শীতের কম্বল ও শাড়ি বিতরণ নগরগঞ্জে।
শীতের কম্বল ও শাড়ি বিতরণ নগরগঞ্জে।
বকুল দাশ :: বাসন্তীর স্বেচ্ছাসেবী সংগঠন চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব কলকাতা প্রেসিডেন্সি-র সহযোগিতায় রবিবার ১৫ ডিসেম্বর সকালে এক অনুষ্ঠানে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতের কম্বল ও শাড়ি। নফরগঞ্জে উদ্যোগী সংগঠনের সভাঘরে আয়োজিত ওই অনুষ্ঠানে ১০০ দুস্থ মহিলার হাতে শীতের কম্বল এবং শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি সোসাইটি পরিচালিত ছাত্র ও ছাত্রীদের আশ্রমের ১০০ ছাত্র-ছাত্রীদের জন্য কম্বল, বেডশীট ও লেখার সরঞ্জাম তুলে দেওয়া হয় তাদের হাতে। এর আগে লায়ন্স কলকাতা প্রেসিডেন্সি-র দেওয়া ছাত্রদের ক্যাম্পাসে বসানো একটি ওয়াটার কুলার মেশিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগী সংগঠনের প্রাণপুরুর অমল নায়েক, লায়ন্স কলকাতা প্রেসিডেন্সি জেলা - ৩২২বি২-র পক্ষে বিকাশ খাটারুকা, মঞ্জু খাটারুকা, জয়প্রকাশ গোয়েঙ্কা, পুষ্পা গোয়েঙ্কা, ওম প্রকাশ গোয়েঙ্কা, দুর্গা খাসেরা, আলকা যোধানী প্রমুখ।
এই উপলক্ষে সংগঠন প্রাঙ্গনে একশো দুস্থ মহিলার সুগার পরীক্ষা করানো হয়।
অমল নায়েক জানেন, চলতি মাসের শুরুতে গোসাবা ব্লকের দ্বীপগুলিতে তাঁদের সংগঠনের উদ্যোগে এক হাজার দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
Comments