সল্টলেকে চার দিনের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব

সল্টলেকে চার দিনের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব
 সাজাহান সিরাজ :: দ্বিতীয় আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়েছে সল্টলেকে। চারদিনের এই ক্রীড়া চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তা বিধাননগর ফিল্ম সোসাইটি। সহযোগিতায় কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ১২ - ১৫ ডিসেম্বর সল্টলেকের উন্নয়ন ভবনের মহানায়ক মঞ্চে আমেরিকা (৪), চীন (৪),ভারত (২) এবং জার্মানির (২) টি নিয়ে মোট বারোটি ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র চারদিনে দেখানো হবে। মঙ্গলবার কলকাতায় উদ্যোক্তা সংস্থার যুগ্ম সম্পাদক রীতেশ বসাক সাংবাদিকদের জানিয়েছেন, 'অনেক ধরনেরই ফিল্ম ফেস্টিভাল আজকাল সব জায়গাতেই হচ্ছে। আমরাই গত বছর প্রথম আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের আয়োজন করি। গত বছরে ভালো সাড়া পাওয়ার পর দ্বিতীয় বছর এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত প্রতিদিন তিনটি করে শো রাখা হয়েছে, দুপুর বারোটা, দুপুর আড়াইটায় এবং বিকেল পাঁচটায়।' তিনি আরও জানান, 'বড়দের পাশাপাশি ছোটদেরও খেলাধুলা সচেতনতার জন্য এই চলচ্চিত্র তাদের আগামী প্রজন্মের মোটিভেশন এর কাজে খুবই গুরুত্বপূর্ণ। জীবনের সাথে খেলাধুলা একটা অপরিহার্য অঙ্গ যা শিশুদের কাছে আকর্ষণীয় থাকে। তা যদি স্বচক্ষে চলচ্চিত্রের মাধ্যমে দেখানো যায় তাহলে তারা খেলাধুলার উপরে আরও বেশি নিজেদের মনোনিবেশ করতে পারবে। মূলত এই ভাবনাচিন্তার মাধ্যমেই দ্বিতীয় বর্ষে পা রাখলো ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল।
রিতেশ বসাক জানিয়েছেন, 'এই উৎসবে ২০ টি স্কুল এবং ১০ টি ক্রীড়া কোচিং সেন্টারের ১০ জন করে ৩০০ জন ছাত্রছাত্রীকে বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে থাকবেন ক্রীড়া ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ। 
এই উৎসবে ভারতের ছবি কোনি এবং ১১।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু