গুলাবি আঁখি' -র রিমিক্স ভিডিও টিজার

 ' *গুলাবি আঁখি' -র রিমিক্স ভিডিও টিজার* 


 *সাজাহান সিরাজ :* ভারতের প্রথিতযশা কণ্ঠশিল্পী তথা সংগীত পরিচালক মহম্মদ রফি-র বহুশ্রুত জনপ্রিয় হিন্দি গান গুলাবি আঁখি-র রিমিক্স মিউজিক ভিডিও টিজার প্রকাশ পেল । নতুন এই ভিডিওটি আনল 'পিএস অফিসিয়াল' । কিছুদিনের মধ্যে এই গানটির সম্পূর্ণ ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে ।


সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পিএস অফিসিয়াল এর পক্ষে জানানো হয়, 'গুলাবি আঁখি' গানের কথা ও সুরকে একই রেখে অত্যাধুনিক যন্ত্রাংশের ব্যবহার ও গায়কির কিছুটা হেরফের ঘটিয়ে মহম্মদ রফির জনপ্রিয় হিট গানটি রিমিক্স গেয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী প্রত্যয়শঙ্কর মজুমদার ।


নতুনভাবে গাওয়া এই গানের সাথে সামঞ্জস্য রেখে অভিনয় করেছেন অভিনেত্রী পারমিতা ব্যানার্জি, প্রত্যয়শঙ্কর মজুমদার প্রমুখ। 

নিউ টাউনে মিউজিক ভিডিওটির আউটডোর শুটিং হয়েছে । ভিডিওটির অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য চরিত্রের শিল্পীদের পোশাক ডিজাইন করেছেন লুনা পাল রায় ।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু