রবীন্দ্রতীর্থে চিত্রকর দিবাকর চক্রবর্তী চিত্র প্রদর্শনীতে মন্ত্রী
রবীন্দ্রতীর্থে চিত্রকর দিবাকর চক্রবর্তী চিত্র প্রদর্শনীতে মন্ত্রী।
সাজাহান সিরাজ :: বিশ্ব বাংলার রবীন্দ্রতীর্থ-এ শনিবার চিত্রকর দিবাকর চক্রবর্তীর একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী তাঁর ভাষণে বলেন, দিবাকর চক্রবর্তী একজন প্রতিভাবান চিত্রশিল্পী। তাঁর এই শিল্পের জন্য দেশ-বিদেশে বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন দিবাকর।
এই অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ভৌমিক, হাওড়া জেলা পুলিশের অন্যতম আধিকারিক ডি পি সিং, ডন বস্কো স্কুল (টেকনিক্যাল)-এর অধ্যক্ষ ফাদার বান্টি মণ্ডল, আইনজীবী স্বপন কোলে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
'বিশ্ব বাংলা গেট' সংলগ্ন 'রবীন্দ্রতীর্থ'-এ বিশিষ্ট নবীন চিত্রকর দিবাকর চক্রবর্তী-র তিনদিনের এই একক চিত্র প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে আটটা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর চিত্রকর দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, "তেলরঙে আঁকা ১৩ টি ভিন্ন মাপের ক্যানভাস নিয়ে শনিবার থেকে 'রবীন্দ্রতীর্থ'-এ শুরু হল 'রাজস্থান' নামাঙ্কিত চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত।"
Comments