বেঙ্গল ফ্যাশন শো -এর নতুন পথচলা

 বেঙ্গল ফ্যাশন শো -এর নতুন পথচলা



আলেফা বেগম :  'ওম সস্তী ফিল্মস'-এর উদ্যেগ ও পরিচালনায় আগামী ২২ সেপ্টেম্বর কলকাতার 'মোহিত মঞ্চ'-এ আয়োজন করা হচ্ছে 'দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩'। 


'দ্য বেঙ্গল ফ্যাশন শো '-এর কর্ণধার আদিত্য দাস সোমবার কলকাতায় সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় জানিয়েছেন, "কলকাতা সহ রাজ্যের বুকে এর মধ্যেই আলোড়ন তুলেছে 'ওম সস্তী ফিল্মস'-এর পরিচালনায় হতে চলা 'দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩'। পরিসংখ্যান বলছে ওই ফ্যাশন শো-তে কম করে ১০০ জন অংশ নেবেন।"

'দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩'-র পরিপ্রেক্ষিতে এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে 'দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩'  নামাঙ্কিত এক পুস্তিকার মলাট সহ 'টাইটেল সঙ' এবং 'স্বপ্ন উড়ান'-এর অফিসিয়াল স্ক্রিনিং ও 'সম্পর্কের বাঁধন' নামাঙ্কিত একটি স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রোমো প্রকাশ করা হয়।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু