কলকাতায় পাড়া ক্রিকেট লীগ--- বিপিসিএল টুর্নামেন্ট
কলকাতায় পাড়া ক্রিকেট লীগ--- বিপিসিএল টুর্নামেন্ট সাজাহান সিরাজ : দক্ষিণ কলকাতার বেলঘরিয়ায় আয়োজিত হচ্ছে, বেঙ্গল পাড়া ক্রিকেট লীগ --- বিপিসিএল টুর্নামেন্ট। ১৬টি দল এই টেনিস বল ক্রিকেট লীগে অংশ নেবে। প্রতিটি খেলা হবে ১০ ওভারের। ১৬ টি দলকে দু'টি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে এই বিপিসিএল টুর্নামেন্ট নিয়ে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, 'এবছর বেঙ্গল পাড়া ক্রিকেট লীগ আয়োজন করছি আমরা, যার ২২ ডিসেম্বর দল নির্ধারিত হবে। প্রতিটি দল নিয়ে অকশনেরও ব্যবস্থা করা হয়েছে। যাতে প্রতিটি দল খেলার শুরুতে বেশ কিছু অর্থ পেতে পারে হাতে।' তিনি জানান, এই খেলা শুরু হবে আগামী নতুন বছর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে । এই খেলায় বিজ্ঞাপন এবং স্পন্সর্ডদের কাছ থেকে সংগৃহীত টাকার একটা অংশ আমরা সংগঠনের পক্ষে ৫টি স্কুল ও ক্রিকেট আকাডেমির প্রতিভাবান ও দুস্থ খেলোয়াড়দের খেলাধুলায় ব্যয় করব।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেট অধিনায়ক সম্বরণ ব্যানার্জী, বিশিষ্ট...