বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪

বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪

বকুল দাশ :: নতুন বছরের প্রারম্ভে এক আনন্দঘন অনুষ্ঠানে 'বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪' প্রদান করা হলো। 'রেডওয়াইন এন্টারটেইনমেন্ট' এর উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। 
বাংলার ফ্যাশন দুনিয়ার কর্মকাণ্ড অন্তরাল থেকে যাঁরা পরিচালনা করে অন্যদের মনোরঞ্জনে নিজেদের অন্তরালে রাখেন, এমন কয়েকজন ব্যক্তিকে ১৪ ডিসেম্বর শীতের মোখমল বিছানো সন্ধ্যায়, আইসিসিআর এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মান জানানো হয়। 
সেরা মডেল, সেরা সুপার মডেল, সেরা গ্ৰুমার, সেরা ফ্যাশন আইকন ইত্যাদি বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য সরকার, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, রেডওয়াইন এন্টারটেইনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত, উদ্যোগপতি সঞ্জীব বসাক ও অন্যান্যরা। 
আলোকচিত্র শিল্পী অনুপম হালদার বলেন, আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাঁরা কাজ করছেন তাঁদের অনেককেই মানুষ জানেন না, বা চেনেন না। তাঁদের একটা বড় প্ল্যাটফর্ম দিল রেডওয়াইন এন্টারটেইনমেন্ট। এই পুরস্কার নতুন প্রতিভাদের আরো ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

Comments

Popular posts from this blog

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

'রিদমিক ড্যান্স অ্যান্ড ফিটনেস্ স্টুডিও' র বার্ষিক অনুষ্ঠান যেন সপ্তাকাশে রামধনু