পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।
ব দ্বীপ বার্তা নিউজ ডেস্ক:- আদর্শ পল্লী প্রগতি সংঘের পরিচালনায় অর্জুনা পঞ্চানন, পূজো কমিটির ব্যবস্থাপনায় এ বছরের পূজোর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়ে গেল পঞ্চমিতেই। এই পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের বিধায়ক বিভাস সরদার, সপ্তম বর্ষে পদার্পণ করেলো এই পূজো। পূজা কমিটির এবারের ভাবনা ছিল রক্তিম শিখর।আদর্শ পল্লী প্রগতি সংঘের দীর্ঘ পথ চলা প্রায় ৫০ বছর অতিক্রম করেছে এই ক্লাব । তাদের একটা নাট্য মঞ্চ ও রয়েছে । সামাজিক ভাবনা থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির ও দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল বোলে জনিয়েছেন পূজা কমিটির সভাপতি মধুসূদন সরদার। পূজা পারমিশন এবং অনুদান ছাড়া গ্রামের মানুষের আপ্রাণ প্রচেষ্টা ও সহযোগিতায় পূজা করে আসছেন তারা। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার পূজো উদ্বোধন করে আপ্লুত। তিনি বলেন এরকম মণ্ডপ শহরের মধ্যে হলে হাজার হাজার মানুষের সমাগম ঘটতো। যেহেতু এটি গ্রামের মধ্যে হচ্ছে তাই ভালো মর্যাদা পাচ্ছে না এই সব পূজো । এবং এই শুভ সন্ধিক্ষনে তিনি পূজো কমিটি কে আশ্বাস দিয়েছেন আগামী দিন তাদের পাশে থেকে সহযোগিতার হ...