মনে হচ্ছে আমি রাজস্থানের মাটিতেই দাঁড়িয়ে আছি : অনুপম হালদার

মনে হচ্ছে আমি রাজস্থানের মাটিতেই দাঁড়িয়ে আছি : অনুপম হালদার 
আলেফা বেগম :: "চারদিকের দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছে এখন আমি রাজস্থানের মাটিতেই দাঁড়িয়ে আছি," একথা বলে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার।
বুধবার তাজ সিটি সেন্টারের ভেতর 'শামিয়ানা'-য় 'পেইন্টস অ্যাণ্ড স্ট্রোকস' নামাঙ্কিত দিবাকর চক্রবর্তী-র একক তৈলচিত্রের প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন অনুপম হালদার। 
বিশিষ্ট নবীন চিত্রকর দিবাকর চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, "মঙ্গলবার, ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে এই চিত্র প্রদর্শনী, চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনী কক্ষে রয়েছে মোট ১৮ টি তৈলচিত্র। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসাহী ব্যক্তিগণ প্রদর্শনী কক্ষ ঘুরে দেখতে পারেন।"
চিত্র প্রদর্শনীতে বাড়তি লাভ যা দর্শকদের আকর্ষণ বাড়াবে, স্বয়ং চিত্রকর দিবাকর চক্রবর্তীর চটজলদি চিত্রনির্মাণ বা লাইভ স্কেচ।

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব