কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই নতুন ওয়েব সিরিজ ব্যারাকপুর নিয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অর্জুন সিং ও সোহেল দত্ত। প্রথমে সোহেল জানান, আমি ব্যারাকপুর অঞ্চলে বহু দিন আছি। এই জায়গার একটা বিরাট ইতিহাস আছে। অনেক মানুষ বলেন, ব্যারাকপুর খুব খারাপ জায়গা, কেউ আবার এর জন্য অর্জুন সিং কে দায়ী করেন। আমি সেটা বিশ্বাস করি না, এই ছবির একটা পার্ট হবে অর্জুন...