জয়গোপালপুরে কৃষক সমাবেশ
জয়গোপালপুরে কৃষক সমাবেশ আলিফা বেগম : সুন্দরবনের প্রান্তিক এবং প্রগতিশীল চাষীদের সমন্বিত জৈব চাষে উদ্বুদ্ধ করতে বিগত দু'দশক ধরে এই অঞ্চলে নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র । এই সংগঠন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও গোসাবায় এই জৈব চাষে বহু চাষীদেরকে প্রশিক্ষণ দিয়ে একত্রিত করেছে, যাতে তাদের খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত হয় । রবিবার, ২৩ জুলাই জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র ও সুস্থায়ী কৃষি পরিবারের যৌথ উদ্যোগে, জয় গোপালপুরে সুন্দরবনের জৈব চাষীদের নিয়ে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয় । সমাবেশে সংগঠনের প্রধান বিশ্বজিৎ মহাকুর এই ঘোষণা করেন আগামী এক বছরের মধ্যে জয় গোপালপুর গ্রামকে তাঁরা জৈব চাষে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবেন । তিনি চাষীরা জৈব ফসল বিক্রির অভাবে যাতে উৎপাদন বিমুখ না হয়, সরকারি সাহায্য যাতে কৃষক দলের হাতে পৌঁছায় সেদিকে গুরুত্ব দেন । তিনি আরো বলেন, দালাল চক্র থেকে চাষীদের উৎপাদিত ফসল বাঁচিয়ে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা গেলে ক্রেতারা...