ফোর ডিভিএফএক্স অ্যাকাডেমী কলকাতায়

ফোর ডিভিএফএক্স
 অ্যাকাডেমী কলকাতায়
 
আলেফা বেগম : টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার টালিগঞ্জে  'ফোর ডিভিএফএক্স অ্যাকাডেমী' চালু  করল 'ফোর্থ ডাইমেনশন ভিস্যুয়াল এফেক্টস প্রাইভেট লিমিটেড'।
সংস্থার কর্ণধার রজত দলুই  জানিয়েছেন, "এতদিন প্রশিক্ষিত ব্যক্তিদেরকেও বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে নিতে হচ্ছিল, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ায় হাতে কলমে প্রশিক্ষণ প্রাপ্ত উপযুক্ত কর্মী বা শিল্পী পাওয়া অনেক সহজসাধ্য হবে।"

প্রসঙ্গত, কলকাতায় ভিএফএক্স-র উপযুক্ত কর্মী পাওয়া গেলে কলকাতার টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অনেক চাহিদা মিটবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে থ্রীডি ও ভিএফএক্স-এর উপর ডিপ্লোমা কোর্স চালু করতে চলেছে 'ফোর্থ ডাইমেনশন ভিস্যুয়াল এফেক্টস প্রাইভেট লিমিটেড'। 
পরবর্তীতে এখানেই শুরু হবে মোশন গ্রাফিক্স, গেমিং, ডিজাইনিং এবং ওয়েবসাইট-এর উপরও ডিপ্লোমা কোর্স।

এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, তথাগত মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তি।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু