মুক্তি পেল Online হবে

মুক্তি পেল Online হবে
আলেফা বেগম : শুক্রবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেল শিল্পী ক্রিয়েশন্স নিবেদিত, নৃপেন বিশ্বাস প্রযোজিত এবং শিল্পী চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা কাহিনীচিত্র 'Online হবে' ?

কাহিনীচিত্রের মুক্তির আগে বৃহস্পতিবার এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল 'Online হবে'-র পোস্টার ও ট্রেলার। 

এই পোস্টার ও ট্রেলার মুক্তি উপলক্ষ্যে আইসিসিআর-এ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কাহিনীচিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিশু অভিনেতা যশ চ্যাটার্জি, প্রযোজক নৃপেন বিশ্বাস, সংগীত পরিচালক তথাগত সেনগুপ্ত ও স্বাক্ষর বসু সহ একাধিক কুশীলব।

পোস্টার উন্মোচনের ও ট্রেলার মুক্তির পর এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালিকা শিল্পী চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, '৯৪ মিনিটের এই কাহিনীচিত্রটি বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে।'
বর্তমান সময়ে সব কিছুই যখন পাওয়া যাচ্ছে অনলাইনে, তখন এই ছবির শিশু শিল্পী যশ চ্যাটার্জির প্রশ্ন, 'অনলাইনে কি ভালবাসার মানুষ জনদের পাওয়া যাবে ?'

Comments

Popular posts from this blog

পুজো ছোটো ভাবনা বড়ো। আদর্শ পল্লীর আদর্শ পুজো।

কলকাতা কাঁপাতে এলেন ভারতনাট্যমের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী গীতা চন্দন

মিলনবাজারে অঙ্কন উৎসব