মন যে নাচে ঢাকের তালে
সাজাহান সিরাজ :: বাংলায় বারো মাসে তেরো পার্বণ। সেই
পার্বণের শ্রেষ্ঠ পার্বণ, বাঙালির শ্রেষ্ঠতম উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের প্রাক
মুহূর্তে সঙ্গীত নির্মাতা সংস্থা 'রাগা মিউজিক' বাজারে আনল মন মাতানো নতুন বাংলা
গান 'মন যে নাচে ঢাকের তালে'। গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী-র কথায় এবং সুরকার তথা
সঙ্গীতশিল্পী অমিতবন্ধু ঘোষ-এর কণ্ঠে এলো এই গান, 'মন যে নাচে ঢাকের তালে'।
মিউজিক অ্যালবামের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ি, চলচ্চিত্র নির্দেশক মলয় মণ্ডল, সঙ্গীতশিল্পী অমিতবন্ধু ঘোষ সহ আরো অনেকে। অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে অমিতবন্ধু ঘোষ জানিয়েছেন, আশা ভোঁসলের বায়োপিকে কাজ করার তিনি সুযোগ পেয়েছেন। দু - একদিনের মধ্যে তাঁকে দিল্লী যেতে হবে। তাঁর আক্ষেপ, ইদানিং বাংলা গানের ভালো অ্যালবাম বা ক্যাসেট বের হচ্ছে না। যা বাঙালি মনকে ছুঁয়ে যায়। তিনি চেষ্টা করেছেন ভালো গান গাওয়ার । এখন শ্রোতারাই বলবেন, এবারের পুজোয় তাঁর গান 'ঢাকের তালে মন যে নাচে' সত্যি মন ছুঁতে পারলো কিনা !
মিউজিক অ্যালবামের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ি, চলচ্চিত্র নির্দেশক মলয় মণ্ডল, সঙ্গীতশিল্পী অমিতবন্ধু ঘোষ সহ আরো অনেকে। অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে অমিতবন্ধু ঘোষ জানিয়েছেন, আশা ভোঁসলের বায়োপিকে কাজ করার তিনি সুযোগ পেয়েছেন। দু - একদিনের মধ্যে তাঁকে দিল্লী যেতে হবে। তাঁর আক্ষেপ, ইদানিং বাংলা গানের ভালো অ্যালবাম বা ক্যাসেট বের হচ্ছে না। যা বাঙালি মনকে ছুঁয়ে যায়। তিনি চেষ্টা করেছেন ভালো গান গাওয়ার । এখন শ্রোতারাই বলবেন, এবারের পুজোয় তাঁর গান 'ঢাকের তালে মন যে নাচে' সত্যি মন ছুঁতে পারলো কিনা !
Comments